বালি মাফিয়াদের 'দাদাগিরি'! অবৈধ পাচার রুখতে পথ অবরোধ, খাদান মালিকের গুন্ডাবাহিনীর রোষের মুখে নিরীহ গ্রামবাসী
- Published by:Aishwarya Purkait
- local18
Last Updated:
গ্রামের রাস্তা দিয়ে অনবরত পার হয় অবৈধ ওভারলোড বালি বোঝাই গাড়ি। ফলে রাস্তার বেহাল অবস্থা। দীর্ঘদিন ধরে প্রশাসনকে জানিয়ে কোন সুরাহা না হওয়ায় গ্রামবাসীরা পথে নামেন।
লালগড়, ঝাড়গ্রাম, রাজু সিংঃ ফের বালি মাফিয়াদের দাদাগিরি। রাতভোর গ্রামবাসীদের মধ্যে উত্তেজনা। বালির গাড়ি আটকে এলাকা অবরোধ করে রাখে গ্রামবাসীরা। অবরোধ হটাতে হুমকি, ধস্তাধস্তি। ফোন করে পুলিশকে যাতে খবর দিতে না পারে তার জন্যে ফোন কেড়ে নিয়ে তা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে বালি খাদানের দুষ্কৃতীদের বিরুদ্ধে। গ্রামবাসীরা চড়াও হলে পালিয়ে যায় দুষ্কৃতীরা।
জানা যাচ্ছে, ওই খাদানটি সৌরভ রায় নামে এক ব্যক্তির। সৌরভ বৈধ খাদানের আড়ালে অবৈধভাবে অতিরিক্ত বালি পাচার করে বলে অভিযোগ স্থানীয়দের। বর্ষায় নদী থেকে বালি তোলা মানা থাকলেও বহাল তবিয়তে বালি তুলে ওভারলোড করে পাচার হচ্ছে। প্রশাসন দেখেও কিছু বলে না, অভিযোগ স্থানীয়দের। ঘটনাটি ঝাড়গ্রাম জেলার অন্তর্গত লালগড় থানার সিজুয়া এলাকার।
advertisement
আরও পড়ুনঃ কোটি কোটি টাকার কর আদায় বাকি ‘এই’ পৌরসভায়, পুজোর পর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি, বিরোধীদের চাঁচাছোলা কটাক্ষের মুখে তৃণমূল
গ্রামের রাস্তা দিয়ে অনবরত পার হয় অবৈধ ওভারলোড বালি বোঝাই গাড়ি। ফলে রাস্তার বেহাল অবস্থা। দীর্ঘদিন ধরে প্রশাসনকে জানিয়ে কোন সুরাহা না হওয়ায় গ্রামবাসীরা পথে নামেন। অবরোধ করেন রাস্তা। বুধবার দুপুর দু’টো থেকে অবরোধ শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল পর্যন্ত অবরোধ চলছে। গতকাল বিকেলে স্থানীয় লালগড় থানার পুলিশ ঘটনাস্থলে এলে তাঁদের ঘিরেও বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে পুলিশকে জানানো হয়েছিল কিন্তু পুলিশ কোন ব্যবস্থা নেয়নি। তাই যতদিন না পর্যন্ত রাস্তার সমাধান হচ্ছে ততদিন পর্যন্ত রাস্তা বন্ধ থাকবে।
advertisement
advertisement
গ্রামবাসীদের বক্তব্য, অনবরত ওভারলোড গাড়ি পার হয় এই রাস্তা দিয়ে। গাড়ির পারমিট রয়েছে ৩৫ থেকে ৪০ সিএফটি সেখানে মাল যাচ্ছে ৬৫ থেকে ৭০ সিএফটি। অর্থাৎ এক একটি গাড়িতে দ্বিগুণ লোডে বালি যাচ্ছে। স্থানীয়রা অভিযোগ তুলছেন স্থানীয় খাদান মালিকের বিরুদ্ধে। অবরোধের পর থেকে থমথমে হয়ে পড়েছে গোটা এলাকা। অবরোধের জেরে আটকে পড়ে সমস্ত বালির গাড়ি। এরপরই গুন্ডাবাহিনী নামায় খাদান মালিক।
advertisement
অভিযোগ খাদান মালিকের গুন্ডাবাহিনী এসে আক্রমণ চালায় গ্রামবাসীদের উপর। বেশ কয়েকটি মোবাইল ভাঙচুর এবং বেশ কয়েকজনকে আহত করার চেষ্টা করেছিল কিন্তু সম্ভব হয়নি স্থানীয়দের প্রচেষ্টায়। আরও অভিযোগ, ওই গুন্ডারা বন্দুক ও নানা হাতিয়ার নিয়ে এসেছিল গ্রামবাসীদের উপর হামলা চালানোর জন্য। বর্তমানে এলাকায় পুলিশ আছে। কিন্তু পুলিশ ঘটনাস্থল থেকে চলে গেলে ফের গ্রামে গিয়ে গ্রামবাসীদের মেরে গুঁড়িয়ে দেওয়ার হুমকি দেয় দুষ্কৃতীরা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 21, 2025 11:51 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বালি মাফিয়াদের 'দাদাগিরি'! অবৈধ পাচার রুখতে পথ অবরোধ, খাদান মালিকের গুন্ডাবাহিনীর রোষের মুখে নিরীহ গ্রামবাসী