Jhargram Tourism: মুখ ফিরিয়ে নিয়েছেন মানুষ, শীতের মুখে পর্যটনশূন্য হয়ে দিন কাটছে অরণ্যসুন্দরীর
- Published by:Arpita Roy Chowdhury
- local18
- Reported by:Buddhadev Bera
Last Updated:
Jhargram Tourism:ফলে সেই সমস্ত পর্যটনস্থলগুলি থেকে মুখ ফিরিয়ে নেন পর্যটকরা। ভরা পর্যটকের মরশুমে পর্যটক ঠিকমতো না এলে পর্যটক ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তিদের ক্ষতির মুখে পড়তে হয়
বুদ্ধদেব বেরা, ঝাড়গ্রাম : শীতের শুরু মানেই বেড়ানোর জন্য মন আনচান করে ভ্রমণপিপাসু মানুষের। নিজের পছন্দের জায়গায় বেড়াতে গিয়ে রাস্তা বেহাল দশার জন্য যদি নাজেহাল হতে হয় তাহলে খুবই সমস্যায় পড়তে হয় ভ্রমণ। ফলে সেই সমস্ত পর্যটনস্থলগুলি থেকে মুখ ফিরিয়ে নেন পর্যটকরা। ভরা পর্যটকের মরশুমে পর্যটক ঠিকমতো না এলে পর্যটক ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তিদের ক্ষতির মুখে পড়তে হয়।
জঙ্গলমহলের সবুজ শাল জঙ্গল ও ঢেউ খেলানো পাহাড়ের টানে অরণ্যসুন্দরী ঝাড়গ্রামের পর্যটকের ভিড় নামে শীতের সময়। আর এই মরশুমে বেলপাহাড়ি থেকে কাঁকড়াঝোড় পর্যন্ত প্রায় ২৪ কিলোমিটার রাস্তার বেহাল দশা। রাস্তার বিভিন্ন জায়গায় পিচ উঠে বেরিয়ে রয়েছে পাথর । কোথাও আবার বড় বড় গর্ত। ফলে বেড়াতে আসা পর্যটকদের চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। কাঁকড়াঝোড় ঢোকার মুখে একটি খালের উপর কজওয়েটির কিছুটা অংশ ভগ্নপ্রায় অবস্থায় রয়েছে । একটু ভুল হলেই ঘটতে পারে বড় বিপদ। কাঁকড়াঝোড়ে স্থানীয় যে সমস্ত ব্যক্তিরা পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত তাদের দাবি যত দ্রুত বেলপাহাড়ি থেকে কাঁকড়াঝোড় পর্যন্ত ২৪ কিলোমিটার রাস্তার সংস্কার করতে হবে।
advertisement
আরও পড়ুন : প্রাণীর মৃত্যুতেই এই ফলের জন্ম! ডুমুর নাকি ‘আমিষ’ খাবার? কেন খান না অনেক নিরামিষাশী? ফুলের ভিতরে কী হয় জানলে চমকে যাবেন
কাঁকড়াঝোড়ের বাসিন্দা প্রদীপ মাহাতো বলেন, “ঝাড়গ্রামে যে সমস্ত পর্যটক বেড়ানোর জন্য আসেন তাঁদের বেড়ানোর সেরা ঠিকানা কাঁকড়াঝোড়। কিন্তু দীর্ঘদিন ধরে বেলপাহাড়ি থেকে কাঁকড়াঝোড় পর্যন্ত প্রায় ২৪ কিলোমিটার পথ বেহাল অবস্থায় রয়েছে। রাস্তা খারাপ থাকার কারণে অনেক পর্যটক এই রাস্তায় আসতে চাইছেন না। ফলে আমাদের ঠিকমতো উপার্জন হচ্ছে না। কেবলমাত্র পর্যটকও নয়, এই রাস্তার উপর যে গ্রামগুলি রয়েছে সেই গ্রামের বাসিন্দারাও সমস্যায় রয়েছেন। প্রশাসনের কাছে আমাদের একটাই দাবি যত দ্রুত সম্ভব রাস্তাটির সংস্কার করা হোক”। পর্যটনের কথা মাথায় রেখে এই ব্যবসার সঙ্গে যুক্ত ও সাধারণ মানুষের দাবি একটাই দ্রুত সংস্কার করা হোক বেলপাহাড়ি থেকে কাঁকড়াঝোড় পর্যন্ত ২৪ কিলোমিটার রাস্তা।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 09, 2024 6:35 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Jhargram Tourism: মুখ ফিরিয়ে নিয়েছেন মানুষ, শীতের মুখে পর্যটনশূন্য হয়ে দিন কাটছে অরণ্যসুন্দরীর