Jhargram: রাস্তার মধ্যে ওটা কী? কাছে যেতেই চোখ কপালে, শোরগোল ঝাড়গ্রামে

Last Updated:

ঝাড়গ্রামে রাস্তার মধ্যে যা বসেছিল, দেখেই চোখ কপালে

রাস্তা থেকে উদ্ধার হাওয়া কচ্ছপটি
রাস্তা থেকে উদ্ধার হাওয়া কচ্ছপটি
ঝাড়গ্রাম : পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণীয় ঝাড়গ্রাম। শুধু জঙ্গল নয়, রয়েছে নানা বন্যপ্রাণীও। ঝাড়গ্রামের জঙ্গলগুলিতে মাঝেমধ্যেই দেখা মেলে নেকড়ে, হরিণ, খরগোশ, কচ্ছপ-সহ বিভিন্ন প্রাণীর। এবার জঙ্গলে উদ্ধার হল আর এক বন্যপ্রাণী। কী বলুন তো?
বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার হল ঝাড়গ্রামে। তুলে দেওয়া হয় জঙ্গলমহল জুলজিকাল পার্ক কর্তৃপক্ষের হাতে। বৃহস্পতিবার বিকেলে জঙ্গলমহল জুলজিকাল পার্ক কর্তৃপক্ষের হাতে বিরল প্রজাতির কচ্ছপটি তুলে দেয় ঝাড়গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী অরিন্দম আচার্য। জানা গিয়েছে, বুধবার রাতে ঝাড়গ্রাম শহর লাগোয়া রাধানগর এলাকায় ঝাড়গ্রাম-মেদিনীপুর রাস্তার উপর বিরল প্রজাতির কচ্ছপটি দেখতে পান অরিন্দম।
কচ্ছপটি রাস্তার মধ্যে থাকায় যে-কোনওসময় বড় ধরনের দুর্ঘটনার মুখে পড়তে পারত। কচ্ছপটির জীবন বাঁচানোর জন্য কচ্ছপটিকে রাস্তা থেকে তুলে বাড়ি নিয়ে আসেন অরিন্দম। বৃহস্পতিবার বিকেলে কচ্ছপটিকে জঙ্গলমহল জুলজিকাল পার্ক কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়।
advertisement
advertisement
অরিন্দম আচার্য বলেন, ” রাস্তা দিয়ে যাওয়ার সময় কচ্ছপটিকে দেখতে পাই। যে-কোনওসময় দুর্ঘটনার শিকার হতে পারত কচ্ছপটি। তাই আমি কচ্ছপটি তুলে বাড়ি নিয়ে আসি এবং জঙ্গলমহল জুলজিকাল পার্ক কর্তৃপক্ষের হাতে তুলে দিয়েছি। আমি জীবনে এই প্রথম এত বড় কচ্ছপ দেখলাম। কচ্ছপটিকে উদ্ধার করে সুরক্ষিত জায়গায় পৌঁছে দিতে পেরে আমি খুব খুশি।”
advertisement
বুদ্ধদেব বেরা
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Jhargram: রাস্তার মধ্যে ওটা কী? কাছে যেতেই চোখ কপালে, শোরগোল ঝাড়গ্রামে
Next Article
advertisement
SIR Enumeration Form: এনুমারেশন ফর্মে কী কী তথ্য লিখতে হবে ভোটারকে, ফর্ম জমা দেওয়ার কোনও নথি লাগবে কি? নিয়ম জানাল কমিশন
এনুমারেশন ফর্মে কী কী তথ্য লিখতে হবে ভোটারকে, ফর্ম জমা দিতে কোন নথি লাগবে? সব জানাল কমিশন
  • এনুমারেশন ফর্ম নিয়ে গাইডলাইন কমিশনের৷

  • প্রত্যেক ভোটারকে দুটি করে ফর্ম৷

  • ফর্মে কী কী তথ্য দিতে হবে, জানাল কমিশন৷

VIEW MORE
advertisement
advertisement