Jhargram Tourism: জঙ্গলমহলের ইতিহাস জানতে চান? ঘুরে আসুন এই ট্রাইবাল মিউজিয়াম থেকে, সমৃদ্ধ হবেন
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:Buddhadev Bera
Last Updated:
Jhargram Tourism: ঝাড়গ্রাম বেড়াতে গিয়ে জল জঙ্গল ও পাহাড় উপভোগ করার পাশাপাশি জঙ্গলমহলের ইতিহাস জানার জন্য পর্যটকদের এক ফাঁকে ঘুরে আসতে হবে ট্রাইবেল মিউজিয়াম থেকে।
ঝাড়গ্রাম: এই শীতের মরশুমে জঙ্গলমহল ঘুরতে আসার প্ল্যানিং থাকলে পর্যটকদের অবশ্যই যেতে হবে জঙ্গলমহলের ইতিহাস ও সংস্কৃতি জানার জন্য ট্রাইবাল মিউজিয়ামে। যেখানে জঙ্গলমহলের মূলবাসী আদিবাসী সম্প্রদায়ের মানুষজনের জীবন জীবিকা ও তাঁদের ব্যবহৃত বাদ্যযন্ত্র তুলে ধরা হয়েছে।
ঝাড়গ্রাম শহরের উপকণ্ঠে বাঁদরভুলায় শাল জঙ্গলের মধ্যে রয়েছে ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের প্রকৃতি পর্যটন কেন্দ্র। সেই প্রকৃতি পর্যটন কেন্দ্রের মধ্যেই রয়েছে ট্রাইবাল মিউজিয়াম। ট্রাইবেল মিউজিয়ামে গরুর গাড়ি থেকে শুরু করে আদিবাসী সমাজের গান-বাজনা করার নানা সামগ্রী সংরক্ষণ করে রাখা হয়েছে। রয়েছে আদিবাসী মূলবাসি সমাজের মানুষের নানা সৃষ্টি ও ভাস্কর্য।
advertisement
আরও পড়ুনঃ খিদে পেয়েছে কিন্তু খাবারের সময় পাচ্ছেন না? মারাত্মক ক্ষতি হচ্ছে শরীরে, জানলে শিউরে উঠবেন
advertisement
আরও পড়ুনঃ শীতে নকল ডিমে ছেয়ে যায় বাজার, কীভাবে বুঝবেন আপনার হাতের ডিমটি আসল কিনা? জানুন সহজ উপায়
কলকাতা থেকে খুব একটা দূরে নয় কাছেই রয়েছে এই ট্রাইবাল মিউজিয়ামটি। কলকাতা থেকে ব্যক্তিগত গাড়িতে করে সোজা চলে আসতে হবে ঝাড়গ্রাম। ঝাড়গ্রাম শহর ঢোকার মুখেই ডান হাতে পড়বে প্রকৃতি পর্যটন কেন্দ্র আরে প্রকৃতি পর্যটন কেন্দ্রের মধ্যে রয়েছে ট্রাইবাল মিউজিয়ামটি। ট্রেনে করে আসলে হাওড়া স্টেশন থেকে সোজা চলে আসতে হবে ঝাড়গ্রাম। ঝাড়গ্রাম স্টেশন থেকে মাত্র ১০ মিনিটের রাস্তা।
advertisement
এই শীতের মৌসুমে যারা অরণ্য সুন্দরী ঝাড়গ্রাম বেড়াতে আসার প্ল্যানিং রয়েছে তারা একটু সময় করে এক ফাঁকে দেখে নিতে পারে ট্রাইবাল মিউজিয়াম।
বুদ্ধদেব বেরা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 06, 2024 8:46 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Jhargram Tourism: জঙ্গলমহলের ইতিহাস জানতে চান? ঘুরে আসুন এই ট্রাইবাল মিউজিয়াম থেকে, সমৃদ্ধ হবেন