Jhargram News: জঙ্গলেরা রাস্তায় ওটা কী? ২ বছর পর যা উদ্ধার হল দেখলে শিউরে উঠবেন!
- Published by:Raima Chakraborty
- news18 bangla
- Reported by:RAJU SING
Last Updated:
Jhargram News: বাঁশিয়াভোল গ্রামের লক্ষ্মণ জঙ্গলে কাঠপাতা সংগ্রহ করতে গিয়ে আর ফিরে আসেনি।
নয়াগ্রাম: বুধবার জঙ্গল থেকে এক মৃত ব্যক্তির কঙ্কাল উদ্ধার করে পুলিশ। প্রায় দু’বছর নিখোঁজ থাকার পর সেই মানুষের খোঁজ মিলেছে বলে খবর। পুলিশ সুত্রে জানা গিয়েছে, ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম থানার বাঁশিয়াভোল গ্রামের লক্ষ্মণ মুর্মু (২৫) জঙ্গলে কাঠপাতা সংগ্রহ করতে গিয়ে আর ফিরে আসেনি।
সেই সময় বহু খোঁজাখুঁজি করার পর কোনও খোঁজ না পেয়ে নয়াগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তাঁর পরিবারের লোকজনেরা। কিন্তু পুলিশও তার কোনও খোঁজ পায়নি। পুলিশ সুত্রে জানা গিয়েছে, এদিন বাঁশিয়াভোল গ্রামের এক বাসিন্দা গ্রামের পাশে জঙ্গলে গিয়ে ঝোপঝাড়ের মধ্যে মানুষের কঙ্কাল দেখতে পান। এরপর বাসিন্দাদের বিষয়টি জানানোর পর নয়াগ্রাম থানার পুলিশকে খবর দেন। খবর পাওয়ার পর নয়াগ্রাম থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিখোঁজ হয়ে যাওয়া লক্ষ্মণ মুর্মুর পরিবারকে সঙ্গে নিয়ে যায়।
advertisement
advertisement
কঙ্কালের পাশে বেশ কিছু জিনিস দেখে তার পরিবারের লোকজনেরা সনাক্ত করেন। এরপর কঙ্কালটি উদ্ধার করে নয়াগ্রাম থানার পুলিশ।উদ্ধার হওয়া কঙ্কাল ময়নাতদন্তের জন্যে ঝাড়গ্রাম হাসপতালে পাঠাল পুলিশ। দুই বছর নিখোঁজ ছিল ওই ব্যক্তি। কী ভাবে তাঁর মৃত্যু হল, তা নিয়ে তদন্ত শুরু করছে পুলিশ। ইতিমধ্যে এই কঙ্কাল উদ্ধার নিয়ে এলাকায় নানা জল্পনা শুরু হয়েছে।
advertisement
রাজু সিং
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 11, 2023 2:50 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Jhargram News: জঙ্গলেরা রাস্তায় ওটা কী? ২ বছর পর যা উদ্ধার হল দেখলে শিউরে উঠবেন!