Jhargram News: পর্যটনের মরশুম, এরই মধ্যে ঝাড়গ্রামে এত পায়ের ছাপ কাদের! কে ঢুকল এলাকায়? শিউরে উঠছে এলাকাবাসী
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Jhargram News: জানা গিয়েছে, ওড়িশার ময়ূরভঞ্জ রিজার্ভ ফরেস্ট থেকে পালিয়েছিল বেশ কয়েকটি বাঘ।
রাজু সিং, ঝাড়গ্রাম: ঝাড়গ্রামের জিতুশোলের জঙ্গলে একাধিক অজানা জন্তুর পায়ের ছাপ কেন্দ্র করে আতঙ্ক। জঙ্গলমহলের ঝাড়গ্রামে ফের কি রয়্যাল বেঙ্গল টাইগারের আগমন? শুরু হয়েছে জল্পনা।
advertisement
জানা গিয়েছে, ওড়িশার ময়ূরভঞ্জ রিজার্ভ ফরেস্ট থেকে পালিয়েছিল বেশ কয়েকটি বাঘ। পশ্চিমবঙ্গে প্রথমে ঝাড়গ্রাম এবং তারপরে পুরুলিয়া এবং শেষে গিয়ে বাঁকুড়াতে ধরা পড়েছিল জিনাত। সে সময় মুহিবগঞ্জ ফরেস্ট থেকে যে একটি বাঘ বেরিয়েছিল, তা পরবর্তী ক্ষেত্রে পুরুলিয়াতে ফের ধরা পড়ে।
advertisement
advertisement
ওই রয়্যাল বেঙ্গল টাইগার সম্ভবত ছিল যমুনা। এবার নতুন করে আরও একাধিক জায়গা অজানা জন্তুর পায়ের ছাপ দেখা গেল। এই এলাকায় স্থানীয়রা মনে করছে এটি বাঘের পায়ের ছাপ।
advertisement
বন দফতর অবশ্য বলছে, অন্য কোনও অজানা জন্তুর পায়ের ছাপ। ইতিমধ্যে নমুনা সংগ্রহ করেছে বন দফতর। কিন্তু এখনও পর্যন্ত অজানা জন্তু কেউ দেখেননি। সেক্ষেত্রে বন দফতরের তরফে এলাকার মানুষকে সচেতন করার কাজ করা হচ্ছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 02, 2025 8:18 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Jhargram News: পর্যটনের মরশুম, এরই মধ্যে ঝাড়গ্রামে এত পায়ের ছাপ কাদের! কে ঢুকল এলাকায়? শিউরে উঠছে এলাকাবাসী