Jhargram News: কোমরে হচ্ছে ব্যাথা, নিতে হচ্ছে বেল্ট! ঝাড়গ্রামের এই রাস্তা মানেই এখন শুধু নরকযন্ত্রণা, স্থানীয়রা কি কি বলছে শুনুন

Last Updated:

রাস্তার বেহাল দশায় প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা, প্রশাসনের নীরবতায় ক্ষুব্ধ জনতা।

+
রাজ্য

রাজ্য সড়কের বেহাল দশা

ঝাড়গ্রাম: বর্ষার মরসুমের আগেই রাজ্য সড়কের বেহাল দশা! দ্রুত সংস্কারের দাবি। জামবনি ব্লকের চিচিড়া থেকে পড়িহাটি পর্যন্ত যে ৯ নম্বর রাজ্য সড়কের রাজ্য সড়ক রয়েছে তা দীর্ঘদিন ধরে বেহাল। প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা, প্রশাসনের নীরবতায় ক্ষুব্ধ জনতা। এক সময় যে রাস্তাটি এলাকার প্রাণসঞ্চালক ছিল, আজ তা যেন মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। রাস্তাজুড়ে অগণিত খানাখন্দ, বর্ষায় পরিণত হয় কাঁদাময় জলে ভরা মৃত্যুকূপে। প্রতিনিয়ত ঘটছে ছোট-বড় দুর্ঘটনা, অথচ প্রশাসনের নেই কোন হুঁশ!
এই রাস্তাটি শুধুই একটি সাধারণ রাস্তা নয় — এর উপর নির্ভর করে চিলকিগড় স্বাস্থ্য কেন্দ্র, বিডিও অফিস, ব্যাঙ্ক, স্থানীয় বাজারঘাট এবং ঝাড়খণ্ডের সঙ্গে যোগাযোগ। স্কুলপড়ুয়া থেকে শুরু করে অসুস্থ রোগী, ব্যবসায়ী থেকে কৃষক — সকলের জীবনের রোজকার লড়াই জড়িয়ে আছে এই সড়কের সঙ্গে।
advertisement
advertisement
গাড়িচালকরা প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন এই রাস্তায়। আর কত প্রাণ হারালে নড়বে প্রশাসন? কবে শুরু হবে এই গুরুত্বপূর্ণ সড়কের পূর্ণ সংস্কার? এখন সময় এসেছে — প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার, জবাবদিহি চাওয়ার। এই রাস্তা দ্রুত মেরামত না হলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠবে। জনগণের ধৈর্য এখন ফুরিয়ে আসছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
advertisement
স্থানীয় বাসিন্দা তুষার কান্তি বেরার অভিযোগ, ‘রাস্তায় চলাচল করতে করতে নিজেই অসুবিধার সম্মুখীন হয়েছি, কোমরে নিতে হয়েছে বেল্ট, রাস্তায় তাপ্পি মেরে কাজ চালানো হচ্ছে, কিছুদিন গেলেই রাস্তা আবার আগের অবস্থায় ফিরে আসছে। স্কুল কলেজ ও স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছাতে গেলে রাস্তা ভাল প্রয়োজন।’ চিচিড়া থেকে পড়িহাটি রাস্তায় প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা — জনগণের অসুবিধার চিত্র যেন দেখেও না দেখার ভান করছে স্থানীয় প্রশাসন। বছরের পর বছর চলে যাচ্ছে, আশ্বাসের বন্যা বইছে, অথচ কাজের কাজ কিছুই হচ্ছে না। পিচ উঠে গিয়ে কংক্রিটের ছিটেফোঁটাও নেই বহু স্থানে।
advertisement
স্থানীয় এক টোটো চালক শেখ সিরাজউদ্দিন বলেন, ‘রাস্তা দিয়ে গাড়ি চলাচল করতে প্রচুর অসুবিধা হচ্ছে, গাড়িচালকরা প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন এই রাস্তায়। একটি ট্রাক রাস্তা দিয়ে পার হলে মনে হয় যেন কোথাও আগুন জ্বলছে। এত ধুলো কিছু দেখা যায় না। রাস্তায় যাতে দ্রুত তৈরি হয় তার জন্য আবেদন জানাচ্ছি।’ জামবনি পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ অবনী মোহন দত্ত বলেন, ‘রাস্তা দিয়ে দীর্ঘকাল ধরে খারাপ ছিল কয়েক দিনের মধ্যেই এই রাস্তা তৈরি হবে, তার টেন্ডার হয়েছে।’
advertisement
তন্ময় নন্দী
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Jhargram News: কোমরে হচ্ছে ব্যাথা, নিতে হচ্ছে বেল্ট! ঝাড়গ্রামের এই রাস্তা মানেই এখন শুধু নরকযন্ত্রণা, স্থানীয়রা কি কি বলছে শুনুন
Next Article
advertisement
Samir Putatunda: প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
  • প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড৷

  • ৭৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ৷

  • শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

VIEW MORE
advertisement
advertisement