Jhargram News: এ লক্ষ্মীর ভাণ্ডার যেমন তেমন লক্ষ্মীর ভাণ্ডার নয়! পাওয়া যায় কেবল রাজ্য সরকারের এই স্টলে
- Published by:Purnendu Mondal
- hyperlocal
- Reported by:Buddhadev Bera
Last Updated:
ঘাস দিয়ে লক্ষ্মীর ভান্ডার থেকে তৈরি করেছেন ঘর সাজানোর নানা সামগ্রী।
ঝাড়গ্রাম: জঙ্গলমহলে নেই কোনও ভারী শিল্প কিন্তু বাড়িতে বাড়িতে রয়েছে বহু হস্তশিল্প। রাজ্য সরকারের একাধিক প্রকল্পের মাধ্যমে দিনের পর দিন শ্রীবৃদ্ধি হচ্ছে হস্তশিল্পগুলির। বাবুই ঘাস, সাবাই ঘাস, খেজুর পাতা, পাটের দড়ি, নারকেল খোলা, বাঁশ, পোড়ামাটি দিয়ে বিভিন্ন প্রকারের ঘর সাজানোর জিনিসের পাশাপাশি গয়না তৈরি করে থাকেন জঙ্গলমহলের মহিলারা। তা বিক্রি করার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে চালু করা হয়েছে সৃষ্টিশ্রী স্টল। আর এই স্টলেই পাওয়া যাচ্ছে জঙ্গলমহলে মহিলাদের হাতের তৈরি নানা হস্তশিল্প।
পশ্চিমবঙ্গ পর্যটন মানচিত্রের একটি গুরুত্বপূর্ণ পর্যটন স্থল হল ঝাড়গ্রাম। সারা বছর পর্যটকের আনাগোনা রয়েছে ঝাড়গ্রামে। শীতের সময় পর্যটকের ঢল নামে ঝাড়গ্রামে। পর্যটকদের কথা মাথায় রেখে ঝাড়গ্রামের জঙ্গলমহল জুলজিক্যাল পার্কে তৈরি করা হয়েছে সৃষ্টিশ্রী প্রকল্পের স্টল। যেখানে জঙ্গলমহলের মহিলারা তাঁদের হাতের তৈরি ঘর সাজানোর নানা সামগ্রীর সম্ভার নিয়ে বসে রয়েছে। জঙ্গলমহল বেড়ানোর পাশাপাশি স্মৃতি হিসেবে জঙ্গলমহলের নানা হস্তশিল্পের সামগ্রী বাড়ি নিয়ে যেতে পারবে পর্যটকরা।
advertisement
advertisement
বিশেষ আকর্ষণ রয়েছে লক্ষ্মীর ভান্ডার। সবাই ঘাস দিয়ে তৈরি করা হয়েছে বড় একটি টাকা রাখার ভাড়। যার নাম দেওয়া হয়েছে লক্ষ্মীর ভান্ডার। এছাড়াও হয়েছে পোড়া মাটির ও বাঁশের তৈরি গলার ও কানের নানা গয়না। রান্না ঘরের জন্যও রয়েছে বাঁশ ও কাঠের তৈরি রয়েছে নানা সরঞ্জাম।বৃহস্পতিবার বন্ধ থাকে জঙ্গলমহল জুলজিক্যাল পার্ক। কেবলমাত্র বৃহস্পতিবার ছাড়া সমস্ত দিনেই এই সৃষ্টিশ্রী স্টল খোলা থাকে জঙ্গলমহল জুলজিক্যাল পার্কের মধ্যে।
advertisement
ফলে বেড়াতে আসা পর্যটকরা বাড়ি যাওয়ার সময় কিনে নিয়ে যেতে পারে নানা সামগ্রী। পর্যটকরাও যেমন জঙ্গল মহলের হস্তশিল্পকে নিজের বাড়ি নিয়ে যেতে পারছে ঠিক তেমন রাজ্য সরকারের এই সৃষ্টিশ্রীর মধ্য দিয়ে নিজের হস্তশিল্পকে সকলের কাছে তুলে ধরার পাশাপাশি আর্থিকভাবে স্বনির্ভর হচ্ছেন জঙ্গলমহলের মহিলারা।
advertisement
বুদ্ধদেব বেরা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
November 14, 2024 4:01 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Jhargram News: এ লক্ষ্মীর ভাণ্ডার যেমন তেমন লক্ষ্মীর ভাণ্ডার নয়! পাওয়া যায় কেবল রাজ্য সরকারের এই স্টলে