Jhargram News: হরেক কিসিমের গাছের সঙ্গে পরিচয়ের সুযোগ এই বাগানে
- Published by:Rukmini Mazumder
- hyperlocal
- Reported by:Buddhadev Bera
Last Updated:
বেড়াতে গিয়ে ৭০০ প্রজাতির ভেষজ উদ্ভিদের সঙ্গে পরিচয়ের সুযোগ
ঝাড়গ্রাম : বেড়াতে গিয়ে ৭০০ প্রজাতির ভেষজ উদ্ভিদের সঙ্গে পরিচয় ঘটবে ভেবেছিলেন কখনও?এই সুযোগ করে দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের বন দফতরেরঅরণ্য পালন বিভাগ। কলকাতার কূব কাছেই রয়েছে এই ভেষজ উদ্ভিদের মনোরম বাগান যেখানে বৃক্ষ, গুল্ম লতা-সহ বিভিন্ন প্রজাতির ৭০০রও বেশি ভেষজ উদ্ভিদ রয়েছে।
প্রতিটি ভেষজ উদ্ভিদের পাশেই লেখা রয়েছে তার আঞ্চলিক নাম, বিজ্ঞানসম্মত নাম, ভেষজ উদ্ভিদের গুণাবলী এবং কি কি রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য সেই ভেষজ উদ্ভিদ সেবন করা উচিত। পর্যটকরা চাইলে বাগান থেকে গাছও কিনতে পারেন। ঝাড়গ্রামের আমলাচটিতে ৬৭ হেক্টর জায়গা জুড়ে আমলাচটি ভেষজ উদ্যান। পশ্চিমবঙ্গ বন দফতরের অরণ্য পালন বিভাগের দক্ষিণবঙ্গ শাখার আওতায় রয়েছে আমলাচটি ভেষজ উদ্যান।
advertisement
আমলাচটি ভেষজ উদ্যানের দায়িত্বে থাকা অরণ্য সাথী সুবীর দে বলেন,” এখানে ৭০০ প্রজাতির বিভিন্ন ভেষজ উদ্ভিদ রয়েছে। পর্যটকরা চাইলে গাছ কিনতেও পারেন। প্রতিটি ভেষজ উদ্ভিদের গুণাবলী গাছের সঙ্গে লেখা রয়েছে। শীতের মরশুমে পর্যটকদের ভিড় হয় আমলাচটিতে”।
advertisement
এক হেক্টর জায়গা জুড়ে রয়েছে ২৪ প্রজাতির বাঁশের বাগান। লালিবাঁশ, ভালকি , লাঠা, রেগুন , কাঁটা, বোম্বে, ঘটি-সহ বিভিন্ন প্রজাতির বাঁশ। ১ হেক্টর জমিতে রয়েছে পিয়াশাল, আম, গাভ, সিঁদুরে, হরিতকি, রাক্তচন্দন, সেগুন গাছ।
advertisement
বুদ্ধদেব বেরা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 19, 2024 5:49 PM IST