Jhargram News: দানার পর এবার আরও বড় হানা! আতঙ্কে সামাল সামাল অবস্থা জঙ্গলমহলে
- Published by:Purnendu Mondal
- hyperlocal
- Reported by:Buddhadev Bera
Last Updated:
আতঙ্ক যেন পিছু ছাড়ছে না জঙ্গলমহলবাসীর।
ঝাড়গ্রাম: আতঙ্ক যেন পিছু ছাড়ছে না জঙ্গলমহলবাসীর। কিছুদিন আগেই দানা ঘূর্ণিঝড়ের কারণে মাথায় হাত পড়েছিল জঙ্গলমহলের ধান চাষিদের। দানার ঝড়ো হাওয়া ও বৃষ্টির কারণে নষ্ট হয়েছিল ধান। যদিও এখন সেই দুঃসময় কাটিয়ে ধান পাকা শুরু হয়েছে। কোথাও ধান পেকে রয়েছে, কোথাও আবার পাকা শুরু হয়েছে। আর এর মধ্যেই আরও এক নতুন আতঙ্ক হাজির। দলমার দাঁতাল হাতি দল বেঁধে পাকা ধানের জমিতে খাবারের সন্ধানে নেমে পড়ছে। ফলে চরম ক্ষতির মুখে পড়তে হচ্ছে ধান চাষিদের। তাই সম্পূর্ণ ধান না পাকলেও হাতির হাত থেকে ফসল বাঁচাতে ধান বাড়িতে তুলতে মরিয়া জঙ্গলমহলের ধান চাষিরা।
ঝাড়গ্রাম জেলা জুড়ে বর্তমানে দাপিয়ে বেড়াচ্ছে ৭০ থেকে ৮০টি হাতি। কোথাও ছোট ছোট দলে ভাগ হয়ে রয়েছে হাতিগুলি। কোথাও আবার দলছুট হয়ে ঘুরে বেড়াচ্ছে। ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের দুধকুন্ডি এলাকায় দুটো হাতির দল রয়েছে। একটিতে ৩০ থেকে ৩৫ টি হাতি, আরেকটিতে ২০টি থেকে ২৫ টি হাতি। সারাদিন হাতিগুলি জঙ্গলে থাকছে আর রাত হলে খাবারের সন্ধানে নেমে পড়ছে পাকা ধানের জমিতে। ফলে পাকা ধান খেয়ে সাবাড় করে দিচ্ছে হাতির দল। তাই ক্ষতির মুখ থেকে বাঁচার জন্য যতটা ধান পেকেছে সেই ধানকেই বাড়িতে তুলতে শুরু করেছে চাষিরা।
advertisement
advertisement
সাঁকরাইল ব্লকের দুধকুন্ডি এলাকার ধান চাষি ফুলকুমার মাহাতো, প্রতাপ মাহাতোরা বলেন, “বহু কষ্ট করে ধান চাষ করেছি। অনেক জায়গায় ধান পেকেছে কোথাও আবার পাকা শুরু করেছে। কিন্তু খাবারের সন্ধানে প্রায়ই দল হাতি ধান জমিতে হানা দিচ্ছে। বড় বড় হাতির দল জমিতে নেমে পড়লে এক রাতেই সমস্ত জমি ফাঁকা হয়ে যাবে। তাই আমরা হাতির হাত থেকে ফসলকে রক্ষা করার জন্য কাঁচা অবস্থায় কেটে করে বাড়িতে তুলে নিচ্ছি”।
advertisement
জঙ্গলমহলে হাতির উপদ্রবের কারণে জঙ্গল লাগোয়া বহু ধান জমিতে চাষিরা চাষ করা বন্ধ করে দিয়েছে। তার কারণ একটাই ফসলটুকু বাড়িতে তুলতে পারেন না কোন চাষি। তাই যেটুকু ফসল হয়েছে হাতির হাত থেকে রক্ষা করার জন্য বাড়িতে তুলতে মরিয়া জঙ্গলমহলের চাষিরা।
advertisement
বুদ্ধদেব বেরা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
November 20, 2024 3:19 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Jhargram News: দানার পর এবার আরও বড় হানা! আতঙ্কে সামাল সামাল অবস্থা জঙ্গলমহলে