Jhargram News : বজ্রপাতে বাবা-মার মৃত্যু, মুখ্যমন্ত্রীর নির্দেশে ৭২ ঘণ্টার মধ্যে ক্ষতিপূরণ অসহায় সন্তানদের

Last Updated:

Jhargram News: হঠাৎই বজ্রপাতের কারণে একদিনেই এক দম্পতি-সহ পৃথক তিনটি ঘটনায় মৃত্যু হয়েছিল চারজনের। স্বামী-স্ত্রীর মৃত্যুর ঘটনায় পিতা-মাতা হারা হয়ে যায় তাঁদের দুই সন্তান। অবশেষে মর্মান্তিক এই ঘটনায় পিতা-মাতা হারা ওই দুই সন্তানের পাশে দাঁড়াল সরকার।

+
বজ্রপাতে

বজ্রপাতে মৃত ব্যক্তির পরিবারের হাতে ক্ষতিপূরণ

ঝাড়গ্রাম : হঠাৎই বজ্রপাতের কারণে একদিনেই এক দম্পতি-সহ পৃথক তিনটি ঘটনায় মৃত্যু হয়েছিল চারজনের। স্বামী-স্ত্রীর মৃত্যুর ঘটনায় পিতা-মাতা হারা হয়ে যায় তাঁদের দুই সন্তান। অবশেষে মর্মান্তিক এই ঘটনায় পিতা-মাতা হারা ওই দুই সন্তানের পাশে দাঁড়াল সরকার। আগামী দিনে তাদের চলার পথ মসৃন করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে অতি দ্রুত তাঁদের হাতে ক্ষতিপূরণ তুলে দেওয়া হল।
মুখ্যমন্ত্রীর নির্দেশে দ্রুততার সঙ্গে ৭২ ঘণ্টার মধ্যেই ঝাড়গ্রামে বজ্রপাতে মৃত ৪জন ব্যক্তির পরিবারের হাতে ২ লক্ষ টাকা করে মোট ৮ লক্ষ টাকার ক্ষতিপূরণের চেক তুলে দেওয়া হয়। ঝাড়গ্রামের জেলা শাসকের কার্যালয়ে মৃত ব্যক্তিদের পরিবারের হাতে চেক তুলে দেন রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদা, সাংসদ কালীপদ সরেন, বিধায়ক দুলাল মুর্মু এবং ঝাড়গ্রামের জেলাশাসক সুনীল আগরওয়াল।
advertisement
advertisement
মন্ত্রী বীরবাহা হাঁসদা বলেন, “ঘটনাটি খুবই দুঃখজনক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশে আমরা ক্ষতিগ্রস্ত পরিবারগুলির হাতে ক্ষতিপূরণের অর্থ তুলে দিলাম। যাতে তাঁদের আগামী ভবিষ্যতে চলার পথে কোনও বাধা না আসে”।
advertisement
সোমবার দুপুরে জমিতে কৃষি কাজ করার সময় লালগড় থানার অন্তর্গত শুটপিপুল গ্রামে বজ্রপাতে মৃত্যু হয় লাল্টু পূজারী(৩৬)ও কাজল পূজারী(৩২) নামের এক দম্পতি। ঘটনায় অসহায় হয়ে পড়ে তাদের দুই সন্তান। টিলাবনী হাইস্কুলের দশম শ্রেণীর ছাত্র সানন্দা পূজারী এবং অষ্টম শ্রেণীর প্রতিমা পূজারীর হাতে এদিন ক্ষতিপূরণের চেক তুলে দেওয়া হয়।
advertisement
ক্ষতিপূরণের চেক পাওয়ার পর মৃত লাল্টু পূজারীর দাদা তপন পূজারী বলেন,\”গত সোমবার জমিতে কাজ করার সময় বজ্রপাতে মৃত্যু হয়েছিল ভাই ও ভাইয়ের স্ত্রীর। অসহায় হয়ে পড়েছে তাদের দুই সন্তান। আজ যে তাদের আর্থিক সাহায্য তুলে দেওয়া হল তা দিয়ে তাদের আগামী ভবিষ্যৎ গড়তে অনেকটাই কার্যকরী ভূমিকা রাখব”।
অপরদিকে, গত সোমবারই বেলিয়াবেড়া থানার অন্তর্গত পৃথক দু’টি ঘটনায় বাজ পড়ে দু’জনের মৃত্যু হয়। লাউপাড়া গ্রামে কৃষি জমি থেকে বাড়ি ফেরার সময় মিহির কুমার মহাপাত্র (৪০) নামের একজনের বজ্রপাতের কারণে মৃত্যু হয়েছে। মিহির কুমার মহাপাত্রের স্ত্রী অনিমা মহাপাত্র এর হাতে ক্ষতিপূরণের চেক তুলে দেওয়া হয়। এছাড়াও চন্ডিয়াস গ্রামে খালে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মৃত্যু হয় প্রফুল্ল মান্না (৪৯) নামের এক ব্যক্তির । প্রফুল্ল মান্নার মেয়ে বাসন্তী বারিকের হাতে শুক্রবার ক্ষতিপূরণের চেক তুলে দেওয়া হয়।
advertisement
বুদ্ধদেব বেরা
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Jhargram News : বজ্রপাতে বাবা-মার মৃত্যু, মুখ্যমন্ত্রীর নির্দেশে ৭২ ঘণ্টার মধ্যে ক্ষতিপূরণ অসহায় সন্তানদের
Next Article
advertisement
Parineeti Chopra's Baby Name: ফুটফুটে সন্তানকে আগলে প্রথম ছবি পরিণীতি-রাঘবের, ছেলের কী নাম রাখলেন দেখে নিন
ফুটফুটে সন্তানকে আগলে প্রথম ছবি পরিণীতি-রাঘবের, ছেলের কী নাম রাখলেন দেখে নিন
  • ফুটফুটে সন্তানকে আগলে প্রথম ছবি পরিণীতি-রাঘবের

  • ছেলের কী নাম রাখলেন দেখে নিন

  • নামের অর্থ জানুন

VIEW MORE
advertisement
advertisement