Jhargram Elephant Attack: আম, কাঁঠালের গন্ধে লক লক করছিল জিভ, ভোর হতেই যা করল হাতির দল, কূলকিনারা পাচ্ছেন না ঝাড়গ্রামবাসীরা
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:Tanmoy Nandi
Last Updated:
Jhargram Elephant Attack: আম, কাঁঠালের গন্ধে ম ম করেছে গোটা জঙ্গলমহল। আর সেই গন্ধে গ্রামে ঢুকে প্রায় ঘন্টা খানেক হানা চালাল হাতির পাল।
ঝাড়গ্রাম: মরসুমের ফল আম, কাঁঠালের গন্ধে ম ম করেছে গোটা জঙ্গলমহল। আর সেই গন্ধে গ্রামে ঢুকে প্রায় ঘন্টা খানেক হানা চালাল হাতির পাল। দাঁতালের দলের তাণ্ডবে কোনরকমে প্রাণে রক্ষা পেল গ্রামবাসীরা। ঝাড়গ্রামের জারুলিয়া, আউলগেড়িয়া সহ বিস্তীর্ণ এলাকায় ভোররাতে আচমকাই হাতির হামলায় মুহূর্তে লণ্ডভণ্ড বেশ কয়েকটি ঘর! ঘুমের মধ্যেই দাঁতালের দলের তাণ্ডবে কোনরকমে প্রাণে রক্ষা পেল গ্রামবাসীরা। এলাকায় তৈরি হয়েছে আতঙ্কের পরিবেশ।
ঝাড়গ্রামের জারুলিয়া ও আউলগেড়িয়া এলাকায় কয়েকটি দাঁতাল হাতির দলের তাণ্ডবে ভাঙল ন’টি মাটির বাড়ি। স্থানীয়দের অনুমান প্রায় ১৫ -১৭ টি দাঁতাল হাতি বেশ কয়েকদিন ধরে ঝাড়গ্রাম ব্লকের বিস্তীর্ণ এলাকায় দাঁপিয়ে বেড়াচ্ছে। ভোররাতে খাবারের সন্ধানে জঙ্গল ছেড়ে দাঁতাল হাতির দল গ্রামের প্রবেশ করে। এদিন ভোর রাতে ঝাড়গ্রাম ব্লকের জারুলিয়া, আউলগেড়িয়া সহ বিস্তীর্ণ এলাকায় দাপিয়ে বেড়ায়। বাড়ির সামনে দাঁতালের দলকে দেখে আতঙ্কিত হয়ে পড়েন গ্রামবাসীরা। স্থানীয়রা বলছেন, হাতির এত তাণ্ডব যে আমরা কুলকিনারা পাচ্ছি না। হাত জোড় করে শুধু ঠাকুরকে ডাকছি।
advertisement
advertisement
খাবারের সন্ধানে প্রতিনিয়ত দাঁতালের দল জঙ্গল ছেড়ে লোকালয়ে প্রবেশ করছে। হাতির হানায় দিশেহারা গ্রামবাসীরা। অপর দিকে পুকুরিয়াতে সাতসকালে খাবারের সন্ধানে তিনটি হাতি লোকালয়ে প্রবেশ করতেই আতঙ্ক ছড়ায়, খবর দেওয়া হয় বনদফতরকে। বারংবার হাতির তান্ডব বাড়ছে এলাকায় বন দফতরে জানিয়েও হয়নি সমস্যার সমাধান। ক্রমশ ক্ষোভ বাড়ছে গ্রামবাসীদের।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ঝাড়গ্রাম জেলা জুড়ে প্রতিনিয়ত হাতির হামলা বৃদ্ধি পেয়ে চলেছে। জঙ্গল ছেড়ে বারংবার হাতি প্রবেশ করায় আতঙ্কের মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন ঝাড়গ্রামের জঙ্গল এলাকার বাসিন্দারা। একদিকে যেমন তাদের জঙ্গলে যাওয়া প্রায় বন্ধ হয়ে গিয়েছে, অপরদিকে হাতির হামলার ফলে বিপর্যস্ত হচ্ছে তাদের বসতবাড়ি। এমত অবস্থায় জীবন কাটানো তাদের কাছে সংকটজনক হয়ে উঠেছে। জঙ্গলের উপর নির্ভর করেই তারা জীবনযাপন ও রুজি রোজগার করেন। এখন তারা উভয় দিকেই সংকটে পড়েছেন।
advertisement
তন্ময় নন্দী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
June 24, 2025 2:16 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Jhargram Elephant Attack: আম, কাঁঠালের গন্ধে লক লক করছিল জিভ, ভোর হতেই যা করল হাতির দল, কূলকিনারা পাচ্ছেন না ঝাড়গ্রামবাসীরা