Jewellery Shop Theft: বজবজের পর জয়নগর, ফের সোনার দোকানে লক্ষাধিক টাকার চুরি
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:Suman Saha
Last Updated:
Jewellery Shop Theft: সকালে দোকান খুলতেই চুরির বিষয়টি টের পান দোকানের মালিক। সঙ্গে সঙ্গে জয়নগর থানায় খবর দেন
দক্ষিণ ২৪ পরগনা: সোনার গয়নার দোকানে চুরি ও ডাকাতির ঘটনায় যেন বিরাম নেই। বড় থেকে ছোট সমস্ত ধরনের গয়নার দোকানে একের পর এক চুরি, ডাকাতির ঘটনা ঘটছে। কদিন আগেই দক্ষিণ ২৪ পরগনার বজবজে একটি সোনার দোকানে ডাকাতি হয়েছিল এবার ওই জেলারই জয়নগরে গয়নার দোকানে লক্ষাধিক টাকার চুরি হল।
বজবজে দিনে দুপুরে সোনার দোকানে ডাকাতির ঘটনায় গোটা জেলা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছিল। তার ক’দিনের মধ্যেই এবার রাতের অন্ধকারে জয়নগরে সোনার দোকানে চুরির ঘটনা ঘটল। অথচ গত সপ্তাহেই জয়নগর থানার পক্ষ থেকে জয়নগর রুপ অরূপ মঞ্চে এলাকার বিভিন্ন সোনার দোকানদার ও ব্যাঙ্ক কর্মীদের নিয়ে একটি সচেতনামূলক বৈঠক হয়েছিল। বারুইপুর এসডিপিও-র তরফেও সোনার দোকানে চুরি-ডাকাতি ঠেকাতে একগুচ্ছ পরিকল্পনার কথা তুলে ধরা হয়। তারপরেও এমন ঘটনায় রীতিমত আতঙ্কিত জয়নগর সহ গোটা দক্ষিণ ২৪ পরগনা জেলার গয়না ব্যবসায়ীরা।
advertisement
advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জয়নগর-মজিলপুর পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের তিলিপাড়া বাজার এলাকায় সাহিল জুয়েলার্সে বুধবার গভীর রাতে চুরি হয়। সেই সময় বাইরে বৃষ্টি পড়ছিল। দোকানের ছাদের দরজা ভেঙে ভেতরে ঢোকে একদল দুষ্কৃতী কয়েক লক্ষ টাকার সোনা ও রুপোর গয়না এবং নগদ টাকা নিয়ে চম্পট দেয়। যাওয়ার সময় দোকানের কম্পিউটারের হার্ডডিস্ক নিয়ে যায় দুষ্কৃতীরা।
advertisement
এদিন সকালে দোকান খুলতেই চুরির বিষয়টি টের পান দোকানের মালিক। সঙ্গে সঙ্গে জয়নগর থানায় খবর দেন। খবর পেয়ে জয়নগর থানার পুলিশ এসে পৌঁছয়। সমস্ত কিছু খুঁটিনাটি তথ্য সংগ্রহ করে তাঁরা তদন্তের কাজ শুরু করেছেন। এদিন ওই গয়নার দোকানের মালিক বলেন, দোকানে প্রতিদিন রাতে থাকতাম। কিন্তু ছেলে অসুস্থ থাকায় এদিন রাতে দোকানে না থেকে বাড়িতে ছিলাম। আর তাতেই চরম সর্বনাশ হয়ে গেল। সকালে দোকান খুলে দেখি শোকেস, ড্রয়ার থেকে সোনার ও রুপোর সব গয়না চুরি হয়ে গেছে। সঙ্গে নগদ সাত হাজার টাকা পর্যন্ত নিয়ে গেছে। প্রায় ৪-৫ লক্ষ টাকার জিনিস চুরি হয়েছে বলে তিনি জানান। তবে দোকানের সিন্দুক ভাঙার চেষ্টা করলেও দুষ্কৃতী দল শেষ পর্যন্ত ব্যর্থ হয় বলে দোকান মালিক জানিয়েছেন।
advertisement
জেলার একের পর এক গয়নার দোকানে চুরি-ডাকাতি হতে থাকায় চিন্তায় পড়ে গিয়েছেন গয়না ব্যবসায়ীরা। তাঁরা এই বিষয়ে প্রশাসনের কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন।
সুমন সাহা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 04, 2024 2:40 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Jewellery Shop Theft: বজবজের পর জয়নগর, ফের সোনার দোকানে লক্ষাধিক টাকার চুরি