Costly Mango Huge Profit: জাপানি দামী ফল বাংলার বাগানে! লক্ষাধিক টাকার এই ফল ফলিয়ে কামাল কৃষকের

Last Updated:

এক টুকরো জাপানের বাগান যেন মেদিনীপুরে। জাপানি দামী এই ফলে ভরে উঠেছে গোটা বাগান। এই মরশুমে ফলনও দুর্দান্ত।

+
গাছে

গাছে ঝুলছে আম 

পশ্চিম মেদিনীপুর: এক টুকরো জাপানের বাগান যেন মেদিনীপুরে। জাপানি দামী এই ফলে ভরে উঠেছে গোটা বাগান। এই মরশুমে ফলনও দুর্দান্ত। লক্ষাধিক টাকার এই ফল ফলিয়ে কামাল করে দিয়েছেন এক কৃষক। নিজে যেমন এই চাষ করে মালামাল হয়েছেন তা নয়, অন্যদের দিচ্ছেন স্বনির্ভর হওয়ার ভাবনা। জাপানি আম সহ দেশ ও বিদেশের একাধিক প্রজাতির আমের চাষ করে এই গরমে নতুন করে লাভের দিশা দেখাচ্ছেন তিনি। নিজের বাগানে বেশ কয়েক একর জায়গা জুড়ে আমের চাষ করে স্বনির্ভরতার নতুন পথ দেখাচ্ছেন জেলারই এক প্রান্তিক গ্রামীণ এলাকার কৃষক। তার এই অভিনব ভাবনা এবং উদ্যোগ নজর কেড়েছে সকলের।
পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের গ্রামের এক কৃষক, প্রথাকথিত ধান বা অন্যান্য চাষের পরিবর্তে বেশ কয়েক একর জায়গা জুড়ে দামি এই ফল ফলিয়ে লাভের দিশা দেখাচ্ছেন কৃষকদের। কৃষি জগতে, এলাকার দিলীপ ভুঁইয়া এখন এক ব্যতিক্রমী নাম। মাত্র ১ একর জমির উপর গড়ে তুলেছেন এক অভিনব আমবাগান, যেখানে মিলছে দেশি-বিদেশি প্রজাতির একের পর এক আম। যার বাজার দরও রয়েছে বেশ। শুধু তাই নয় বিদেশি প্রজাতির একাধিক আমও রয়েছে তার এই বাগানে।
advertisement
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”
advertisement
যেন এক টুকরো জাপানের বাগান মেদিনীপুরের এই ডেবরাতে। কারণটা খুব সাধারণ।দিলীপবাবুর এই বাগানে রয়েছে জাপানি প্রজাতির মিয়াজাকি আম। যার বাজার দর লক্ষাধিক টাকা বলে মানুষের মুখে মুখে প্রচারিত। বিদেশি মিয়াজাকি আম, যার ফলন এবার সবচেয়ে বেশি হয়েছে। তবে এটিই একমাত্র নয়, বাগানে রয়েছে ডকমাইন, আম্রপালি, ফজলি, তোতাফুলি, অ্যালফ্যানসো সহ ১৭-১৮ ধরনের দেশি ও বিদেশি আমের গাছ। প্রতিটি গাছই বিশেষ যত্নে পরিচর্যা করা হচ্ছে। ইতিমধ্যেই এই গরমের মরশুমে গাছে ঝুলছে একাধিক প্রজাতির আম। গোটা বাগান ঘুরে দেখলে যেন এক শান্তি মিলবে।
advertisement
শুধু আম নয়—প্রায় তিন একর জায়গা জুড়ে রয়েছে নানা ধরনের দেশি ও বিদেশি ফলের গাছ, যেগুলোর যত্নে সারাবছর কয়েকজন কর্মচারী সর্বক্ষণ নিয়োজিত। নিজের স্বনির্ভর হয়েছেন তা নয় অন্যদের দিয়েছেন কর্মসংস্থান।দিলীপ ভুঁইয়ার এই অনন্য উদ্যোগ এখন অনেক কৃষকের কাছে অনুপ্রেরণা। অনেকেই আসছেন তাঁর বাগান দেখতে, পরামর্শ নিতে। স্বাভাবিকভাবে প্রান্তিক এলাকায় থেকেও বিভিন্ন প্রজাতির আম এবং ফলের চাষ করে, কৃষিকাজে এক নতুন দিশা দেখিয়েছেন তিনি।
advertisement
 রঞ্জন চন্দ 
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Costly Mango Huge Profit: জাপানি দামী ফল বাংলার বাগানে! লক্ষাধিক টাকার এই ফল ফলিয়ে কামাল কৃষকের
Next Article
advertisement
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
  • ন্যাশনাল হেরাল্ড মামলায় সনিয়া ও রাহুল গান্ধি-সহ অন্যদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ কার্যত নাকচ করে দেওয়া ট্রায়াল কোর্টের আদেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে আবেদন করল ইডি. ইডি আদালতের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে.

VIEW MORE
advertisement
advertisement