জামাইষষ্ঠীতে এবার ব্যাপক 'হিট' এই থালি! জামাইকে খুশি করার সহজ সস্তা 'ট্রিক' জানুন!

Last Updated:

জামাইষষ্ঠী উপলক্ষে বর্ধমানে হিট জামাই বরণ থালি। নেতাজী মিষ্টান্ন ভান্ডারে ২৫০, ৩০০ ও ৩৫০ টাকার থালি রয়েছে। বিভিন্ন মিষ্টি দিয়ে সাজানো এই থালি জামাইদের খুশি করবে।

+
জামাইবরণ

জামাইবরণ থালি 

পূর্ব বর্ধমান: রাত পোহালেই জামাই ষষ্ঠী। রাজ্যের বিভিন্ন বাজারে বর্তমানে উপচে পড়া ভিড়। জোর কদমে চলছে জামাইদের জন্য দেদার কেনাকাটা। সেরকমই জামাই ষষ্ঠীতে বর্ধমানে এবার হিট জামাই বরণ থালি। জামাই ষষ্ঠীর জন্য মিষ্টির চাহিদাও রয়েছে একেবারে তুঙ্গে। তবে এবার মিষ্টিতেও এসেছে নতুনত্ব। জামাই ষষ্ঠী উপলক্ষ্যে বর্ধমানের নেতাজী মিষ্টান্ন ভান্ডারে তৈরি হয়েছে এক বিশেষ থালি। আর এই থালির নাম রাখা হয়েছে জামাইবরণ থালি। খুবই সুন্দর ভাবে বিভিন্ন ধরনের মিষ্টি দিয়ে এই থালি প্রস্তুত করা হয়েছে। অনেকে ভিড়ও জমাচ্ছেন শুধুমাত্র এই থালি কেনার জন্য।
দোকানের কর্ণধার সৌমেন দাস বলেন, \”২৫০,৩০০ এবং ৩৫০ টাকা দামের থালি রয়েছে। প্রত্যেকটা থালিতে দারুণ দারুণ মিষ্টি রয়েছে। আর জামাই ষষ্ঠীর জন্য ভাল চাহিদাও রয়েছে।\”ভিন্ন দামের মোট তিন ধরনের থালি রয়েছে। থালির মধ্যে রয়েছে নিত্যনতুন একাধিক মিষ্টি। তবে থালি ছাড়াও বিক্রি হচ্ছে আরও বিভিন্ন ধরনের মিষ্টি। রয়েছে চিলি রসগোল্লা, চকলেট রসগোল্লা, লিচু, আম, কাঁঠাল সহ আরও নানান ধরনের মিষ্টি।
advertisement
advertisement
অনেকই এখন ভিড়ও জমাচ্ছেন এই থালি এবং মিষ্টি কেনার জন্য। তবে সবথেকে বেশি চাহিদা রয়েছে জামাই বরণ থালির। এই মিষ্টির থালিই যেন আরও স্পেশাল করে তুলবে জামাই ষষ্ঠীকে। স্বভাবতই আশা করা যায় জামাইরাও এই থালি দেখে অনেকটাই খুশি হবে। এক ক্রেতা বলেন, \”বিভিন্ন ধরনের মিষ্টি রয়েছে, তবে এই থালি একেবারে নতুনত্ব। জমাইরাও অত্যন্ত খুশি হবে।\”
advertisement
প্রত্যেক বছরই বর্ধমান শহরের এই মিষ্টির দোকানের তরফ থেকে বিভিন্ন অনুষ্ঠান উৎসবে তৈরি হয় বিশেষ মিষ্টি। সেরকমই জামাই ষষ্ঠীর কথা মাথায় রেখে এবার তৈরি হয়েছে জামাই বরণ থালি। এই থালি বিক্রিও হচ্ছে দেদার। সবমিলিয়ে জামাই ষষ্ঠীর জন্য বর্ধমানে হিট জামাই বরণ থালি।
বনোয়ারীলাল চৌধুরী
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
জামাইষষ্ঠীতে এবার ব্যাপক 'হিট' এই থালি! জামাইকে খুশি করার সহজ সস্তা 'ট্রিক' জানুন!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement