উপরের বার্থে শুয়ে যাত্রী, একটি ছেলে এসে বলল, 'বসতে দেবেন, কি দেবেন না?' এর পর যা হল ট্রেনের কামরায়...!
- Published by:Tias Banerjee
Last Updated:
Indian Railway: ট্রেনের একটি কামরা ঠাসা যাত্রীতে। তার মধ্যেই এক ছেলে এক ব্যক্তিকে বলছে, দাদা বসতে দিন। ব্যক্তি নির্লিপ্ত। তখন ছেলেটি আবার বলে—এটা তো জেনারেল সিট... বসতে দেবেন কি দেবেন না? তখন ওই ব্যক্তি সোজা জবাব দিলেন।
ভারতীয় রেল শুধু যাত্রাপথ নয়—এ এক চলমান থিয়েটার। প্রতিটি কামরাই যেন একেকটা চরিত্র, আর প্রতিটি যাত্রী একেকটা গল্প। কেউ ছুটছেন বাড়ির দিকে, কেউ যাচ্ছেন কাজে, কেউ ঘুমোতে চান, কেউ চান একটু বসার জায়গা। আর ঠিক এই চাওয়ার জায়গা থেকেই জন্ম নেয় তর্ক, ঝগড়া—যা আজকাল আর শুধু মুখে মুখে হয় না, সরাসরি মোবাইল ক্যামেরায় ওঠে এসে পৌঁছে যায় সোশ্যাল মিডিয়ার দেওয়ালে দেওয়ালে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
কিন্তু এবারে যেটা ভাইরাল, সেটাই জেনারেল কামরার ঘটনা। এক ছেলে একজন যাত্রীর কাছে বসার অনুরোধ করে। তিনি ছিলেন উপরের বার্থে। কিন্তু সেই অনুরোধ গড়ায় তর্কে। শেষে মুখে মুখে নয়, মোবাইলে মোবাইলে তর্ক—কার যুক্তি জোরালো সেটা বোঝাতে দু’জনেই শুরু করেন ভিডিও রেকর্ডিং। "রিজার্ভেশন করেছো?"— ভাইরাল ভিডিওর মূল প্রশ্ন ভিডিওতে দেখা যাচ্ছে, ট্রেনের একটি কামরা ঠাসা যাত্রীতে। তার মধ্যেই এক ছেলে এক ব্যক্তিকে বলছে, "দাদা বসতে দিন।" ব্যক্তি নির্লিপ্ত।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
ট্রেন মানেই গল্পের মঞ্চ, কখনও সহানুভূতির, কখনও সংঘাতের ভারতীয় রেল কেবল যাতায়াতের মাধ্যম নয়, প্রতিদিন লক্ষ লক্ষ গল্পের মঞ্চ। কোথাও দেখা যায় সাহায্যের হাত, আবার কোথাও ধরা পড়ে মানসিক সংকীর্ণতার মুখ। এই ভিডিও হয়তো ছোট্ট একটি বসার জায়গা নিয়ে ঝামেলার, কিন্তু প্রশ্ন তো অনেক বড়—আমরা কি সহানুভূতির সংস্কৃতি থেকে সরে যাচ্ছি? আমরা কি আর সত্যিকারের 'সহযাত্রী' নই?
