রাতভর বৃষ্টিতে ভয়াল রূপ তিস্তার! পর্যটকদের জন্য বন্ধ হল সিকিমের দরজা, জারি নির্দেশিকা!
- Published by:Tias Banerjee
- Reported by:Partha Pratim Sarkar
Last Updated:
রাতভর প্রবল বৃষ্টি, উত্তাল তিস্তা, নর্থ সিকিমে পর্যটকদের জন্য 'না' নির্দেশিকা। উত্তর সিকিমে প্রবল বৃষ্টিতে তিস্তা নদীর জলস্ফীতি বেড়েছে, পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি। কালিম্পংয়েও সতর্কতা।
রাতভর অঝোর বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে উত্তর সিকিম। ফিদাংয়ে তিস্তা নদী ভয়ঙ্কর রূপ নিয়েছে, জল বাড়ছে ক্রমশ। নদীর পাড়ে জারি হয়েছে কড়া সতর্কতা। বৃষ্টির দাপটে চুংথাংয়ের রাস্তা বেহাল, সড়ক যোগাযোগ ব্যহত। এই পরিস্থিতিতে পর্যটকদের নিরাপত্তার কথা ভেবে মঙ্গন জেলা প্রশাসন আজ নর্থ সিকিমমুখী সব পর্যটক গাড়ির পারমিট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।
যাঁরা আগেই বুকিং করেছিলেন, তাঁদেরও আজ উত্তর সিকিমে প্রবেশে নিষেধাজ্ঞা জারি হয়েছে। বিপজ্জনক পরিস্থিতি তৈরি হওয়ায় প্রশাসনের তরফে জারি হয়েছে স্পষ্ট বার্তা—এখনই নর্থ সিকিম নয়! একইসঙ্গে তিস্তার জলস্ফীতিতে উদ্বেগ ছড়িয়েছে কালিম্পংয়ের মল্লিতেও। খরস্রোতা তিস্তার জল বেড়েছে সেখানেও। পরিস্থিতির উপর নজর রাখছে কালিম্পং জেলা প্রশাসন।
advertisement
advertisement
সাংকালাং, সিংতাম, মঙ্গনের সংযোগস্থলে তিস্তার প্রবল জলোচ্ছ্বাসে আরও চিন্তার ভাঁজ পড়েছে প্রশাসনিক মহলে। লাচেন, লাচুং যাওয়ার রাস্তাতেও একাধিক জায়গায় ধস ও জলবন্দি পরিস্থিতি তৈরি হয়েছে।
advertisement
তিস্তার পাড়ঘেঁষা এলাকায় জারি হয়েছে কড়া সতর্কতা। বাসিন্দাদের অনুরোধ, অপ্রয়োজনে বাইরে বেরোবেন না।

(representative Image: AI)
বিপর্যস্ত নর্থ সিকিম! লাচেন, লাচুং যাওয়ার পথে একাধিক জায়গা বিপর্যস্ত। সাংকালাংয়ে ভয়াল রূপ নিয়েছে তিস্তা। জল বাড়ছে। অন্যদিকে সিংতাম ও মঙ্গনের সংযোগকারী রাস্তার ধারে তিস্তার জলোচ্ছ্বাস। উদ্বেগ বাড়ছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
May 31, 2025 10:44 AM IST