Jamai Sasthi 2025: মধ্যবিত্তের নাগালে দাম, ২০ পদে 'জামাই আদর', কী কী থাকছে রসনাতৃপ্তিতে? ঠিকানা জেনে পৌঁছে যান

Last Updated:

Jamai Sasthi 2025: জামাইষষ্ঠীতে এবার চাপমুক্ত শ্বশুরবাড়ি, অভিনব ‘জামাই আদর’ এর আয়োজন পশ্চিমবঙ্গ পর্যটন উন্নয়ন নিগমের। দিঘায় আয়োজন করে ফেলুন জামাইষষ্ঠীতে জামাই আদরের।

জামাষষ্ঠীর রসনাতৃপ্তি। প্রতীকী ছবি।
জামাষষ্ঠীর রসনাতৃপ্তি। প্রতীকী ছবি।
দিঘা: বাঙালির বারো মাসে তেরো পার্বণের অন্যতম পার্বণ জামাইষষ্ঠী। বাঙালির বাড়িতে বাড়িতে মহা ধুমধামে আয়োজন করা হয় জামাইষষ্ঠীর। চিরাচরিত প্রথার পাশাপাশি দেদার খাওয়া দাওয়ার জম্পেশ আয়োজন হয় জামাইষষ্ঠীতে। ১ জুন বাঙালির প্রিয় জামাইষষ্ঠী। জামাইদের মন জয় করার প্রস্তুতিতে শুরু হয়েছে ইতিমধ্যেই। জামাইষষ্ঠী মানেই শাশুড়ি মায়েরা জমিয়ে রান্না করে নানা পদ তুলে দেন জামাইয়ের পাতে।
চিংড়ি, ভেটকি, কাতলা নানা ধরনের মাছের পাশাপাশি মাংস তো আছেই। তবে এইসব পদ রান্না করতে সারাদিন রীতিমতো পরিশ্রম করতে হয় শাশুড়ি মায়েদের। তবে এবার রাজ্য পর্যটন উন্নয়ন নিগম এই ছবিটা বদলে দিতে তৈরি হয়েছে। এবারের জামাইষষ্ঠীতে দিঘায় মেয়ে জামাইকে নিয়ে দেদার ফুর্তি ও খাওয়া-দাওয়া করতে চান? তবে আর চিন্তা নেই, এই বিশেষ দিনে চিরাচরিত ছবিটা এবার বদলে দিতে চলেছে পশ্চিমবঙ্গ পর্যটন উন্নয়ন নিগম।
advertisement
আরও পড়ুনঃ ষষ্ঠীতে জামাইকে কী খাওয়াবেন? বাজারে সবজি-ফল, মাছের আগুন দাম! কত যাচ্ছে কীসের রেট? জানুন
শাশুড়িদের রান্নাঘরের ধকল থেকে মুক্তি দিয়ে উৎসবকে আরও আকর্ষণীয় করে তুলতে তারা নিয়েছে এক অভিনব উদ্যোগ। ‘বাঙালিয়ানায় জামাই আদর’ নামের এক বিশেষ বুফে লাঞ্চ ও ডিনারের আয়োজন করা হয়েছে। যেখানে শ্বশুর-শাশুড়িরা মেয়ে-জামাইয়ের সঙ্গে চাপমুক্ত থেকে আনন্দ উপভোগ করতে পারবেন। পর্যটন নিগমের এই উদ্যোগে স্বাদের সঙ্গে ভালবাসার মেলবন্ধন ঘটবে, অর্থাৎ শাশুড়িমায়ের আদর আর জামাইয়ের রসনাবিলাসের সব ব্যবস্থা তারাই করবে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ ছারখার শরীর, পুরুষদের মধ্যে জেট গতিতে থাবা বসাচ্ছে ৩ ক্যানসার! ‘এই’ লক্ষণ দেখা দিলে সর্বনাশ, কখন ডাক্তারের কাছে যাবেন?
শহরের কোলাহল থেকে দূরে, প্রকৃতির কাছাকাছি, সমুদ্র সৈকতের মনোরম পরিবেশ কিংবা শান্তিনিকেতনের শান্ত ও স্নিগ্ধ আশ্রয়ে বসেই সীমিত খরচে এই ভোজনসুখ উপভোগ করা যাবে। জামাইষষ্ঠী উপলক্ষে আগামী ৩১ মে ও ১ জুন এই রাজকীয় ভোজের আয়োজন করেছে দিঘার দিঘালি-১। দিঘায় সমুদ্রের ঢেউয়ের সঙ্গে মেয়ে জামাইয়ের সঙ্গে চুটিয়ে জামাইষষ্ঠী পালন করতে চাইলেই সহজেই মিলবে সেই সুযোগ। পর্যটন আবাসনে ইতিমধ্যেই বুকিং প্রক্রিয়া শুরু হয়েছে।
advertisement
দিঘালি -১ পর্যটন আবাসন কর্তৃপক্ষের সূত্রে জানা গেছে, ‘এবারই প্রথম এমন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। দু’দিনের এই আয়োজনে প্রতি লাঞ্চ ও ডিনারের মূল্য ধার্য করা হয়েছে ১০৯৯ টাকা। প্রতিদিন দু’বেলায় ৫০ করে মোট ১০০ কুপন পাওয়া হবে। দিঘালি-১ এর অ্যাসিস্টেন্ট ম্যানেজার রাজেশ দণ্ডপাঠ জানিয়েছেন, ‘বহু পর্যটক এই অভিনব আয়োজনে শামিল হতে যোগাযোগ করছেন এবং আগ্রহ দেখাচ্ছেন।’ মাত্র ১০৯৯ টাকায় ২০ পদের এই রাজকীয় ভোজের মেনু দেখলে জিভে জল আসবে নিশ্চিত।
advertisement
জামাই বরণ এবং মিষ্টিমুখের জন্য থাকছে লুচি আর ভাজা মশলার আলুর দম। এরপর সুগন্ধি চালের ধোঁয়া ওঠা ভাত আর লাউ দিয়ে অড়হর ডাল, গন্ধরাজ স্যালাড, ঝুরঝুরে আলু ভাজা, মাছ অথবা চিংড়ির পাঁপড়, ছানার পুর ভরা পটলের দরমা, বেগুন সুন্দরী এবং কাজু কিশমিশ পোলাও-এর মতো জিভে জল আনা পদ। আমিষ পদের সম্ভারে রয়েছে গলদা চিংড়ির মালাইকারি, ভেটকি পাতুরি আর পাঁঠার কষা মাংস। শেষ পাতে মিষ্টিমুখের জন্য কাঁচা আমের চাটনি আর পাকা আম।
advertisement
গ্রীষ্মের ফলের স্বাদ দেবে এক অন্য তৃপ্তি। এছাড়াও তালশাঁস সন্দেশ, পান্তুয়া, বাংলার মিষ্টি দই আর মিষ্টি পান দিয়ে শেষ হবে এই রাজকীয় ভোজ। গরমে গলা ভেজাতে ফ্রেশ লাইম সোডারও বন্দোবস্ত থাকছে। ফলে এবার জামাইষষ্ঠীতে মেয়ে জামাইকে নিয়ে জমিয়ে মজা ও সঙ্গে খাওয়া-দাওয়ার স্বাদ উপভোগ করুন দিঘায় এসে।
সৈকত শী
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Jamai Sasthi 2025: মধ্যবিত্তের নাগালে দাম, ২০ পদে 'জামাই আদর', কী কী থাকছে রসনাতৃপ্তিতে? ঠিকানা জেনে পৌঁছে যান
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement