Jamai Sasthi 2025 Market Price: ষষ্ঠীতে জামাইকে কী খাওয়াবেন? বাজারে সবজি-ফল, মাছের আগুন দাম! কত যাচ্ছে কীসের রেট? জানুন

Last Updated:
Jamai Sasthi Market Price: রবিবার জামাই ষষ্ঠী, তবে তার আগে একবার জেনে নিন কেমন থাকবে বাজারে সবজির দাম, বাজারে যাওয়ার আঘে এক নজরে দেখে নিন...
1/7
*ষষ্ঠীর আগের দিন বিশেষ করে রাজ্য-সহ পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন বাজারে উপচে পড়বে বহু মানুষের ভিড়। তবে তার আগে একবার জেনে নিন কেমন থাকবে বাজারে সবজির দাম। বাঙালির বারো মাসে তেরো পার্বন। ঠিক তেমনই এক অন্যতম অনুষ্ঠান হল জামাইষষ্ঠী। প্রতিবেদনঃ বনোয়ারীলাল চৌধুরী। সংগৃহীত ছবি। 
*ষষ্ঠীর আগের দিন বিশেষ করে রাজ্য-সহ পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন বাজারে উপচে পড়বে বহু মানুষের ভিড়। তবে তার আগে একবার জেনে নিন কেমন থাকবে বাজারে সবজির দাম। বাঙালির বারো মাসে তেরো পার্বন। ঠিক তেমনই এক অন্যতম অনুষ্ঠান হল জামাইষষ্ঠী। প্রতিবেদনঃ বনোয়ারীলাল চৌধুরী। সংগৃহীত ছবি।
advertisement
2/7
*জামাই ষষ্ঠী নিয়েও বাঙালিদের মধ্যে এক আনন্দ উত্তেজনা কাজ করে। বছরের মাত্র একটা দিন জামাইদের জন্য থাকে জামাই আদরের বিশেষ ব্যবস্থা। তবে একটা বিষয় আমরা সকলেই জানি, সেটা হল বাঙালির যে কোনও অনুষ্ঠান মানেই জমিয়ে খাওয়া দাওয়া। সেরকমই জামাইষষ্ঠীতেও জামাইদের পাতে নানা রকম পদ দিয়ে পালিত হবে জামাইষষ্ঠী। সংগৃহীত ছবি। 
*জামাই ষষ্ঠী নিয়েও বাঙালিদের মধ্যে এক আনন্দ উত্তেজনা কাজ করে। বছরের মাত্র একটা দিন জামাইদের জন্য থাকে জামাই আদরের বিশেষ ব্যবস্থা। তবে একটা বিষয় আমরা সকলেই জানি, সেটা হল বাঙালির যে কোনও অনুষ্ঠান মানেই জমিয়ে খাওয়া দাওয়া। সেরকমই জামাইষষ্ঠীতেও জামাইদের পাতে নানা রকম পদ দিয়ে পালিত হবে জামাইষষ্ঠী। সংগৃহীত ছবি।
advertisement
3/7
*জেলার কিছু পাইকারি বাজারে কথা বলে জানা গিয়েছে যে জামাইষষ্ঠীতে বাড়বে সবজির দাম। তবে দাম বাড়লে বোধহয় সমস্যায় পড়তে হবে মধ্যবিত্তদের! তাই বাজারে যাওয়ার আগে কোন সবজির কী দাম থাকতে পারে সেটা একবার জেনে নেওয়া প্রয়োজন। সংগৃহীত ছবি। 
*জেলার কিছু পাইকারি বাজারে কথা বলে জানা গিয়েছে যে জামাইষষ্ঠীতে বাড়বে সবজির দাম। তবে দাম বাড়লে বোধহয় সমস্যায় পড়তে হবে মধ্যবিত্তদের! তাই বাজারে যাওয়ার আগে কোন সবজির কী দাম থাকতে পারে সেটা একবার জেনে নেওয়া প্রয়োজন। সংগৃহীত ছবি।
advertisement
4/7
*তবে জামাই ষষ্ঠীর আগে সবজির দাম কেন বাড়বে? এ প্রসঙ্গে পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর জামালপুর পাইকারি সবজি বাজারের আড়তদার দীপঙ্কর দাস বলেন, "বৃষ্টি হওয়ায় সবজির আমদানি বাজারে কম। তাই দাম একটু বেশিই আছে। আমদানি কম থাকার কারণে প্রত্যেকটা সবজিই প্রায় কেজিতে দু-তিন টাকা করে বেশি দাম রয়েছে।" সংগৃহীত ছবি। 
*তবে জামাই ষষ্ঠীর আগে সবজির দাম কেন বাড়বে? এ প্রসঙ্গে পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর জামালপুর পাইকারি সবজি বাজারের আড়তদার দীপঙ্কর দাস বলেন, "বৃষ্টি হওয়ায় সবজির আমদানি বাজারে কম। তাই দাম একটু বেশিই আছে। আমদানি কম থাকার কারণে প্রত্যেকটা সবজিই প্রায় কেজিতে দু-তিন টাকা করে বেশি দাম রয়েছে।" সংগৃহীত ছবি।
advertisement
5/7
*পটল ১০ টাকা কেজি, কচু ১৮ টাকা, লাপা ২০ টাকা, বরবটি ১৫ টাকা, ঘি করোলা ৩৫ টাকা। ভেন্ডির দাম ৮ টাকা এছাড়াও শসা ২০ টাকা কেজি। তবে উল্লেখিত সবজিগুলি ছাড়াও অন্যান্য সবজির দামও কিছুটা বেশি থাকবে বলেই জানা গিয়েছে। সংগৃহীত ছবি। 
*পটল ১০ টাকা কেজি, কচু ১৮ টাকা, লাপা ২০ টাকা, বরবটি ১৫ টাকা, ঘি করোলা ৩৫ টাকা। ভেন্ডির দাম ৮ টাকা এছাড়াও শসা ২০ টাকা কেজি। তবে উল্লেখিত সবজিগুলি ছাড়াও অন্যান্য সবজির দামও কিছুটা বেশি থাকবে বলেই জানা গিয়েছে। সংগৃহীত ছবি।
advertisement
6/7
*আড়তদারদের কথায়, দাম বাড়ার মূল কারণ হল আমদানি কম। সবজি চাষিরাও এখন একটু বেশি দামেই তাদের সবজি বিক্রি করছেন। পূর্বস্থলীর এক সবজি চাষি বাজারে সবজি বিক্রি করতে এসে বলেন, "আমার মনে হয় জামাই ষষ্ঠীতে সবজির দাম কিছুটা বাড়বে। তার কারণ এই বৃষ্টি হচ্ছে তো তাই অনেক সবজি নষ্ট হয়ে গিয়েছে, আমদানিও কম হচ্ছে বাজারে। সেই জন্যই হয়ত সামান্য দাম বাড়বে।" সংগৃহীত ছবি। 
*আড়তদারদের কথায়, দাম বাড়ার মূল কারণ হল আমদানি কম। সবজি চাষিরাও এখন একটু বেশি দামেই তাদের সবজি বিক্রি করছেন। পূর্বস্থলীর এক সবজি চাষি বাজারে সবজি বিক্রি করতে এসে বলেন, "আমার মনে হয় জামাই ষষ্ঠীতে সবজির দাম কিছুটা বাড়বে। তার কারণ এই বৃষ্টি হচ্ছে তো তাই অনেক সবজি নষ্ট হয়ে গিয়েছে, আমদানিও কম হচ্ছে বাজারে। সেই জন্যই হয়ত সামান্য দাম বাড়বে।" সংগৃহীত ছবি।
advertisement
7/7
*তবে এই সবজি নিয়ে খুব বেশি চিন্তার কোনও কারণ নেই। জামাই ষষ্ঠীতে একদম স্বল্প কিছুটা দাম বাড়বে। তবে বাজারে আমের ভাল আমদানি রয়েছে। দামদর করে কিনতে পারলে কম টাকাতেই পেয়ে যাবেন সুস্বাদু আম। সংগৃহীত ছবি।
*তবে এই সবজি নিয়ে খুব বেশি চিন্তার কোনও কারণ নেই। জামাই ষষ্ঠীতে একদম স্বল্প কিছুটা দাম বাড়বে। তবে বাজারে আমের ভাল আমদানি রয়েছে। দামদর করে কিনতে পারলে কম টাকাতেই পেয়ে যাবেন সুস্বাদু আম। সংগৃহীত ছবি।
advertisement
advertisement
advertisement