Jagadhatri Puja 2023: ২৬ পুরুষ ধরে চলে আসছে এই পুজো! অষ্টমীর বলিদানের মাংস দেওয়া হয় নবমীর ভোগে

Last Updated:

Jagadhatri Puja 2023: শুরুর দিন থেকে এখনও পর্যন্ত সেই পুরনো নিয়মে পুজো চলে আসছে।

+
২৬

২৬ পুরুষ ধরে চলে আসছে এই পুজো

বুদবুদ, পশ্চিম বর্ধমান : সেই কবে শুরু হয়েছিল এই জগদ্ধাত্রী পুজো। বংশতালিকা অনুযায়ী পেরিয়ে গিয়েছে ২৬ পুরুষ। তার প্রামাণ্য নথি রয়েছে পরিবারের সদস্যদের কাছে। আর তখন থেকে চলে আসছে পরিবারের কূলদেবী জগদ্ধাত্রীর পুজো। পরিবারের কথা অনুযায়ী ১২০০ বছর অতিক্রান্ত হয়েছে এই পুজোর বয়স। শুরুর দিন থেকে এখনও পর্যন্ত সেই পুরনো নিয়মে পুজো চলে আসছে।
বুদবুদ সংলগ্ন মানকর চট্টোপাধ্যায় পরিবারের জগদ্ধাত্রী পুজো। এখানে সপ্তমী, অষ্টমী এবং নবমী তিথির পুজো হয় এক আসনে। একই দিনে। অষ্টমী এবং নবমীতে হয় বলিদান। দেবীকে খিচুড়ি ভোগ নিবেদন করা হয়। সঙ্গে ভোগে দেওয়া হয় বাড়ির পুকুরের মাছ এবং অষ্টমীর বলিদানের মাংস। কিন্তু এই পুজোয় ঢাকঢোলের বাজনা করার ক্ষেত্রে রয়েছে নিষেধ। পুজো শেষে ভোগ খাওয়ানো হয় বহু মানুষকে।
advertisement
advertisement
শুধুমাত্র পারিবারিকভাবেই এই পুজোর আয়োজন করেন চট্টোপাধ্যায় পরিবারের সদস্যরা। প্রথমে তালপাতার ছাউনি দেওয়া মন্দিরে পুজো শুরু হয়েছিল। পরে ছিল মাটির মন্দির। সেই মন্দির আস্তে আস্তে নষ্ট হয়ে যাওয়ায়, বর্তমানে দেবীর জন্য নতুন মন্দির তৈরি হচ্ছে। এখানে দশমী তিথিতে দেবী নিরঞ্জনের ক্ষেত্রে কোনওরকম বার অথবা তিথি মেনে চলা হয় না।
advertisement
পরিবারের সদস্যরা বলেন, ১২০০ বছর ধরে এই পুজো চলছে। একই শিল্পীর পরিবার এই পুজোয় প্রতিমা তৈরি করে চলেছেন। আগে তাদের বসবাস ছিল কাটোয়ার কাঁঠালিপাড়া নামের এক জায়গায়। সেখান থেকে তারা উঠে এসে এখানে বসবাস শুরু করেন। আর সেখান থেকেই নিয়ে আসেন মৃৎশিল্পীর পরিবারকে। সেই পরিবারের বংশধররা এখনও চট্টোপাধ্যায় পরিবারের জগদ্ধাত্রী প্রতিমা তৈরি করেন। বহু ইতিহাস দেখা এই পুজোয় আসেনি আধুনিকতার চাকচিক্য। কিন্তু শুরুর দিনে যে নিয়ম ছিল, সেই নিয়ম এখনও বয়ে নিয়ে চলেছেন চট্টোপাধ্যায় পরিবারের বংশধরেরা।
advertisement
—- নয়ন ঘোষ
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Jagadhatri Puja 2023: ২৬ পুরুষ ধরে চলে আসছে এই পুজো! অষ্টমীর বলিদানের মাংস দেওয়া হয় নবমীর ভোগে
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement