Jyotipriya Mallick News: 'আমাকে বাঁচতে দিন', কাতর আর্জি খারিজ! বিচারকের এক নির্দেশেই মাথায় হাত জ্যোতিপ্রিয়র
- Published by:Suman Biswas
- news18 bangla
- Written by:Arpita Hazra
Last Updated:
Jyotipriya Mallick News: বিচারকের প্রশ্নের উত্তরেই জ্যোতিপ্রিয় কাতর গলায় বলেন, ‘‘আমার ৩৫০ সুগার আছে। হাত পা নাড়াতে পারছি না। আমাকে বাঁচতে দিন।’’
কলকাতা: কাতর আর্জিতেও কাজ হল না। জোত্যিপ্ৰিয় মল্লিককে ৩০ নভেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিল বিশেষ ইডি আদালত। এদিন আদালতের শুনানির সময়ই কাতর আর্জি শোনা যায় জ্যোতিপ্রিয় মল্লিকের মুখে। ‘আমাকে বাঁচতে দিন’.. আদালতের ভার্চুয়াল শুনানি চলাকালীন হঠাৎই এমন কাতর আর্জি করেন জ্যোতিপ্রিয় মল্লিক৷ শুনে বিচারকই বা কী জানালেন? কী প্রতিক্রিয়া দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি? বৃহস্পতিবার জ্যোতিপ্রিয় মামলার শুনানি ছিল সিটি সেশন কোর্টের ইডির বিশেষ আদালতে৷ যদিও শারীরিক ভাবে দুর্বল হওয়ায় এদিন সরাসরি আদালতে হাজির হননি জ্যোতিপ্রিয়৷ জেল থেকেই বসেছিলেন ভার্চুয়াল মাধ্যমে৷ সূত্রের খবর, সেই সময়ই তাঁর কাছে তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ নেন বিচারক৷
বিচারকের প্রশ্নের উত্তরেই জ্যোতিপ্রিয় কাতর গলায় বলেন, ‘‘আমার ৩৫০ সুগার আছে। হাত পা নাড়াতে পারছি না। আমাকে বাঁচতে দিন।’’ বিচারক অবশ্য সব শুনে বলেন, ওঁর যদি শুনানি চলাকালীন বসে থাকতে অসুবিধা হয়, তাহলে ওঁকে সেল-এ নিয়ে যেতে পারেন৷ যদিও, জ্যোতিপ্রিয় রাজি হননি। শুনানির শেষ পর্যন্ত ছিলেন তিনি।
advertisement
advertisement
রেশন দুর্নীতিকাণ্ডে গ্রেফতার হওয়ার পর থেকেই অসুস্থ হয়ে পড়েন জ্যোতিপ্রিয় মল্লিক। আদালতে সংজ্ঞা হারানোর পর হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। চিকিৎসা শেষ হলে তাঁকে ইডি হেফাজতে নিয়ে যাওয়া হয়। সেখানে জ্যোতিপ্রিয় দাবি করেন, তাঁর শরীরের বাঁ দিকটা প্যারালিসিস হয়ে যাচ্ছে। পরে আদালতের নির্দেশে প্রেসিডেন্সি জেলে নিয়ে যাওয়া হয় তাঁকে। আপাতত সেখানেই রয়েছেন তিনি।
advertisement
ইডি হেফাজতে থাকাকালীন বেশ কয়েকবার কমান্ড হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে রাজ্যের বনমন্ত্রীর। তবে তাঁর আইনজীবীরা দাবি করেছিলেন, ইডি হেফাজতে মন্ত্রীর শারীরিক অবস্থার অবনতি হয়েছে। জেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, জেল থেকে বেরতে পারছেন না জ্যোতিপ্রিয়। তাঁর শারীরিক অবস্থা খুবই খারাপ বলে উল্লেখ করা হয়েছে। এরপর এদিন ভার্চুয়ালি শুনানিতে হাজির হন জ্যোতিপ্রিয় মল্লিক।
advertisement
এদিকে, জ্যোতিপ্রিয় মল্লিককে জেলে গিয়ে জেরা করার আবেদন জানানো হয় ইডির তরফে৷ একই সঙ্গে জেরা ও বয়ান রেকর্ড করার জন্য ডিজিটাল সামগ্রী ব্যবহারেরও অনুমতি চাওয়া হয় আদালতের কাছে৷ জ্যোতিপ্রিয় মল্লিকের আইনজীবী পাল্টা বলেন, ‘‘জামিনের আবেদন করছি না। মেডিক্যাল গ্রাউন্ড থেকে পিটিশন। কম্যান্ড হাসপাতাল বলছে তিনি স্টেবল। আমরা আবেদন করছি, মন্ত্রীর এই মুহূর্তের শরীরের অবস্থা কেমন সেই বিষয়ে জেল কর্তৃপক্ষের কাছ থেকে মেডিক্যাল রিপোর্ট চেয়ে পাঠানো হোক।’’
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 16, 2023 5:23 PM IST