Jagaddhatri Puja 2024: জগদ্ধাত্রী পুজোয় বড় সিদ্ধান্ত নিল জেলা প্রশাসন, না জানলেই ঠাকুর দেখা মিস!

Last Updated:

Jagaddhatri Puja 2024: অশোকনগর কল্যাণগড় এলাকায় মোট ১৯টি জগদ্ধাত্রী পুজো হয়। বাড়তি নিরাপত্তার জন্যই আগাম বৈঠকে বসল জেলা প্রশাসন। এদিন অশোকনগর কল্যাণগড় পৌরসভায় জগদ্ধাত্রী পুজোকে কেন্দ্র করে এটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়।

+
জগদ্ধাত্রী

জগদ্ধাত্রী পুজো

উত্তর ২৪ পরগনা: উৎসবের শেষ পর্যায়ে এবার অশোকনগর কল্যাণগড় মেতে উঠতে চলেছে জগদ্ধাত্রী পুজোকে কেন্দ্র করে। ইতিমধ্যেই জেলার মধ্যে বিগত কয়েক বছর ধরে হয়ে আসা অশোকনগর কল্যাণগড় এলাকায় জগদ্ধাত্রী পুজো বিশেষ নজর কেড়েছে দর্শনার্থীদের। জেলা এমনকি পার্শ্ববর্তী জেলা থেকেও লক্ষাধিক ভক্ত এই পুজো দর্শনে আসেন অশোকনগরে।
অশোকনগর কল্যাণগড় এলাকায় মোট ১৯টি জগদ্ধাত্রী পুজো হয়। সেই জায়গায় দাঁড়িয়ে যেহেতু এই সংকীর্ণ এলাকায় এত মানুষের আগমন ঘটবে, তাই বাড়তি নিরাপত্তার জন্যই আগাম বৈঠকে বসল জেলা প্রশাসন। এদিন অশোকনগর কল্যাণগড় পৌরসভায় জগদ্ধাত্রী পুজোকে কেন্দ্র করে এটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়। যেখানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি তথা অশোকনগরের বিধায়ক নারায়ন গোস্বামী, জেলার পুলিশ সুপার প্রতীক্ষা ঝারখারিয়া, অতিরিক্ত পুলিশ সুপার স্পর্শ নীলাঙ্গি-সহ অশোকনগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক, পৌরসভার আধিকারিক ও জনপ্রতিনিধিরা।
advertisement
advertisement
এদিনের বৈঠক থেকেই এবারের জগদ্ধাত্রী পুজোর মানচিত্রের উদ্বোধন করা হয়। যে ম্যাপ বাড়তি সুবিধা দেবে ঠাকুর দেখতে আসা মানুষজনদের। রাস্তাঘাট সংকীর্ণ হওয়ায় এবছর চারচাকা গাড়ি প্রবেশ করতে দেওয়া হবে না ভেতরে, বলেই জানিয়ে দেন অশোকনগরের বিধায়ক নারায়ন গোস্বামী। পাশাপাশি কিভাবে নিরাপত্তা সুনিশ্চিত করা যায় সে বিষয়েও নিজের মতামত ব্যক্ত করেন তিনি। অপরদিকে, অতিরিক্ত পুলিশ সুপার জানান, কয়েক দিন আগে বারাসতে হয়ে যাওয়া কালীপুজোয় যে ধরনের নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছিল সেই একই ধরনের নিরাপত্তা ব্যবস্থা দেখা যাবে অশোকনগর কল্যাণগড় এর জগদ্ধাত্রী পুজোয়।
advertisement
নিরাপত্তার জন্য পিঙ্ক পুলিশ থেকে শুরু করে সাদা পোশাকের পুলিশও যেমন থাকবে পাশাপাশি মহিলাদের সুরক্ষার জন্যও থাকবে বিশেষ দল। ন’তারিখ অর্থাৎ শনিবার থেকেই উদ্বোধন শুরু হয়ে যাবে পুজো গুলির। ফলে নানা প্রান্ত থেকে আগত মানুষজন ভিড় জমাবেন এই এলাকায়। তাদের যাতে কোনওরকম সমস্যার সম্মুখীন হতে না হয় তার জন্য জেলা প্রশাসনের তরফ থেকে সবরকম ভাবে চেষ্টা চালানো হবে বলেও এদিন বৈঠক থেকে জানিয়ে দেওয়া হয়। সব মিলিয়ে এবার জগদ্ধাত্রী পুজোর আগেই নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে তৎপর-বারাসত জেলা প্রশাসন।
advertisement
Rudra Narayan Roy
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Jagaddhatri Puja 2024: জগদ্ধাত্রী পুজোয় বড় সিদ্ধান্ত নিল জেলা প্রশাসন, না জানলেই ঠাকুর দেখা মিস!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement