North 24 Parganas News: মাতৃহারা কিশোরের তৈরি জগদ্ধাত্রীর আরাধনা এগিয়ে এল সোদপুর নাটাগড়ের গোটা পাড়া
- Reported by:RUDRA NARAYAN ROY
- hyperlocal
Last Updated:
সোদপুর নাটাগড়ে সকলে মিলে আলো দিয়ে সাজিয়ে, গান বাজিয়ে, ফলমূল প্রসাদ দিয়ে পুজো হচ্ছে বছর ১৪ রাজ হালদারের নিজের হাতে তৈরি জগদ্ধাত্রী প্রতিমা।
উত্তর ২৪ পরগনা: মা না থাকা ছেলেটি ছোট থেকেই বাবা ঠাকুমার কাছে মানুষ। কিন্তু আজ পাড়া-প্রতিবেশীদের কাছে, বছর চোদ্দর রাজ হালদার যেন মধ্যমণি হয়ে উঠেছে। সোদপুর নাটাগর মহেন্দ্রনগর কল্যাণ সমিতি ক্লাব এলাকার প্রায় ১০০ টি পরিবার আজ একত্রিত হয়ে মেতে উঠেছে উৎসবের আনন্দে। যার কারণ বছর ১৪ রাজ হালদারের নিজের হাতে তৈরি জগদ্ধাত্রী প্রতিমা ও তাকে ঘিরে পুজো উপলক্ষে।
আরও পড়ুন: রাতের অন্ধকারে অশোকনগরে দাঁড়িয়ে বন্দে ভারত এক্সপ্রেস! কবে থেকে কোন রুটে চলবে? কৌতুহল বাড়ছে
ঘিঞ্জি এলাকা হওয়ায় পুজো করার মতো বড় জায়গা নেই। দীর্ঘ প্রায় ত্রিশ বছর আগে গড়ে ওঠা এই এলাকায় দুর্গাপুজো ও কালীপুজো হলেও, হত না জগদ্ধাত্রী পুজো। আর সেই জায়গায় দাঁড়িয়ে প্রতিবেশী কিশোরের হাতে তৈরি এই জগদ্ধাত্রী প্রতিমার পুজো ঘিরে যেন সকলেই মেতে উঠেছেন আনন্দে। নবম শ্রেণীর পড়ুয়া রাজ হালদার জানায়, কোনরকম প্রশিক্ষণ ছাড়াই প্রতিমা গড়ার ইচ্ছা থেকে, জগদ্ধাত্রী প্রতিমার রূপ দিয়েছে সে। আর নিজে হাতে তৈরি প্রতিমাই খড়ের বিচুলি দেওয়া ছোট্ট প্যান্ডেল করে সেখানে পুজো করছে রাজ নিজে।
advertisement
advertisement
পাড়া প্রতিবেশীরাই এগিয়ে এসে পাশে দাঁড়িয়েছে ছোট্ট এই মা না থাকা কিশোরের কর্মকাণ্ড দেখে। সকলে মিলে আলো দিয়ে সাজিয়ে, এমনকি গান বাজিয়ে প্রতিদিন ফলমূল প্রসাদ দিয়ে চলছে পুজো। সকলে একত্রিত হয়ে নানা প্রতিযোগিতামূলক অনুষ্ঠানেরও আয়োজন করছে মহেন্দ্রনগর এর ছোট্ট এই এলাকার বাসিন্দারা। আর সবটাই রাজের এই প্রতিমা তৈরি ও এলাকার কচিকাঁচাদের সঙ্গ দিতে। এদিন দেখা গেল পুজো উপলক্ষে এলাকাবাসীদের উদ্যোগে রীতিমতো সকলে মিলে খিচুড়ি প্রসাদ রান্না করা হয়েছে।
advertisement
এলাকার ছেলের এই প্রতিভাকে স্বীকৃতি দিতে এবার থেকে প্রতিবছরই রাজের হাতে তৈরি জগদ্ধাত্রী প্রতিমা পুজো করা হবে বলেও দাবি করা হয় কনিকা বিশ্বাস, সবিতা সাহাদের মত স্থানীয়দের তরফে। শত কষ্টের মধ্যে থেকেও যে আনন্দ খুঁজে নেওয়া যায়, তা এই সোদপুর মহেন্দ্রনগর কল্যাণ সমিতি ক্লাব এলাকায় না আসলে বোঝাই যাবে না। আর এখন এই জগদ্ধাত্রী পুজোকে কেন্দ্র করে যেন উৎসবের চেহারা গোটা এলাকায়।
advertisement
Rudra Nrayan Roy
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 21, 2023 11:42 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: মাতৃহারা কিশোরের তৈরি জগদ্ধাত্রীর আরাধনা এগিয়ে এল সোদপুর নাটাগড়ের গোটা পাড়া