Murshidabad News: ক্রিকেট জুয়ায় টাকা লাগিয়ে বড়সড় ক্ষতি, আরও বড় দাঁও মারতে মল থেকে চুরি, তারপর...

Last Updated:

IPL Betting: রঘুনাথগঞ্জে উদ্ধার বিপুল টাকা! টাকার যোগ মিলল আইপিএলের সঙ্গে 

আইপিএল বেটিং
আইপিএল বেটিং
মুর্শিদাবাদ: আইপিএলে জুয়ার ব্যাটিং-এ টাকা বাজি রেখে শেষ রক্ষা হল না যুবকের। অবশেষে যেতে হল শ্রীঘরে। রঘুনাথগঞ্জ থানার দরবেশ পাড়া এম বাজার শপিং মল থেকেই গত ২৫ মার্চ ২০২৪ তারিখে প্রায় সাড়ে সাত লক্ষ টাকা ক্যাশ থেকে চুরি যায়। লক ভেঙেই চুরি করা হয় সেই টাকা। তারপরেই থানায় অভিযোগ দায়ের করা হয়। সেই পরিপ্রেক্ষিতেই তদন্ত নামে রঘুনাথগঞ্জ থানার পুলিশ।
ঘটনার জেরে শপিং মলের বেশ কয়েক জনকে আটক এবং গ্রেফতার করে পুলিশ। পরবর্তীতে শপিংমলের হেড ক্যাশিয়ার প্রবীর হালদারের কাছ থেকেই ৬ লক্ষ ৩২ হাজার টাকা উদ্ধার করে রঘুনাথগঞ্জ থানার পুলিশ। পুলিশ তদন্ত শুরু করে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। আইপিএল ম্যাচে জুয়া খেলার জন্য শপিং মল থেকে লক্ষাধিক টাকা চুরি হয়েছিল সেই টাকা। অবশেষে কিনার হল সেই ঘটনার।
advertisement
advertisement
রঘুনাথগঞ্জ থানার একটি অন্তর্গত একটি বিখ্যাত শপিং মলে চুরির ঘটনা ঘটে। উদ্ধার হয়েছে চুরি যাওয়া টাকার বেশিরভাগ অংশ এবং কিছু ইলেকট্রনিক গেজেট। জানা যায়, গত ২৫ মার্চ রাতের বেলা ওই শপিংমল বন্ধ হয়ে যাওয়ার পর চুরির ঘটনাটি ঘটে। মল কর্তৃপক্ষের নজরে ঘটনাটি আসতেই ২৬ মার্চ রঘুনাথগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের হয়। এরপরই তদন্ত নামে পুলিশ।
advertisement
জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায় বলেন, “ওই মলে চুরির ঘটনায় যুক্ত থাকার অভিযোগে মলের চার কর্মীকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে চুরি যাওয়া টাকা।”
২৬ শে মার্চ মল কর্তৃপক্ষের তরফ থেকে তাদের বর্তমান এবং প্রাক্তন দুই ম্যানেজার এবং এক ক্যাশিয়ারের নামে লিখিত অভিযোগ দায়ের করা হয়। তাদেরকে গ্রেফতার করার পর জিজ্ঞাসাবাদ করে পুলিশ গুরুত্বপূর্ণ কিছু তথ্য পায়। এরপরই গ্রেফতার করা হয় ওই মলের প্রধান ক্যাশিয়ার প্রবীর হালদারকে।
advertisement
পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রবীরবাবু নিয়মিত আইপিএল ম্যাচে জুয়া খেলতেন। সেই কারণেই তার প্রচুর টাকার প্রয়োজন হত। সম্প্রতি তিনি অনলাইন জুয়াতে প্রচুর টাকা হেরেও যান। পুলিশে তদন্তে আরও উঠে আসে, মল থেকে যেদিন টাকা চুরি হয় তার আগের দু’দিন প্রবীরবাবু মলের ‘কালেকশনের’ কোনও টাকা ব্যাঙ্কে জমা করেননি। তার পরিবর্তে সমস্ত টাকা একটি ‘ভল্টে’র মধ্যে রেখে সেটি কাঠের আলমারিতে রেখে দিয়েছিলেন। ভল্টে টাকা রাখা থাকলেও প্রবীরবাবু সেটিতে তালা না লাগিয়ে কাঠের আলমারিরতে রেখে আলমারির চাবি মলের ম্যানেজারকে দিয়ে চলে যান।
advertisement
গত ২৫ মার্চ রাতে রঘুনাথগঞ্জ শহরের প্রতাপপুর কলোনির বাসিন্দা প্রবীরবাবু মলের পিছনের দিকের একটি শাটার খুলে ভেতরে প্রবেশ করেন। এরপর সেই কাঠের আলমারির দরজা ভেঙে ভল্ট থেকে টাকা চুরি করেন। গোটা ঘটনাটি যাতে সিসিটিভি ক্যামেরায় রেকর্ড না হয় তা সুনিশ্চিত করতে মলের সিসিটিভি ক্যামেরার সংযোগ কেটে তার হার্ড ড্রাইভ পুকুরে ফেলে দিয়ে চলে যান।মল থেকে চুরি করে প্রবীরবাবু সেই টাকা ঔরাঙ্গবাদে নিজের শ্বশুরবাড়িতে রেখে দিয়ে আসেন এবং পরিবারের লোকেদেরকে বলেন রাস্তায় ওই টাকা কুড়িয়ে পেয়েছেন। পরে তার শ্বশুরবাড়ির লোকেরা সেই টাকা সামশেরগঞ্জ থানার দুর্গাপুরে এক আত্মীয়ের বাড়িতে রেখে দিয়েছিল।
advertisement
পুলিশ সেখানে অভিযান চালিয়ে প্রায় সমস্ত টাকা উদ্ধার করেছে।জেলা পুলিশের এক শীর্ষ কর্তা বলেন, ‘‘চুরি যাওয়ার নগদ টাকা থেকে ৮৩ হাজার টাকা এখনও আমরা উদ্ধার করতে পারিনি।’’ প্রবীর হালদার স্বীকার করেছেন ওই টাকা দিয়ে তিনি আইপিএল ম্যাচের জুয়া খেলেছেন। আরও জুয়া খেলার জন্য মলে চুরি করেছিলেন বলেও প্রবীর হালদার স্বীকার করেছেন বলে জানা গেছে।
advertisement
Kaushik Adhikary
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Murshidabad News: ক্রিকেট জুয়ায় টাকা লাগিয়ে বড়সড় ক্ষতি, আরও বড় দাঁও মারতে মল থেকে চুরি, তারপর...
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement