KKR Team News: নাইটদের হারে চিন্তা! ‘ঘাবড়াও মত’ এই হারের ম্যাচে কেকেআরের যা লাভ হল

Last Updated:
KKR Team News: কেকেআরের হারের পর দলের ভিতরের যে খবর সামনে এল
1/10
KKR vs CSK ম্যাচ কেকেআরে অপ্রতিরোধ্য জয়রথ থামিয়েছে৷ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে চেন্নাইতে শাহরুখের দলের জয়ের হ্যাটট্রিকের পর এ মরশুমের প্রথম হার স্বীকার করতে হয়েছে৷ ৮ এপ্রিল এই খেলা হয়েছিল৷ চিপকের ট্র্যাডিশানাল পিচে কেকেআরের ব্যাটিংয়ের রানের ফুলঝুরি, তুবড়ি সব যেন নিভে গিয়েছিল৷ Photo- AP
KKR vs CSK ম্যাচ কেকেআরে অপ্রতিরোধ্য জয়রথ থামিয়েছে৷ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে চেন্নাইতে শাহরুখের দলের জয়ের হ্যাটট্রিকের পর এ মরশুমের প্রথম হার স্বীকার করতে হয়েছে৷ ৮ এপ্রিল এই খেলা হয়েছিল৷ চিপকের ট্র্যাডিশানাল পিচে কেকেআরের ব্যাটিংয়ের রানের ফুলঝুরি, তুবড়ি সব যেন নিভে গিয়েছিল৷ Photo- AP
advertisement
2/10
আর দ্বিতীয় ইনিংসে শিশিরের বাধা টপকে সিএসকের গুহায় চেন্নাইকে হারানো সব দলেরই বড় চ্যালেঞ্জ৷ আর নাইটরাও সেই বাধা এবারও টপকাতে পারল না৷ Photo- AP
আর দ্বিতীয় ইনিংসে শিশিরের বাধা টপকে সিএসকের গুহায় চেন্নাইকে হারানো সব দলেরই বড় চ্যালেঞ্জ৷ আর নাইটরাও সেই বাধা এবারও টপকাতে পারল না৷ Photo- AP
advertisement
3/10
এদিন খেলার প্রথমভাগ দেখে মনে হয়েছিল সুনীল নারিন এবং অঙ্গকৃষ রঘুবংশী যেভাবে শট প্লে করছিল যে চেন্নাইয়ের গুহায় সঠিক আক্রমণ শানাতে পারবে কেকেআর৷ কিন্তু রঘুবংশীর আউটের পরেই ১৮০ ডিগ্রি ঘুরে যায় কেকেআর৷ Photo- AP
এদিন খেলার প্রথমভাগ দেখে মনে হয়েছিল সুনীল নারিন এবং অঙ্গকৃষ রঘুবংশী যেভাবে শট প্লে করছিল যে চেন্নাইয়ের গুহায় সঠিক আক্রমণ শানাতে পারবে কেকেআর৷ কিন্তু রঘুবংশীর আউটের পরেই ১৮০ ডিগ্রি ঘুরে যায় কেকেআর৷ Photo- AP
advertisement
4/10
নাইট রাইডার্স ব্যাটাররা এরপর সিএসকে বোলারদের সামনে কোনও প্রতিরোধ গড়ে তুলতে পারেনি আর যার জেরেই কেকেআরকে এই মরশুমের প্রথম হারের স্বাদ চাখতে হয়েছে৷ কিন্তু এরপরেই কেকেআর ফ্যানরা গেল গেল রব তুলেছে৷ Photo- AP
নাইট রাইডার্স ব্যাটাররা এরপর সিএসকে বোলারদের সামনে কোনও প্রতিরোধ গড়ে তুলতে পারেনি আর যার জেরেই কেকেআরকে এই মরশুমের প্রথম হারের স্বাদ চাখতে হয়েছে৷ কিন্তু এরপরেই কেকেআর ফ্যানরা গেল গেল রব তুলেছে৷ Photo- AP
advertisement
5/10
কেকেআর এই মুহূর্তে এইরকম লো স্লো পিচ একেবারেই খেলার জন্য পছন্দ করবে না৷ কারণে এই মরশুমে তারা যেভাবে ছক সাজিয়েছে তাতে ধামাকা ব্যাটিং পাওয়ারই তাঁদের মূল ইউএসপি৷ Photo- AP
কেকেআর এই মুহূর্তে এইরকম লো স্লো পিচ একেবারেই খেলার জন্য পছন্দ করবে না৷ কারণে এই মরশুমে তারা যেভাবে ছক সাজিয়েছে তাতে ধামাকা ব্যাটিং পাওয়ারই তাঁদের মূল ইউএসপি৷ Photo- AP
advertisement
6/10
তবে কোন মাঠে কেমন পিচ হবে কোনও দলেরই হাতে নয়৷ ফলে এই ধরণের স্লাগিশ পিচে কেকেআর কীভাবে নিজের ব্যাটিং সামলাবে তার জন্য ব্লু প্রিন্ট তৈরি করতে হবে৷ তবে এবার একটা ম্যাচে হারের জন্য তাদের আগের ভাল কাজগুলি কখনই কেউ ভুলে যাবে না৷ Photo- AP
তবে কোন মাঠে কেমন পিচ হবে কোনও দলেরই হাতে নয়৷ ফলে এই ধরণের স্লাগিশ পিচে কেকেআর কীভাবে নিজের ব্যাটিং সামলাবে তার জন্য ব্লু প্রিন্ট তৈরি করতে হবে৷ তবে এবার একটা ম্যাচে হারের জন্য তাদের আগের ভাল কাজগুলি কখনই কেউ ভুলে যাবে না৷ Photo- AP
advertisement
7/10
সিএসকের হোম গ্রাউন্ড সবসময়েই তাদের জোরের জায়গাকে শক্ত করার মতো পারফরম্যান্স দেয়৷ তাই চেন্নাইতে গিয়ে সকলেরই জেতা বড় চ্যালেঞ্জ৷ প্রতিবারই সিএসকে এমন দল বানায় যারা ঘরের মাঠে বিপক্ষ দলকে ভালরকম ব্যবধানে হারাতে পারে৷  তাতে জেতার পাশাপাশি রানরেটও ভাল করে নেয় সিএসকে৷ Photo- AP
সিএসকের হোম গ্রাউন্ড সবসময়েই তাদের জোরের জায়গাকে শক্ত করার মতো পারফরম্যান্স দেয়৷ তাই চেন্নাইতে গিয়ে সকলেরই জেতা বড় চ্যালেঞ্জ৷ প্রতিবারই সিএসকে এমন দল বানায় যারা ঘরের মাঠে বিপক্ষ দলকে ভালরকম ব্যবধানে হারাতে পারে৷  তাতে জেতার পাশাপাশি রানরেটও ভাল করে নেয় সিএসকে৷ Photo- AP
advertisement
8/10
কিন্তু  সিএসকের মাঠে হারা দলরা প্লে অফেও যায় চ্যাম্পিয়নও হয় এমনটাই বলছে পরিসংখ্যান৷ তাই কেকেআর এবার এই হার ভুলে দ্রুত পরের ম্যাচের জন্য ভাবনা চিন্তা করুক৷ Photo- AP
কিন্তু  সিএসকের মাঠে হারা দলরা প্লে অফেও যায় চ্যাম্পিয়নও হয় এমনটাই বলছে পরিসংখ্যান৷ তাই কেকেআর এবার এই হার ভুলে দ্রুত পরের ম্যাচের জন্য ভাবনা চিন্তা করুক৷ Photo- AP
advertisement
9/10
৬ উইকেটে কেকেআরের হারের পরেও সিএসকে ম্যাচে কেকেআরের প্রাপ্তির ভাঁড়ার কিন্তু শূন্য নয়৷ কাঁধের চোট সত্ত্বেও সুনীল নারিনের ধামাকা ব্যাটিং, অঙ্গকৃষ রঘুবংশীর সঙ্গে তাঁর জুটি কেকেআরের বড় প্রাপ্তি৷ Photo- AP
৬ উইকেটে কেকেআরের হারের পরেও সিএসকে ম্যাচে কেকেআরের প্রাপ্তির ভাঁড়ার কিন্তু শূন্য নয়৷ কাঁধের চোট সত্ত্বেও সুনীল নারিনের ধামাকা ব্যাটিং, অঙ্গকৃষ রঘুবংশীর সঙ্গে তাঁর জুটি কেকেআরের বড় প্রাপ্তি৷ Photo- AP
advertisement
10/10
পাওয়ার প্লে স্টেজে দুই দলই একইরকম জায়গায় ছিল৷ তবে যেখান থেকে কেকেআর ইনিংস ভেঙে পড়ে ঠিক সেইরকম সুযোগ সিএসকের ষষ্ঠ ওভারেও এসেছিল৷ কিন্তু রমনদীপ সিং ড্যারেল মিচেলকে আউট করার সুযোগ নষ্ট করেন৷ Photo- AP
পাওয়ার প্লে স্টেজে দুই দলই একইরকম জায়গায় ছিল৷ তবে যেখান থেকে কেকেআর ইনিংস ভেঙে পড়ে ঠিক সেইরকম সুযোগ সিএসকের ষষ্ঠ ওভারেও এসেছিল৷ কিন্তু রমনদীপ সিং ড্যারেল মিচেলকে আউট করার সুযোগ নষ্ট করেন৷ Photo- AP
advertisement
advertisement
advertisement