আন্তর্জাতিক মানের আইসিইউ পরিষেবা এবার পুরুলিয়াতেই , জানেন কোথায়!
- Published by:Soumendu Chakraborty
- hyperlocal
- Reported by:Sarmistha Banerjee Bairagi
Last Updated:
১২ বেডের উন্নত মানের আইসিইউ পরিষেবা , রয়েছে স্বাস্থ্য সাথী প্রকল্পে চিকিৎসার সুযোগ!
শর্মিষ্ঠা ব্যানার্জি, পুরুলিয়া : চিকিৎসা ক্ষেত্রে অনেকটাই এগিয়েছে জঙ্গলমহলের পুরুলিয়া জেলা। এবার চিকিৎসা ক্ষেত্রে আরও একধাপ এগোল এই জেলা। যে কোনও এমার্জেন্সিতে আর যেতে হবে না দূরে কোথাও। এবার শহরেই মিলবে উন্নত মানের চিকিৎসা পরিষেবা। আন্তর্জাতিক মানের ১২ বেডের আইসিইউ পরিষেবার সূচনা করল পুরুলিয়া শহরের একটি বেসরকারি হাসপাতাল।
পুরুলিয়ার গরিব ও মধ্যবিত্ত মানুষদের কথা মাথায় রেখে কম খরচে নতুন আইসিইউ পরিষেবা সূচনা করা হয়েছে। আগামী দিনে স্বাস্থ্যসাথী কার্ড-এর মাধ্যমে এই আইসিইউ পরিষেবার সুযোগ সুবিধা নিতে পারবে জেলাবাসী। পুরুলিয়া জেলায় হার্টের চিকিৎসা সমস্যা রয়েছে সেই সমস্যা সমাধানের জন্য ক্যাথ ল্যাব তৈরি করার পরিকল্পনাও নিচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। এছাড়াও আগামী দিনের ক্যান্সার হাসপাতাল তৈরির পরিকল্পনা নেওয়া হচ্ছে।
advertisement
আরও পড়ুন: শান্তিপুর ষ্টেশনের নাম পরিবর্তনের আর্জি রেলমন্ত্রীকে, কী হতে পারে নতুন নাম? জেনে নিন
এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে জানা গিয়েছে , পুরুলিয়ায় কোনও বেসরকারি হাসপাতালে এই ধরনের চিকিৎসা পরিষেবা নেই বললেই চলে। তারা আশা রাখছে আগামী দিনের রোগীদের আর বাইরে কোথাও যেতে হবে না। উন্নতমানের চিকিৎসা পরিষেবা তারা এখানেই পাবেন। আগামী দিনে আরও উন্নত মানের চিকিৎসা পরিষেবা দেওয়ার পরিকল্পনা নিচ্ছেন তারা।
advertisement
advertisement
বহু মুমূর্ষ রোগী শহরের এই বেসরকারি হাসপাতালে চিকিৎসা পরিষেবা পেয়ে সুস্থ হয়ে উঠেছেন। বিভিন্ন সময়তেই জটিল অস্ত্র প্রচারেও যথেষ্ট সফলতা অর্জন করেছে এই হাসপাতাল। এবার উন্নত মানের আইসিইউ পরিষেবা চালু করায় চিকিৎসা ক্ষেত্রে পুরুলিয়ার মুকুটে আরও এক নয়া পালক যুক্ত হল বলে মনে করছে শহরবাসীরা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
July 28, 2025 11:17 PM IST
