Bengal BJP: টার্গেট কলকাতা! ছাব্বিশের আগে বঙ্গ রাজনীতির ভরকেন্দ্রকে মেপে ফেলতে মরিয়া...কী ভাবছে বিজেপি?
- Published by:Satabdi Adhikary
- Reported by:Susmita Mondal
Last Updated:
মূলত, কলকাতা এবং তার সংলগ্ন চারটি সাংগঠনিক জেলার কর্মী সমর্থক ও পদাধিকারদের নিয়ে এই বৈঠক হয়। যেখানে বিজেপির রাজ্যস্তরের সংগঠনিক সাধারণ সম্পাদক সহ অন্যান্য রাজ্য নেতৃত্ব কেন্দ্রীয় নেতৃত্ব ভূপেন্দ্র যাদব উপস্থিত ছিলেন।
কলকাতা: বঙ্গ রাজনীতির অন্যতম ভরকেন্দ্র হল কলকাতা৷ আর পশ্চিমবঙ্গে পরিবর্তন আনতে হলে কলকাতার যে একটা বিরাট ভূমিকা রয়েছে, তা এতদিনে উপলব্ধি করতে পেরেছেন বঙ্গ বিজেপির সমস্ত স্তরের নেতারা৷ তেমনটাই জানাচ্ছেন সংশ্লিষ্ট কর্মিবৃন্দ৷ সেই কারণে, এখন কলকাতা এবং তার আশেপাশের এলাকাকে নিজেদের দখলে আনতে এবং জনসংযোগ বাড়াতে ময়দানে নামতে চলেছে গেরুয়া শিবির। হাতে আর বেশি সময় নেই৷ বছর পেরলেই নির্বাচন৷ তাই ভাল ফলের জন্য জমি চষার কাজ আগে থেকেই শুরু করে দিতে চায় বিজেপি৷
এবার আর শুধুমাত্র কথার কথা নয়, একেবারে খাতায়-কলমে কোন জায়গায় কী পরিস্থিতি আছে, মানুষের মন কোন দিকে ঝুঁকে এবং কীভাবে তা নিজেদের অনুকূলে নিয়ে আসা যায়, তার জন্য প্রস্তুতি শুরু করে দিল বঙ্গ বিজেপি। কলকাতা এবং তার সংলগ্ন মোট সাতটি জোনকে নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে বসল তারা।
advertisement
advertisement
শুক্রবার বঙ্গ বিজেপির দফতরে একটি গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। যদিও বিজেপি রাজ্য এবং জেলা নেতৃত্ব এটিকে সংগঠনিক নিত্য নৈমিত্তিক বৈঠক ব্যতীত অন্য কোনও বৈঠক বলতে নারাজ। বিজেপির সল্টলেক দফতরে হওয়া সেই বৈঠকে যোগ দিতে দলীয় কার্যালয়ে হাজির হন কেন্দ্রীয় বিজেপির পর্যবেক্ষক তথা কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব।
মূলত, কলকাতা এবং তার সংলগ্ন চারটি সাংগঠনিক জেলার কর্মী সমর্থক ও পদাধিকারদের নিয়ে এই বৈঠক হয়। যেখানে বিজেপির রাজ্যস্তরের সংগঠনিক সাধারণ সম্পাদক সহ অন্যান্য রাজ্য নেতৃত্ব কেন্দ্রীয় নেতৃত্ব ভূপেন্দ্র যাদব উপস্থিত ছিলেন। আর এই খবর সামনে আসার পরেই একাংশ মনে করছেন যে, বিজেপির এখন টার্গেট কলকাতা এবং তার সংলগ্ন এলাকায় ভাল ফল করা। তাই ক্ষমতা দখলের বৃত্ত সম্পূর্ণ করতে বঙ্গ বিজেপির এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।
advertisement
ইতিমধ্যেই উত্তরবঙ্গে বিজেপি যে যথেষ্ট স্বস্তিতে রয়েছে এবং আগামী নির্বাচনে যে সেখানে তারা ভাল ফলাফল করবে বলে নিশ্চিতরূপে আশাবাদী বিজেপি নেতা এবং কর্মীরা। তবে দক্ষিণবঙ্গে তাদের ফলাফল কী হবে, তা নিয়ে কিছুটা দোলাচল রয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
October 25, 2025 11:21 AM IST

