Hooghly News: খেলাধুলায় আগ্রহী করাতেই স্কুলছুটের সংখ্যা কমেছে এই বালিকা বিদ্যালয়
- Reported by:Rahi Haldar
- hyperlocal
- Published by:Soumendu Chakraborty
Last Updated:
একটা সময় স্কুলের ছাত্র-ছাত্রীর সংখ্যা কমতে কমতে ঠেকেছিল তলানিতে। স্কুলের নাবালিকা ছাত্রীরা স্কুলছুট হয়ে বিয়ে হয়ে যাচ্ছিল। নাবালিকা বিয়ে রুখতে ও স্কুল ছুট কমাতে খেলাধুলাকে হাতিয়ার করেছিল স্কুল।
হুগলি: একটা সময় স্কুলের ছাত্র-ছাত্রীর সংখ্যা কমতে কমতে ঠেকেছিল তলানিতে। স্কুলের নাবালিকা ছাত্রীরা স্কুলছুট হয়ে বিয়ে হয়ে যাচ্ছিল। নাবালিকা বিয়ে রুখতে ও স্কুল ছুট কমাতে খেলাধুলাকে হাতিয়ার করেছিল স্কুল। কয়েক বছর আগের এই সিদ্ধান্ত তৈরি করেছেন নতুন নজির। এই উদ্যোগের সফল রূপায়ণে ঘটিয়ে আজ এলাকায় দৃষ্টান্ত পুরশুড়ার প্রত্যন্ত গ্রামের ভাঙামোরা সারদামণি বালিকা বিদ্যালয়। পড়াশোনার পাশাপাশি ধারাবাহিকভাবে বিভিন্ন খেলাধুলার প্রশিক্ষণ দেওয়ায় স্কুলে আসার প্রতি উৎসাহ বাড়ছে ছাত্রীদের। এমনকী এবছর স্কুলের তিন ছাত্রী রাজ্য ও দেশীয় স্তরের গেমসে সাফল্য পেয়েছে।
আরামবাগের প্রত্যন্ত গ্রাম পুড়শুড়া, তারও প্রত্যন্ত এলাকা ভাঙামোরা। এখানে ছাত্র-ছাত্রীদের পড়াশোনার ভবিষ্যৎ নিয়ে ততটা আগ্রহী ছিলেন না অভিভাবকরাও। তাই দিন দিন বাড়ছিল স্কুলছুটের সংখ্যা। স্কুল ছুট ছাত্রীদের আটকাতে একাধিক পদক্ষেপ নিচ্ছিল স্কুল। অবশেষে খেলাধুলার মধ্যে দিয়ে পড়াশোনায় আগ্রহ বাড়িয়ে ছাত্রছাত্রীদের স্কুলমুখী করতে পেরেছে ভাঙামোরা সারদামণি বালিকা বিদ্যালয়। এলাকার মধ্যে মেয়েদের স্কুল হিসেবে বর্তমানে দারুণ খ্যাতি অর্জন করেছে এই স্কুল। তবে এর পিছনে রয়েছে খেলাধুলায় মজার রহস্য। খেলার মজাতেই স্কুলমুখী করে তোলা গেছে গ্রামের ছাত্রীদের
advertisement
advertisement
দশম শ্রেণীর ছাত্রী নন্দিনী সাঁতরা ন্যাশনাল স্কুল গেমসে লংজাম্পে তৃতীয় হয়েছে। আরামবাগের পুরশুড়ার প্রত্যন্ত গ্রাম ভাঙামোরা। এখানকার অধিকাংশ মানুষ কৃষিজীবী। অল্পবয়সে মেয়েদের বিয়ে দিয়ে দেওয়া ছিল এখানকার অন্যতম ‘ব্যধি’। তবে বর্তমানে খেলার প্রতি আগ্রহ বাড়ায় সেই প্রবণতায় অনেকটাই রাশ টানা গিয়েছে বলেই শিক্ষিকাদের দাবি। এমনকী বর্তমান ডিজিটাল যুগে ছাত্রীদের মোবাইলের প্রতি আসক্তি কমেছে, বেড়েছে খেলার প্রতি ঝোঁক। প্রত্যন্ত গ্রামের এই স্কুল অন্যান্য স্কুলকেও পথ দেখাচ্ছে।
advertisement
রাহী হালদার
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Jan 18, 2025 6:27 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly News: খেলাধুলায় আগ্রহী করাতেই স্কুলছুটের সংখ্যা কমেছে এই বালিকা বিদ্যালয়









