Murshidabad News: মুর্শিদাবাদের হাসপাতালে শিশু মৃত্যু বেড়ে ১৪! উদ্বিগ্ন জেলা স্বাস্থ্য দফতর
- Published by:Sanchari Kar
- Written by:Pranab kumar Banerjee
Last Updated:
Murshidabad News: অভিযোগ উঠেছে, চিকিৎকেরা সঠিক সময়ে সিজার করেন না। সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। জেলার বিভিন্ন হাসপাতালে পরিষেবা থাকা সত্ত্বেও কেন সদ্যোজাতদের রেফার করা হচ্ছে, এই সমস্ত বিষয় খতিয়ে দেখেন তাঁরা।
মুর্শিদাবাদ: মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে শিশু মৃত্যু বেড়ে হয়েছে ১৪। শনিবার মৃত্যু হয় আরও দুই শিশুর। শিশু মৃত্যুর সংখ্যা বেড়ে চলায় উদ্বিগ্ন জেলা স্বাস্থ্য দফতর। শিশু মৃত্যুর ঘটনার তদন্তে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ পরিদর্শনে আসে রাজ্য স্বাস্থ্য দফতরের চারজনের প্রতিনিধি দল। শুক্রবারেই দুই সদস্যের প্রতিনিধি দল ডঃ বি কে পাত্র এবং ডঃ অরিজিৎ ভৌমিক মেডিক্যাল কলেজে আসেন। শনিবার আরও দুই সদস্য ডঃ অসীম দাস মালাকার এবং পম্পা চক্রবর্তী মেডিক্যাল কলেজে এসে পৌঁছন। মেডিক্যাল কলেজের এম এস ভি পি, প্রিন্সিপাল ডঃ অমিত দাঁ, জেলা মুখ্যস্বাস্থ্য আধিকারিক ডঃ সন্দীপ স্যান্যালের সঙ্গে বৈঠক করেন তাঁরা।
আগে যে ১০ জন শিশু মারা গিয়েছিল, তাদের মধ্যে মাতৃমা থেকে চার নবজাতক ভর্তি হয়েছিল এসএনসিইউ ওয়ার্ডে। মাতৃমায়ের টিকিট খতিয়ে দেখেন তদন্তকারী দল। সেই সঙ্গে এস এন সি ইউ ওয়ার্ডের পরিকাঠামো খতিয়ে দেখেন তাঁরা। অভিযোগ উঠেছে, চিকিৎকেরা সঠিক সময়ে সিজার করেন না। সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। জেলার বিভিন্ন হাসপাতালে পরিষেবা থাকা সত্ত্বেও কেন সদ্যোজাতদের রেফার করা হচ্ছে, এই সমস্ত বিষয় খতিয়ে দেখেন তাঁরা। মেডিক্যাল কলেজ পরিদর্শন করে বেরিয়ে যাওয়ার সময় তদন্ত কমিটির প্রতিনিধি ডাঃ অসীম দাস মালাকার বলেন, মেডিক্যাল কলেজের পেডিয়াট্রিক বিভাগ, এস এন সি ইউ ওয়ার্ড, লেবার রুম পরিদর্শন করা হয়েছে।
advertisement
advertisement
প্রসূতি এবং নবজাতকদের চিকিৎসার সমস্ত পরিকাঠামো খতিয়ে দেখা হয়েছে। একদিনে মৃত ১০ জন শিশুর মধ্যে ৬ জন শিশু এস এন সি ইউ ওয়ার্ডে এবং বাকি ৪ জন হাসপাতালের অন্যান্য ওয়ার্ডে ভর্তি ছিল। এস এন সি ইউ ওয়ার্ডে থাকা মনে করা হচ্ছে, ছ’জন শিশুর মূলত কম ওজনের কারণেই মৃত্যু হয়েছে। জানা গিয়েছে, নার্সিংহোম থেকে প্রসূতিদের সিজারের পরেই সদ্যোজাত শিশুকে মেডিক্যাল কলেজে রেফার করে দেওয়া হচ্ছে। এই বিষয়ে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিককে ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 10, 2023 9:47 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Murshidabad News: মুর্শিদাবাদের হাসপাতালে শিশু মৃত্যু বেড়ে ১৪! উদ্বিগ্ন জেলা স্বাস্থ্য দফতর