Crime News: একের পর এক মন্দিরে চুরি, গায়েব গয়না! তদন্তে নামতেই পুলিশ যা দেখল
- Published by:Suvam Mukherjee
- Written by:Saradindu Ghosh
Last Updated:
Crime News: ভাতারের বলগোনায় সোনার দোকানে সে চুরি যাওয়া সামগ্রী বিক্রি করতে এসেছিল। গোপন সূত্রে খবর পেয়ে তাকে গ্রেফতার করে পুলিশ
ভাতার: পূর্ব বর্ধমানের ভাতারের ওড়গ্রামে কালীপুজোর সময় পর পর তিনটি মন্দিরে চুরির ঘটনার কিনারা করল পুলিশ। ওই চুরিতে জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের বাড়ি কাটোয়ার শ্রীখন্ডে। ভাতারের বলগোনায় সোনার দোকানে সে চুরি যাওয়া সামগ্রী বিক্রি করতে এসেছিল। গোপন সূত্রে খবর পেয়ে তাকে গ্রেফতার করে পুলিশ।
তার কাছ থেকে মন্দির থেকে চুরি হওয়া গয়নার বেশ কিছুটা উদ্ধার করা হয়েছে বলে দাবি পুলিশের। কালী পুজোর পরে পরেই ১৩ নভেম্বর ভাতার থানা এলাকার ওরগ্রামের তিনটি মন্দির থেকে একই রাতে তিনটি কালী প্রতিমার গায়ে থাকা চার ভরি সোনা ও ১২০ ভরি রুপোর গহনা চুরি যায়। তিনটি মন্দিরের সেবাইতরা এই বিষয়ে ভাতার থানায় পরের দিন লিখিত অভিযোগ দায়ের করে।
advertisement
সেই থেকেই চুরির ঘটনার তদন্ত শুরু করলেও পুলিশ সেভাবে কোনও কিছু পায়নি। শুক্রবার বিকেলে বলগোনা এলাকায় একটি সোনা-রূপোর দোকানে চুরি করা গহনা বিক্রি করতে এসে ধরা পড়ে নন্দন নাথ নামে এক যুবক। ধৃতের কাছ থেকে পুলিশ ৫৩ হাজার টাকা, ৫৬ গ্রামের একটি রুপোর মুন্ডমালা ও একটি নতুন মোবাইল ফোন উদ্ধার করে।
advertisement
advertisement
অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সিংহ রায় বলেন, অভিযোগ পাবার পর থেকেই পুলিশ বিভিন্নভাবে এই চক্রটিকে ধরার জন্য কাজ করছিল। একটি সূত্র ধরে পুলিশ ধৃত ব্যক্তির ছবিও পেয়েছিল। সেই ছবিও বিভিন্ন জায়গায় দেখিয়ে রেখেছিল পুলিশ। চুরি করা গহনা বিক্রি করতে গিয়েই পুলিশের হাতে ধরা পড়েছে ওই যুবক।
advertisement
কাটোয়া থানার শ্রীখন্ডের বাসিন্দা নন্দন নাথকে সিজেএম আদালতে তোলা হলে বিচারক তাকে পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। ধৃতকে হেফজতে নিয়ে এই চক্রে আরও কেউ জড়িত রয়েছে কিনা, বাকি সমস্ত গহনা কোথায় রয়েছে তা জানার চেষ্টা করবে পুলিশ।
advertisement
ওড়গ্রাম নতুনপাড়ার ক্ষেপিমা কালী, রায়পাড়ার বড়মা ও ছোটমা কালী মন্দিরে চুরি যায়। তিনটি মন্দিরের প্রতিমার গায়ে থাকা সোনার গহনা চুরি করে গা ঢাকা দেয় নন্দন। জানা গিয়েছে, এর আগেও মঙ্গলকোট এলাকায় মন্দির থেকে গহনা চুরির ঘটনায় সে জেল খেটেছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 09, 2023 11:49 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Crime News: একের পর এক মন্দিরে চুরি, গায়েব গয়না! তদন্তে নামতেই পুলিশ যা দেখল