Rail Accident: ছেলেকে দেখার ইচ্ছাপূরণ আর হল না! রেললাইনে মর্মান্তিক কাণ্ড শিক্ষকের সঙ্গে

Last Updated:

Rail Accident: ব্যক্তি রেল লাইনের পাশ দিয়ে ফোনে কথা বলতে বলতে হাঁটছিলেন সেই সময় লাইনে আচমকা চলে আসে আপ শিয়ালদহ-হাসনাবাদ লোকাল

ট্রেনের ধাক্কায় মৃত্যু শিক্ষকের 
ট্রেনের ধাক্কায় মৃত্যু শিক্ষকের 
বসিরহাট: ফের অসাবধানতার কারণেই রেল দুর্ঘটনায় মৃত্যু। এবার লোকাল ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক শিক্ষকের। ছেলের সঙ্গে দেখা করতে যাওয়ার সময়েই ঘটে দুর্ঘটনা। ফোনে কথা বলাই হল কাল। হাসনাবাদ লোকালের ধাক্কায় মৃত্যু হয়েছে তাঁর। তিনি বসিরহাটের বাসিন্দা বলে জানা গিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই ব্যক্তি রেল লাইনের পাশ দিয়ে ফোনে কথা বলতে বলতে হাঁটছিলেন, সেই সময় লাইনে আচমকা চলে আসে আপ শিয়ালদহ-হাসনাবাদ লোকাল। শিয়ালদহ-হাসনাবাদ শাখার মালতিপুর ও কাঁকড়া মির্জানগর স্টেশনের মাঝখানে এই ঘটনা ঘটে এদিন সকালে। মৃতের নাম বঙ্কিম মিস্ত্রির।
advertisement
advertisement
তিনি পেশায় প্রাথমিক বিদ‍্যালয়ের শিক্ষক। বাড়ি বসিরহাটের ন্যাজাট থানার সেহেরা অঞ্চলে। সেখানেই শিক্ষকতা করতেন তিনি। বঙ্কিম বাবুর ছেলে থাকেন কলকাতায়। তাঁর সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন বঙ্কিম বাবু। সেই সময় এই ঘটনা ঘটে। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
advertisement
ট্রেন চলাচল সাময়িক বন্ধ করে দেওয়া হয়। ঘটনাস্থলে যায় বসিরহাটের জিআরপি। মৃতদেহ উদ্ধার করে বারাসাত রেল পুলিশ মর্গে পাঠানো হয়েছে। কখনও রেল লাইনের ধারে ফোনে কথা বলার সময়, কখনও গেম খেলার সময় এমন ঘটনা একাধিকবার ঘটেছে। ফের সেই একই ঘটনার পুনরাবৃত্তি।
জুলফিকার মোল্যা
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
Rail Accident: ছেলেকে দেখার ইচ্ছাপূরণ আর হল না! রেললাইনে মর্মান্তিক কাণ্ড শিক্ষকের সঙ্গে
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement