International Port in Bengal: উদ্বোধন হল লালগোলা ময়া আন্তর্জাতিক ভারত-বাংলাদেশ নৌবন্দর, উপকৃত হবে দুই দেশই

Last Updated:

International Port in Bengal: লালগোলার ময়া ও পদ্মাপাড়ে বাংলাদেশের সুলতানগঞ্জে তৈরি হয়েছে এই বন্দর। প্রসঙ্গত উল্লেখ্য, ৫৯ বছর আগে এই নৌপথে ভারত বাংলাদেশের মধ্যে আমদানি রফতানি বন্ধ হয়ে যায়।

উদ্বোধন হল লালগোলার নয়া আন্তর্জাতিক ভারত বাংলাদেশ নৌবন্দর
উদ্বোধন হল লালগোলার নয়া আন্তর্জাতিক ভারত বাংলাদেশ নৌবন্দর
মুর্শিদাবাদ: উদ্বোধন হল লালগোলার ময়া এলাকায় আন্তর্জাতিক ভারত বাংলাদেশ নৌবন্দর। সোমবার কেন্দ্রীয় বন্দর জাহাজ ও জলপথ মন্ত্রক প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর আনুষ্ঠানিকভাবে এই নৌবন্দরের উদ্বোধন করেন। এদিনই হয় ট্রায়াল রান। পণ্য ও সামগ্রী আদানপ্রদানে লালগোলার এই বন্দর চালু হওয়ায় দুই বাংলার অর্থনীতিতে ব্যাপক প্রভাব পড়তে চলেছে।
মন্ত্রী শান্তনু ঠাকুর-সহ উপস্থিত ছিলেন দুই দেশের প্রতিনিধিরা। লালগোলার ময়া ও পদ্মাপাড়ে বাংলাদেশের সুলতানগঞ্জে তৈরি হয়েছে এই বন্দর। প্রসঙ্গত উল্লেখ্য, ৫৯ বছর আগে এই নৌপথে ভারত বাংলাদেশের মধ্যে আমদানি রফতানি বন্ধ হয়ে যায়। এরপর পণ্য আদান প্রদান হত সড়ক ও রেলপথে। এতে উভর দেশের পরিবহন খরচ অনেকটাই বেশি হত। এই নৌবন্দর তৈরি হওয়ায় আমদানি রফতানিতে দুই দেশের সময় ও খরচ দু’টোই কমবে এবং আর্থ সামাজিক ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন ঘটবে বলে আশাবাদী সকলেই। আর এই নৌবন্দরকে কেন্দ্র করে কর্মসংস্থানের আশায় নতুন করে বুক বাঁধছে স্থানীয় যুবক থেকে গোটা জেলার মানুষেরা।
advertisement
advertisement
এলাকাবাসী প্রভাত প্রামাণিক বলেন, ”আমাদের এলাকায় বন্দর তৈরি হওয়ায় আমরা খুব খুশি। এখানে কর্মসংস্থান হবে। এলাকার বেকার ছেলে মেয়েরা কাজ পাবে। গোটা এলাকার উন্নয়ন হবে।”
advertisement
বাংলাদেশের প্রতিনিধি সামসুল আরিফ বলেন, ”এই নৌবন্দর চালু হওয়ায় দুই দেশের আমদানি রফতানির খরচ ও সময় অনেকটাই কমবে। দুই দেশের সুবিধার্থে অন্যান্য নৌপথের পরিকল্পনাও চলছে।”
কেন্দ্রীয় বন্দর জাহাজ ও জলপথ মন্ত্রক প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর বলেন, ”ভারত বাংলাদেশের নৌপথের প্রত্যেকটা ট্রায়ালে আমরা সফল হয়েছি। ভারত বাংলাদেশের যোগাযোগ স্থাপনে লালগোলার এই নৌবন্দর ব্যাপক প্রভাব ফেলবে। দুই দেশের ব্যবসা বাণিজ্যে খরচ ও সময় দুই কমবে। এবার হলদিয়া থেকে বারাণসী পর্যন্ত নৌপথের পরিকল্পনা চলছে। পরিকাঠামোগত উন্নয়নের দিক থেকে ইতিমধ্যেই কাজ শুরু হয়েছে উদ্বোধন হল লালগোলার ময়া আন্তর্জাতিক ভারত বাংলাদেশ নৌবন্দর।”
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
International Port in Bengal: উদ্বোধন হল লালগোলা ময়া আন্তর্জাতিক ভারত-বাংলাদেশ নৌবন্দর, উপকৃত হবে দুই দেশই
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement