International Port in Bengal: উদ্বোধন হল লালগোলা ময়া আন্তর্জাতিক ভারত-বাংলাদেশ নৌবন্দর, উপকৃত হবে দুই দেশই

Last Updated:

International Port in Bengal: লালগোলার ময়া ও পদ্মাপাড়ে বাংলাদেশের সুলতানগঞ্জে তৈরি হয়েছে এই বন্দর। প্রসঙ্গত উল্লেখ্য, ৫৯ বছর আগে এই নৌপথে ভারত বাংলাদেশের মধ্যে আমদানি রফতানি বন্ধ হয়ে যায়।

উদ্বোধন হল লালগোলার নয়া আন্তর্জাতিক ভারত বাংলাদেশ নৌবন্দর
উদ্বোধন হল লালগোলার নয়া আন্তর্জাতিক ভারত বাংলাদেশ নৌবন্দর
মুর্শিদাবাদ: উদ্বোধন হল লালগোলার ময়া এলাকায় আন্তর্জাতিক ভারত বাংলাদেশ নৌবন্দর। সোমবার কেন্দ্রীয় বন্দর জাহাজ ও জলপথ মন্ত্রক প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর আনুষ্ঠানিকভাবে এই নৌবন্দরের উদ্বোধন করেন। এদিনই হয় ট্রায়াল রান। পণ্য ও সামগ্রী আদানপ্রদানে লালগোলার এই বন্দর চালু হওয়ায় দুই বাংলার অর্থনীতিতে ব্যাপক প্রভাব পড়তে চলেছে।
মন্ত্রী শান্তনু ঠাকুর-সহ উপস্থিত ছিলেন দুই দেশের প্রতিনিধিরা। লালগোলার ময়া ও পদ্মাপাড়ে বাংলাদেশের সুলতানগঞ্জে তৈরি হয়েছে এই বন্দর। প্রসঙ্গত উল্লেখ্য, ৫৯ বছর আগে এই নৌপথে ভারত বাংলাদেশের মধ্যে আমদানি রফতানি বন্ধ হয়ে যায়। এরপর পণ্য আদান প্রদান হত সড়ক ও রেলপথে। এতে উভর দেশের পরিবহন খরচ অনেকটাই বেশি হত। এই নৌবন্দর তৈরি হওয়ায় আমদানি রফতানিতে দুই দেশের সময় ও খরচ দু’টোই কমবে এবং আর্থ সামাজিক ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন ঘটবে বলে আশাবাদী সকলেই। আর এই নৌবন্দরকে কেন্দ্র করে কর্মসংস্থানের আশায় নতুন করে বুক বাঁধছে স্থানীয় যুবক থেকে গোটা জেলার মানুষেরা।
advertisement
advertisement
এলাকাবাসী প্রভাত প্রামাণিক বলেন, ”আমাদের এলাকায় বন্দর তৈরি হওয়ায় আমরা খুব খুশি। এখানে কর্মসংস্থান হবে। এলাকার বেকার ছেলে মেয়েরা কাজ পাবে। গোটা এলাকার উন্নয়ন হবে।”
advertisement
বাংলাদেশের প্রতিনিধি সামসুল আরিফ বলেন, ”এই নৌবন্দর চালু হওয়ায় দুই দেশের আমদানি রফতানির খরচ ও সময় অনেকটাই কমবে। দুই দেশের সুবিধার্থে অন্যান্য নৌপথের পরিকল্পনাও চলছে।”
কেন্দ্রীয় বন্দর জাহাজ ও জলপথ মন্ত্রক প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর বলেন, ”ভারত বাংলাদেশের নৌপথের প্রত্যেকটা ট্রায়ালে আমরা সফল হয়েছি। ভারত বাংলাদেশের যোগাযোগ স্থাপনে লালগোলার এই নৌবন্দর ব্যাপক প্রভাব ফেলবে। দুই দেশের ব্যবসা বাণিজ্যে খরচ ও সময় দুই কমবে। এবার হলদিয়া থেকে বারাণসী পর্যন্ত নৌপথের পরিকল্পনা চলছে। পরিকাঠামোগত উন্নয়নের দিক থেকে ইতিমধ্যেই কাজ শুরু হয়েছে উদ্বোধন হল লালগোলার ময়া আন্তর্জাতিক ভারত বাংলাদেশ নৌবন্দর।”
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
International Port in Bengal: উদ্বোধন হল লালগোলা ময়া আন্তর্জাতিক ভারত-বাংলাদেশ নৌবন্দর, উপকৃত হবে দুই দেশই
Next Article
advertisement
‘প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির সঙ্গেও দেখা করতে চাই’! ন্যায়বিচারের দাবিতে রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাৎ উন্নাও কাণ্ডের নির্যাতিতার
‘প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির সঙ্গেও দেখা করতে চাই’! ন্যায়বিচারের দাবিতে উন্নাও নির্যাতিতা
  • উন্নাও ধর্ষণকাণ্ডে কুলদীপ সিং সেনগরের জামিনে দিল্লিতে উত্তেজনা, নির্যাতিতা ও তাঁর মা প্রতিবাদে শামিল হন.

  • নির্যাতিতা প্রধানমন্ত্রীর কাছে ন্যায়বিচার চেয়ে রাষ্ট্রপতি ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ চান.

  • বিক্ষোভে পুলিশ ও সিআরপিএফ নির্যাতিতা ও তাঁর মাকে বাধা দেয়, বৃদ্ধা মাকে ধাক্কাধাক্কির অভিযোগ ওঠে.

VIEW MORE
advertisement
advertisement