Indian Railways: লোকাল ট্রেনেও এলইডি টিভি, সোমবার ব্যান্ডেল শাখার ট্রেনে যাত্রীরা মজে টেলিভিশনে
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
খেলা, শর্ট ফ্লিম, নানা সিনেমার প্রমো, গুরুত্বপূর্ণ অংশ সিনেমার, নাচ, গান, ভ্রমণ সংক্রান্ত নানা অনুষ্ঠান দেখানো হবে। বাকি অংশে দেখানো হবে রেলের নানা সতর্কীকরণ বার্তা
#ব্যান্ডেল: সোমবার থেকে রাজ্যে শুরু হল লোকাল ট্রেনে টিভি পরিষেবা । পূর্ব রেলের ব্যান্ডেল শাখার ট্রেনে দেখা গেল সেই ছবি | প্রতি কামরায় লাগানো LED TV । আজ হাওড়া স্টেশনের 8 নম্বর প্লাটফৰ্ম থেকে হাওড়ার ডিআরএম মণীশ জইনের উপস্থিতিতে, প্রথম টিভি লাগানো রেক যাত্রা শুরু করলো । ৫ বছরের জন্য পঞ্চাশটি রেক এই টিভি পরিষেবার আওতায় চলাচল করবে । ধীরে ধীরে প্রায় প্রতিটি ইএমইউ লোকাল ট্রেনে চালু হবে এই পরিষেবা। এই পরিষেবার দেখভাল করবে একটি বেসরকারি সংস্থা | এই পাঁচবছর প্রতিটি রেক হিসাবে সেই সংস্থা ৫০ লক্ষ টাকা রেভিনিউ দেবে রেলকে । একদিকে যাত্রীদের মনোরঞ্জন, অন্যদিকে রেল এই পরিষেবার মাধ্যমে মুনাফাও করবে ।
প্রতিটি কোচের একেবারে শেষ দুটি প্রান্তে দুটো করে মোট চারটি এলইডি টিভি বসছে। প্রতিটি টিভির মাপ হচ্ছে ২৭ ইঞ্চির মাপে। টিভির স্ক্রিনের মোট মাপের একটি অংশে যাত্রীরা দেখতে পাবেন নানা ধরনের বিনোদনমূলক অনুষ্ঠান৷ খেলা, শর্ট ফ্লিম, নানা সিনেমার প্রমো, গুরুত্বপূর্ণ অংশ সিনেমার, নাচ, গান, ভ্রমণ সংক্রান্ত নানা অনুষ্ঠান দেখানো হবে। বাকি অংশে দেখানো হবে রেলের নানা সতর্কীকরণ বার্তা। দেখানো হবে রেলের নানা পরিষেবামূলক অনুষ্ঠান৷
advertisement
advertisement
খেলা, শর্ট ফ্লিম, নানা সিনেমার প্রমো, গুরুত্বপূর্ণ অংশ সিনেমার, নাচ, গান, ভ্রমণ সংক্রান্ত নানা অনুষ্ঠান দেখানো হবে। বাকি অংশে দেখানো হবে রেলের নানা সতর্কীকরণ বার্তা। দেখানো হবে রেলের নানা পরিষেবামূলক অনুষ্ঠান৷ তবে মূল অংশ জুড়ে আসলে রেল নানা বাণিজ্যিক ভিজুয়াল দেখিয়ে আয় করতে চায়৷ রেল সূত্রে জানানো হয়েছে, যা যা ঘোষণা করা হয়, সেগুলিই টিভিতে দেখানো হবে। যেমন, টিকিট কেটে যাতায়াত করুন, রেল লাইন পারাপার করবেন না, কামরায় ধূমপান না করা, কামরায় মদ্যপান না করা, বেআইনি সামগ্রী রেলের কামরায় না বহন করা যাবতীয় প্রচার চলবে।
advertisement
Debasish Chakraborty
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 25, 2022 2:03 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Indian Railways: লোকাল ট্রেনেও এলইডি টিভি, সোমবার ব্যান্ডেল শাখার ট্রেনে যাত্রীরা মজে টেলিভিশনে