Indian Railways: শালিমার যেতে হবে না, হাওড়া থেকেই ছাড়বে করমন্ডল, ধৌলি! কখন ছাড়বে, কটায় পৌঁছবে? জানুন
- Reported by:Ranjan Chanda
- hyperlocal
- Published by:Shubhagata Dey
Last Updated:
Indian Railways: পুরী যাওয়ার জন্য ধৌলি এক্সপ্রেসের উপর নির্ভর করতেন বহু মানুষ। প্রতিদিন এই ট্রেনে ওড়িশা যাতায়াত করেন অনেকে। অন্যদিকে, চেন্নাই যাওয়ার জন্য ভরসা করতে হয় করমন্ডল এক্সপ্রেসের উপর। স্বাভাবিকভাবে এতে অনেকটাই সুবিধা হবে যাত্রীদের।
মেদিনীপুর: ঝামেলার দিন শেষ। ধৌলি এক্সপ্রেস কিংবা করমন্ডল এক্সপ্রেস ধরতে আর যেতে হবে না শালিমার স্টেশন। যাত্রীদের কথা মাথায় রেখে এবার পরিবর্তন করা হল ট্রেন ছাড়ার জায়গা। শালিমারের পরিবর্তে এবার এই দুটি ট্রেন ছাড়বে হাওড়া স্টেশন থেকে। ফিরে আসবে হাওড়াতে। নতুন বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে আপাতত এই দুটি ট্রেনের বোর্ডিং স্টেশন বদলানো হচ্ছে।
জানা গিয়েছে, এখন দক্ষিণ ভারতগামী বেশিরভাগ দূরপাল্লার ট্রেন ধরতে গেলে যেতে হয় সাঁতরাগাছি কিংবা শালিমার। হাওড়া থেকে বাস কিংবা গাড়িতে চেপে পৌঁছতে হত। সেক্ষেত্রে একদিকে যেমন অতিরিক্ত টাকা খরচ হত, তেমনই সময়ও লাগত বেশ কিছুটা। স্বাভাবিকভাবে সেই ঝঞ্ঝাট থেকে মুক্তি পেতে চলেছে যাত্রীরা।
আরও পড়ুনঃ একের পর এক চমক প্রস্তুত! রথে দিঘায় পর্যটকদের জন্য কী কী ‘দুর্দান্ত’ ব্যবস্থা থাকছে? জানলে খুশি হবেন
রেল সূত্রে জানা গিয়েছে, ১২৮২১ আপ ধৌলী এক্সপ্রেস শালিমারের বদলে সকাল ৯.১০ মিনিটে হাওড়া স্টেশন থেকে ছাড়বে। ফের ১২৮২২ ডাউন ট্রেন পৌঁছবে সন্ধ্যা ৭.৩০ মিনিটে। অন্যদিকে, চেন্নাইগামী ১২৮৪১ আপ করমণ্ডল একপ্রেস ছাড়বে বিকেল ৩.১০ মিনিটে, ডাউন ১২৮৪২ ট্রেন হাওড়া পৌঁছবে সকাল ১১’টায়। আগামী ২৫ অগাস্ট থেকে শুরু হচ্ছে এই পরিষেবা।
advertisement
advertisement
আরও পড়ুনঃ দমদম-মধ্যমগ্রাম-বিরাটি-বাগুইআটি এলাকার মানুষের জন্য বড় খবর! আহমেদাবাদ বিমান দুর্ঘটনার পর এবার বাড়ি-ফ্ল্যাট নিয়ে বিরাট সিদ্ধান্ত AAI-এর
রেল সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ-পূর্ব রেলওয়ে শাখায় অধিকাংশ দূরপাল্লার ট্রেন ছাড়ছে শালিমার থেকে। হাওড়া স্টেশনে অতিরিক্ত চাপ কমাতে এই সিদ্ধান্ত নিয়েছিল রেল কর্তৃপক্ষ। অবশেষে, যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে মাত্র দুটি ট্রেন ছাড়বে হাওড়া থেকে। ইতিমধ্যে রেলের একটি বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।
advertisement
প্রসঙ্গত, পুরী যাওয়ার জন্য ধৌলি এক্সপ্রেসের উপর নির্ভর করতেন বহু মানুষ। প্রতিদিন এই ট্রেনে ওড়িশা যাতায়াত করেন অনেকে। অন্যদিকে, চেন্নাই যাওয়ার জন্য ভরসা করতে হয় করমন্ডল এক্সপ্রেসের উপর। স্বাভাবিকভাবে এতে অনেকটাই সুবিধা হবে যাত্রীদের।
রঞ্জন চন্দ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jun 20, 2025 5:19 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Indian Railways: শালিমার যেতে হবে না, হাওড়া থেকেই ছাড়বে করমন্ডল, ধৌলি! কখন ছাড়বে, কটায় পৌঁছবে? জানুন










