Digha Rath Yatra 2025: একের পর এক চমক প্রস্তুত! রথে দিঘায় পর্যটকদের জন্য কী কী 'দুর্দান্ত' ব্যবস্থা থাকছে? জানলে খুশি হবেন
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:Saikat Shee
Last Updated:
Digha Rath Yatra 2025: দিঘায় রথযাত্রার চূড়ান্ত প্রস্তুতি। সুষ্ঠু ও নির্বিঘ্নে রথ পরিচালনা করতে মোতায়েন থাকবে তিন হাজার বাহিনী। ভক্তদের জন্য শুকনো প্রসাদের ব্যবস্থা।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
*জগন্নাথ ভক্তদের মতে, রথের রশি স্পর্শ করলে পূর্ণ অর্জন হয়। তাই দিঘার রথে যে বিপুল জনসমাগম হবে ইতিমধ্যে নবান্নের বৈঠক থেকে তার আভাস দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই মন্দিরের ভেতরে দর্শনার্থীদের জন্য তৈরি করা হবে বাঁশের ব্যারিকেড। মূল গেট দিয়ে প্রবেশ করে দর্শনার্থীদের ৬ এবং ৭ নম্বর গেট দিয়ে বেরানোর ব্যবস্থা করা হবে।
advertisement
*বৈঠক শেষে মন্ত্রী জানান,'স্বাস্থ্য দফতরের তরফ থেকে জগন্নাথ মন্দির থেকে মাসির বাড়ি পর্যন্ত থাকবে বেশ কয়েকটি মেডিক্যাল ক্যাম্প। সেখানে চিকিৎসকদের পাশাপাশি রাখা হবে প্রাথমিক চিকিৎসার জন্য ঔষধপত্র। দশটির বেশি দমকল এবং অ্যাম্বুলেন্স থাকবে রথযাত্রার সময়। এছাড়াও সকলে যাতে রশিতে স্পর্শ করতে পারে সেজন্য দীর্ঘ এক কিলোমিটার বিছানো থাকবে রথের রশি। গোটা রথযাত্রার সময় নিরাপত্তার জন্য মোতায়েন করা হবে প্রায় তিন হাজার ফোর্স।'