Indian Railways: সর্বনাশ! ভরা হাসনাবাদ লোকালে হঠাৎ উঠে পড়ল এ কোন প্রাণী! সিঁটিয়ে গেল যাত্রীরা, পরের স্টেশন আসতেই হাসছে সকলে! কেন জানেন?
- Published by:Sudip Paul
- hyperlocal
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
Indian Railways: হাসনাবাদ লোকালে 'বিশেষ যাত্রী'! ট্রেনে চড়ে ঘুরে বেড়াচ্ছে হনুমান! হাসনাবাদ লোকাল ট্রেনের প্রতিদিনের চেনা যাত্রীদের ভিড়ে এবার দেখা গেল এক অচেনা অথচ মন কেড়ে নেওয়া সওয়ারিকে—এক হনুমান।
উত্তর ২৪ পরগণা: হাসনাবাদ লোকালে ‘বিশেষ যাত্রী’! ট্রেনে চড়ে ঘুরে বেড়াচ্ছে হনুমান! হাসনাবাদ লোকাল ট্রেনের প্রতিদিনের চেনা যাত্রীদের ভিড়ে এবার দেখা গেল এক অচেনা অথচ মন কেড়ে নেওয়া সওয়ারিকে—এক হনুমান। একেবারে গেটের পাশে গম্ভীর মুখে বসে, যেন সে-ও অফিস যাচ্ছেন নিজের রুটিন মেনে! এই চমকপ্রদ দৃশ্য ক্যামেরাবন্দি করেছেন ট্রেনের অন্যান্য যাত্রীরা, আর মুহূর্তেই ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।
কিছুদিন আগেই এই হনুমানকে দেখা গিয়েছিল টাকি রোডে এক বাইকের পেছনে দিব্যি বসে ঘুরতে। তারও আগে আহত অবস্থায় ঢুকে পড়েছিল একটি ওষুধের দোকানে, যেন নিজেই চিকিৎসা নিতে এসেছিল! এবার তার ‘ভ্রমণের ডায়েরি’-তে যুক্ত হল লোকাল ট্রেন ভ্রমণও। চলন্ত ট্রেনেই যাত্রীদের সঙ্গে চট করে বন্ধুত্ব করে নেয় সে। কেউ কেউ তাকে আদর করে “বন্ধু” বলে ডাকতেও শোনা গেছে। কেউ আবার হাসতে হাসতে বলছেন, “আর একটু বস বন্ধু, এখনও তো স্টেশন আসেনি!”
advertisement

advertisement
মজার বিষয়, যেন যাত্রীদের কথা সে বুঝতে পারে। স্টেশন এলে তবেই লাফ দিয়ে ট্রেন থেকে নেমে যায়—একদম অভিজ্ঞ লোকাল ট্রেন যাত্রীর মতো! এমনই নিখুঁত যাতায়াত দেখে নেটিজেনরা বলছেন,”এত স্মার্ট হনুমান আগে দেখিনি!” অনেকেই মজা করে মন্তব্য করছেন,”লোকাল ট্রেনের এখন এক নতুন নিয়মিত যাত্রী আছে!” প্রতিদিনকার কোলাহলে এমন ঘটনা একফালি আনন্দ এনে দিয়েছে নেটপাড়ায়। হাসনাবাদ লোকালের এই ‘ভিআইপি সওয়ার’ এখন সকলের নজরকাড়া তারকা। এবার দেখার, সে আবার কোথায়,কী চমকে দেয়!
advertisement
জুলফিকার মোল্যা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 24, 2025 8:24 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Indian Railways: সর্বনাশ! ভরা হাসনাবাদ লোকালে হঠাৎ উঠে পড়ল এ কোন প্রাণী! সিঁটিয়ে গেল যাত্রীরা, পরের স্টেশন আসতেই হাসছে সকলে! কেন জানেন?