Rishabh Pant: ভাঙা পায়ে হাফ সেঞ্চুরি পন্থের, ৩৫৮-য় শেষ ভারতের প্রথম ইনিংস

Last Updated:

IND vs ENG 4th Test: ম্যাঞ্চেস্টার টেস্টের দ্বিতীয় দিনে ভারতের প্রথম ইনিংস শেষ হল ৩৫৮ রানে। দ্বিতীয় দিনে ভারতীয় দলের ব্যাটারা বড় স্কোর করতে করতে না পারলেও প্রাপ্তি বলতে ভাঙা পায়ে ঋষভ পন্থের হাফ সেঞ্চুরি।

(Photo-AP)
(Photo-AP)
ম্যাঞ্চেস্টার টেস্টের দ্বিতীয় দিনে ভারতের প্রথম ইনিংস শেষ হল ৩৫৮ রানে। দ্বিতীয় দিনে ভারতীয় দলের ব্যাটারা বড় স্কোর করতে করতে না পারলেও প্রাপ্তি বলতে ভাঙা পায়ে ঋষভ পন্থের হাফ সেঞ্চুরি। প্রথম দিনে চোট পাওয়ার পর দ্বিতীয় দিনে পন্থ ব্যাটিংয়ে নামবেন কেউ ভাবতেই পারেননি। কিন্তু পন্থ মাঠে নামতেই পুরো ম্যাঞ্চেস্টার স্টেডিয়াম দাঁড়িয়ে হাততালি স্বাগত জানান।
ম্যাচের প্রথম দিন রিভার্স সুইপ মারতে যান তারকা ব্যাটার। তারপরেই দেখা যায়, পা ফুলে গিয়েছে তাঁর। পায়ে হেঁটে মাঠ ছাড়ার ক্ষমতাটুকুও ছিল না পন্থের। গাড়িতে করে বের করে নিয়ে যাওয়া হয় তাঁকে। ক্রিস ওক্‌সের ফুল লেংথের বল রিভার্স সুইপ মারতে গিয়েছিলেন ঋষভ। ব্যাটে হালকা ছুঁয়ে বল গিয়ে লাগে তাঁর ডান পায়ের পাতায়। এলবিডব্লিউয়ের জন্য আবেদন করে ইংল‌্যান্ড। ভারতীয় সমর্থকরা তখন উইকেট হারানোর অশনি সঙ্কেত দেখছেন। আম্পায়ার আউট দেননি। রিভিউ নিলে দেখা যায়, বল তাঁর ব‌্যাটে লেগে তার পরে জুতোয় আঘাত করেছে।
advertisement
দ্বিতীয় দিনের সকালে জানা যায় ৬ সপ্তাহ মাঠের বাইরে পন্থকে থাকতে হবে বলে জানা যায়। দ্বিতীয় দিনে দলের স্বার্থে পন্থ মাঠে নামার পরই বোঝা যাচ্ছিল অস্বস্তিতে রয়েছেন তিনি। তারপরও ৫৪ রানের ইনিংস খেলেন তিনি। চোটের কারণেই জোফ্রা আর্চারের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন পন্থ। কিন্তু দলের স্বার্থে যেভাবে লড়াকু মানসীকতা দেখিয়েছেন পন্থ তা কুর্নিশ যোগ্য।
advertisement
advertisement
প্রসঙ্গত, প্রথম ইনিংসে ভারতীয় দলের ৩৫৮ রানের ইনিংসে ৩ জন প্লেয়ার হাফ সেঞ্চুরি করেন। সর্বোচ্চ ৬১ রানের ইনিংস খেলেন সাই সুদর্শন। এছাড়া ৫৮ করেন যশস্বী জয়সওয়াল, ৫৪ করেন পন্থ। ৪১ রান করেন শার্দুল ঠাকুর। ইংল্যান্ডের সর্বোচ্চ ৫টি উইকেট নেন বেন স্টোকস। এছাড়া ৩টি উইকেট নেন জোফ্রা আর্চার, একটি করে উইকেট নেন ক্রিস ওকস, লিয়াম ডসন।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Rishabh Pant: ভাঙা পায়ে হাফ সেঞ্চুরি পন্থের, ৩৫৮-য় শেষ ভারতের প্রথম ইনিংস
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement