বীরভূমে চলন্ত ট্রেন থেকে পড়ে গুরুতর জখম মালদহের যাত্রী, ভর্তি সিউড়ির হাসপাতালে
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:Sudipta Garain
Last Updated:
চলন্ত ট্রেন থেকে পড়ে গুরুতর জখম মালদহের জয়দেব সূত্রধর। খয়রাশোলের পাঁচড়া রেলগেটের কাছে ঘটে বিপত্তি, সিউড়ি হাসপাতালে ভর্তি আহত ব্যক্তি।
সিউড়ি, বীরভূম, সুদীপ্ত গড়াই: এক হৃদয়বিদারক দুর্ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে খয়রাশোল এলাকায়। চলন্ত ট্রেন থেকে পড়ে গুরুতর জখম হলেন মালদহের গাজলের বাসিন্দা জয়দেব সূত্রধর। পুলিশ সূত্রে জানা গেছে, কর্মসূত্রে চেন্নাই যাচ্ছিলেন তিনি। পথে খয়রাশোল থানার অন্তর্গত পাঁচড়া রেলগেটের কাছে হঠাৎই চলন্ত ট্রেন থেকে পড়ে যান ওই ব্যক্তি।
ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ছুটে এসে পুলিশকে খবর দেন। দ্রুত খয়রাশোল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত জয়দেব সূত্রধরকে উদ্ধার করে দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করে। প্রাথমিক চিকিৎসার পর তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে সিউড়ি সুপার স্পেশ্যালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
advertisement
advertisement
ডাক্তারদের মতে, জয়দেববাবুর মাথায় গুরুতর আঘাত লেগেছে। পাশাপাশি হাত-পা এবং শরীরের বিভিন্ন অংশে আঘাত রয়েছে। পুলিশ সূত্রে প্রাথমিক অনুমান, ট্রেনের দরজার কাছে দাঁড়িয়ে থাকার সময় হঠাৎ ভারসাম্য হারিয়ে পড়ে যান জয়দেব সূত্রধর। ঘটনার সঠিক কারণ জানতে রেল পুলিশ ও খয়রাশোল থানার যৌথ তদন্ত শুরু হয়েছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
advertisement
স্থানীয়দের মধ্যে এই দুর্ঘটনা নিয়ে উদ্বেগের পাশাপাশি প্রশ্ন উঠেছে, রেলযাত্রীদের নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি নিয়েও। নিত্যযাত্রীরা বলছেন, ট্রেনের দরজা বন্ধ না থাকার কারণে এমন দুর্ঘটনার সম্ভাবনা থেকেই যায়। রেল প্রশাসনের তরফে অবশ্য এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Birbhum,West Bengal
First Published :
November 08, 2025 12:26 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বীরভূমে চলন্ত ট্রেন থেকে পড়ে গুরুতর জখম মালদহের যাত্রী, ভর্তি সিউড়ির হাসপাতালে

