Indian Railways: পূর্ব রেলওয়ের বিভিন্ন ট্রেন থেকে উদ্ধার ১৭৩ বোতল বিদেশি মদ! দাম জানতে চোখ কপালে উঠবে
- Published by:Pooja Basu
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
উৎসবের মরসুমে রেল পথে একাধিক ব্যক্তি দুষ্কর্ম করতে পারে। এমন আশঙ্কার কথা বারবার শোনা যাচ্ছিল। এই পরিস্থিতির কথা মাথায় রেখে বিভিন্ন রেল স্টেশনে জোরদার অভিযান চালানো হয়।
কলকাতা: চলমান “অপারেশন সতর্ক”-এর অধীনে একটি বড় সাফল্যে, পূর্ব রেলওয়ের হাওড়া, আসানসোল এবং মালদা ডিভিশনের রেলওয়ে সুরক্ষা বাহিনী (RPF) সমন্বিত তল্লাশি ও অভিযান পরিচালনা করে, যার ফলে বোলপুর, বামনগাছি, আসানসোল, জামালপুর এবং ভাগলপুর রেলওয়ে স্টেশন এবং স্টেশন প্রাঙ্গণ থেকে পাঁচজন ব্যক্তিকে গ্রেফতার করা হয় এবং ৪৬,০০,০০০/- টাকা এবং ১৭৩ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয় যার মূল্য ৩৯,১৪০/- টাকা।
এই অভিযানে, এক জনকে নগদ টাকা সহ গ্রেফতার করা হয়েছে। বোলপুর স্টেশনে ১৯,০০,০০০/- টাকা, বামনগাছি স্টেশনে নগদ ২৭,০০,০০০/- টাকা সহ ১ জনকে গ্রেফতার, বামনগাছিতে ৯২৪০/- টাকা মূল্যের ৫৩ বোতল বিদেশি মদ সহ ১ জনকে গ্রেফতার, আসানসোলে ৯৩৬০/- টাকা মূল্যের ৫৪ বোতল বিদেশি মদ সহ ১ জনকে গ্রেফতার, জামালপুর রেলওয়ে স্টেশনে ১২৬৩০/- টাকা মূল্যের ৪৯ বোতল বিদেশি মদ সহ ১ জনকে গ্রেফতার এবং ভাগলপুর রেলওয়ে স্টেশনে ৭৯১০/- টাকা মূল্যের ১৭ বোতল বিদেশি মদ বেওয়ারিশ হিসেবে উদ্ধার করা হয়েছে।
advertisement
আরও পড়ুনBest Schools: এই ৫টি স্কুল থেকে পাশ করলেই সোজা IIT, AIIMS-এ পড়ার হাতছানি, অ্যাডমিশন পাওয়া আরও সহজ
advertisement
প্রয়োজনীয় আইনি ব্যবস্থার জন্য গ্রেফতারকৃত ব্যক্তিদের সংশ্লিষ্ট আবগারি বিভাগ/জিআরপিএস-এর কাছে হস্তান্তর করা হয়েছে। উদ্ধার হওয়া নগদ আরও তদন্ত এবং পরবর্তী পদক্ষেপের জন্য আয়কর বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।রেল রক্ষী বাহিনীর শীর্ষ আধিকারিকরা জানাচ্ছেন, এই সফল অভিযানটি রেলওয়ে প্রাঙ্গণের নিরাপত্তা, সুরক্ষা এবং বৈধ ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি পূর্ব রেলওয়ের অধীনে ট্রেন এবং স্টেশনগুলিতে অবৈধ কার্যকলাপ প্রতিরোধে RPF কর্মীদের সতর্কতা এবং প্রতিশ্রুতিকে তুলে ধরে।

advertisement
উৎসবের মরসুমে রেল পথে একাধিক ব্যক্তি দুষ্কর্ম করতে পারে। এমন আশঙ্কার কথা বারবার শোনা যাচ্ছিল। এই পরিস্থিতির কথা মাথায় রেখে বিভিন্ন রেল স্টেশনে জোরদার অভিযান চালানো হয়। তার পরিপ্রেক্ষিতেই বিভিন্ন দুষ্কৃতীদের গ্রেফতার করা সম্ভব হয়েছে। রেল জানাচ্ছে অন বোর্ড চেকিং তারা বাড়িয়েছে। এছাড়া বিভিন্ন স্টেশনে যথাযথ নজর রাখা হচ্ছে। সিসি ক্যামেরা মনিটরিং বাড়ানো হয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 14, 2025 9:18 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Indian Railways: পূর্ব রেলওয়ের বিভিন্ন ট্রেন থেকে উদ্ধার ১৭৩ বোতল বিদেশি মদ! দাম জানতে চোখ কপালে উঠবে