Indian Farmer Crisis: বেশি ফলনে বিপদ, গোলাপ-রজনীগন্ধার দাপটে চোখে জল এই ফুল চাষিদের

Last Updated:

শীতকালে বিভিন্ন অনুষ্ঠান হলেও তাতে গাঁদাফুলের থেকে রজনীগন্ধা, গোলাপ সহ অন্যান্য ফুলের চাহিদা বেশি থাকে

+
গাঁদা

গাঁদা ফুল

উত্তর ২৪ পরগনা: ফলন কম হলে মাথায় হাত পড়ে চাষিরা। আবার একটু বেশি ফলন হয়ে গেলে তার যন্ত্রণা যে কী সেটা ভালই টের পাচ্ছে ঠাকুরনগর, গোবরডাঙার ফুল চাষিরা। প্রত্যেকের ক্ষেতে লাল-হলুদ থোকা থোকা গাঁদা ফুল ফুটে আছে। কিন্তু চাহিদার অভাবে একদম তলানিতে দাম। ফলে বেজায় মন খারাপ এই ফুল চাষিদের। এই পরিস্থিতি থেকে উদ্ধার পেতে তাঁরা এখন কায়মনোবাক্যে চাইছেন দ্রুত শীতটা চলে যাক। গরম পড়লেই হাল ফিরবে বলে এই চাষিদের বিশ্বাস।
শীতকালে বিভিন্ন অনুষ্ঠান হলেও তাতে গাঁদা ফুলের থেকে রজনীগন্ধা, গোলাপ সহ অন্যান্য ফুলের চাহিদা বেশি থাকে। বিয়ের ডেকরেশনে গাঁদা ফুল লাগে, কিন্তু ততটাও নয়। মাঝে আবার মল মাস চলায় বিয়ের অনুষ্ঠান বন্ধ ছিল। ফলে আরওই কমে গিয়েছিল গাঁদা ফুলের চাহিদা। উত্তর ২৪ পরগনার ঠাকুরনগর, গোবরডাঙা এলাকায় লাইন দিয়ে গাঁদাফুল চাষ হয়। এ বছর ফলন অত্যন্ত ভাল হয়েছে, তাতেই দাম আরও কমেছে। ঠিকমত দাম না পাওয়ায় বিপাকে পড়েছেন এই কৃষকরা।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
এই অবস্থায় গরম পড়লেই গাঁদাফুলের চাহিদা আরও অনেকটাই বেড়ে যাবে বলে জানিয়েছেন এই ফুল চাষিরা। কারণ গরমকালে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান বেশি হয়। আর তাতে ফুল বেশি করে লাগে। তাছাড়া গরমের সময় অন্যান্য ফুল ততটা পাওয়া যায় না। সেই ঘাটতি পূরণ করতে হয় গাঁদাফুল দিয়েই। ফলে স্বাভাবিক নিয়মে চাহিদা বাড়লেই গাঁদাফুলের দর উঠবে বলে আশায় বুক বেঁধে আছেন এই চাষিরা।
advertisement
রুদ্রনারায়ণ রায়
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Indian Farmer Crisis: বেশি ফলনে বিপদ, গোলাপ-রজনীগন্ধার দাপটে চোখে জল এই ফুল চাষিদের
Next Article
advertisement
West Bengal Weather Update: সপ্তাহান্তে উত্তরে বৃষ্টি, দক্ষিণে ছিটেফোঁটা বর্ষণের পূর্বাভাস
সপ্তাহান্তে উত্তরে বৃষ্টি, দক্ষিণে ছিটেফোঁটা বর্ষণের পূর্বাভাস
  • সপ্তাহান্তে উত্তরে বৃষ্টি

  • দক্ষিণে ছিটেফোঁটা বর্ষণের পূর্বাভাস

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement