Local Cricketer: ভারতীয় দলের ভবিষ্যৎ স্পিডস্টার বেড়ে উঠছে বসিরহাটে!

Last Updated:

বসিরহাটের বাদুড়িয়ার কানুপুর গ্রামে বাড়ি রোহিত মণ্ডলের। বাবা মহাসিন মণ্ডল পেশায় রাজমিস্ত্রি, মা মমতাজ বিবি অন্যের বাড়িতে পরিচারিকার কাজ করেন

+
১৫

১৫ বছরেই বোলিং-এ ১৩০ গতির ঝড বসিরহাটের কিশোরের

উত্তর ২৪ পরগনা: বসিরহাটের রোহিত মণ্ডল কি ভারতীয় দলের ভবিষ্যৎ স্পিডস্টার? ১৫ বছর বয়সেই ঘণ্টায় ১৩০ কিলোমিটার গতিতে ঝড় তুলছে সে। রোহিতের স্বপ্ন ভারতীয় দলে খেলা।
বসিরহাটের বাদুড়িয়ার কানুপুর গ্রামে বাড়ি রোহিত মণ্ডলের। বাবা মহাসিন মণ্ডল পেশায় রাজমিস্ত্রি, মা মমতাজ বিবি অন্যের বাড়িতে পরিচারিকার কাজ করেন। রুটি-রুজির টানে বাবা-মা দু’জনেই দিল্লিতে পরীযায়ী শ্রমিক হিসাবে কাজ করেন। নুন আনতে পান্তা ফুরোয় পরিবারের। পাঁচ বছর বয়সে বাবা-মায়ের সঙ্গে দিল্লিতে গিয়েছিল রোহিত। সেখানে ক্রিকেট খেলা দেখে তার ভালবাসায় পড়ে যায় রোহিত।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
এভাবেই অদম্য ইচ্ছা শক্তি ও পরিশ্রমের ফলে রোহিত দিল্লিতে স্থানীয় ক্লাবে এক কোচের নজরে পড়েন। সেখানে ভাল খেলে পঞ্জাব, হরিয়ানা সহ একাধিক রাজ্যে খেলেছে। এর পর সিএবি-এর অধীনে অনূর্ধ্ব ১৩ স্তরে তেঘরিয়া ক্লাবে খেলছে। দ্বিতীয় ডিভিশনের ক্লাব সেন্ট্রাল ক্যালকাটা ক্লাবের হয়ে খেলছে। মাত্র ১৫ বছর বয়সে রোহিতের আগুনে বোলিং-এর প্রশংসায় মুগ্ধ কোচেরাও। শুধু বোলিং নয়, আগুনে বোলিং-এর পাশাপাশি মিডিল অর্ডারে ঝোড়ে ব্যাটিংও করতে পারে। গরিবির সঙ্গে লড়াই করে বড় হ‌ওয়া রোহিতের এখন লক্ষ্য বাংলার রঞ্জি দলে সুযোগ পাওয়া। তারপর ধাপে ধাপে জাতীয় দলে সুযোগ পেতে চায়।
advertisement
জুলফিকার মোল্লা
বাংলা খবর/ খবর/খেলা/
Local Cricketer: ভারতীয় দলের ভবিষ্যৎ স্পিডস্টার বেড়ে উঠছে বসিরহাটে!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement