Indian Cork Plant : পতিত জমি থেকে হবে ব্যাপক লাভ! সার ছাড়া চাষেই প্রতিদিন হাজার হাজার টাকা আয়
- Published by:Nayan Ghosh
- hyperlocal
- Reported by:Nawab Ayatulla Mallick
Last Updated:
Indian Cork Plant : আপনার হয়ত শোলার কাজের সম্পর্কে খুব একটা ধারণা নেই। কিন্তু আপনার অগভীর পতিত জমি রয়েছে। তাহলে শোলাচাষ করে বিক্রি করতে পারবেন আপনি। পুজোর সময় এই শোলার চাহিদা থাকে আকাশছোঁয়া।
মন্দিরবাজার, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: আপনার অগভীর পতিত জমি রয়েছে। তাহলে শোলাচাষ করে বিক্রি করতে পারবেন আপনি। পুজোর সময় এই শোলার চাহিদা থাকে আকাশছোঁয়া। শোলার কাজ না জানলেও, শুধু শোলাগাছ লাগিয়ে বাজারে বিক্রি করতে পারবেন আপনি। এই শোলা গাছের জন্য সার দেওয়ার প্রয়োজনও নেই। খরচ খুব কম। শুধু গাছ সঠিক সময়ে লাগিয়ে সেটি তুলে এনে শুকনো করতে হবে।
এই শুকনো পর সেগুলি টুকরো টুকরো করে কেটে বিক্রি করা যাবে। ছোট ছোট টুকরোর দাম থাকে ২ টাকা থেকে ৩ টাকা। ফলে এই রকম টুকরো করে প্রতিদিন ১ হাজার থেকে ২ হাজার টাকা উপার্জন করা কোনোও ব্যাপার নয়। বেশি পরিমাণে বিক্রি করলে আরও লাভ হবে। আর যদি আপনি সামান্য কাজ শিখে নেন, তাহলে আপনি সেগুলি ছোট ছোট ক্যাপ আকারে তৈরি করতে পারবেন। সেই এক একটি ক্যাপের দাম থাকে ৮ টাকা। ফলে লাভ একটু বেশি হয়।
advertisement
আরও পড়ুন : অতিথিদের ভিড়ে জমে উঠেছিল আসর, কিন্তু শেষ মুহূর্তে সব উল্টে দিল কনে! নাবালিকার কাণ্ড অবাক করবে
শোলার কাজের জন্য অনেকগুলি প্রক্রিয়া ধাপে ধাপে পার করতে হয়। তার মধ্যে প্রথম হচ্ছে এই কাজ। এই কাজের জন্য শোলার কাজ না জানলেও চলে। খরচ একেবারে নেই। শুধু অগভীর জমি, যেখানে চাষ হয়না, সেখানে এই গাছ চাষ করা যায়। বাণিজ্যকভাবে অনেকজমিতে চাষ করলেও সমস্যা নেই। এই গাছ কেটে এনে শুকনো করতে হয়।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এরপর সেই শুকনো শোলাগাছের নরম কান্ডের অংশ থেকে ছুরি দিয়ে পাতলা করে কেটে শোলা তুলতে হয়। এরপর সেগুলিকে বাজারে নিয়ে যাওয়া হয়। তারপর সেখান থেকে কিনে শিল্পীরা কাজ করেন। ফলে সমস্ত কিছু করার আগে শোলা কেটে প্রস্তুত করা খুবই জরুরি। এই কাজ করে লাভ করতে পারবেন আপনিও।
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
September 11, 2025 2:46 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Indian Cork Plant : পতিত জমি থেকে হবে ব্যাপক লাভ! সার ছাড়া চাষেই প্রতিদিন হাজার হাজার টাকা আয়