Child Marriage : অতিথিদের ভিড়ে জমে উঠেছিল আসর, কিন্তু শেষ মুহূর্তে সব উল্টে দিল কনে! নাবালিকার কাণ্ড অবাক করবে
- Published by:Nayan Ghosh
- hyperlocal
- Reported by:Jiam Momin
Last Updated:
Child Marriage : পড়াশোনার কাতর আর্জি জানিয়ে বিয়ের আসর থেকে পালিয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকার বাড়িতে হাজির ছাত্রী। ছাত্রীর আর্জিতে সাড়া দিয়ে প্রশাসনকে জানিয়ে বিয়ে রুখলেন প্রধান শিক্ষিকা।
advertisement
advertisement
বিয়ে হওয়ার কথা ছিল এদিন তার। বিয়ের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন বরযাত্রী থেকে গ্রামবাসীরা। চলছিল অতিথিদের আপ্যায়ন। এরই মধ্যে সুযোগ বুঝে বিয়ের আসর থেকে পালায় কনে। তবে কোনও ছেলে বা প্রেমিকা নয়, নিজের বান্ধবীদের সঙ্গে করে গ্রামের স্থানীয় বাসিন্দা স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকার বাড়িতে হাজির হয় ষোড়শী ওই ছাত্রী। (ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
advertisement
advertisement
advertisement
গত ৩ সেপ্টেম্বর ঘরোয়া ভাবে মেয়েটির বিয়ের আয়োজন করা হয়েছিল। ওই দিন সন্ধেয় রতুয়ার বাসিন্দা দিনমজুর পাত্র বরযাত্রী নিয়ে হাজিরও হয়। তবে মেয়েটির লড়াকু মানসিকতার কারণে বন্ধ হয়ে যায় বিয়ে। নিজের বিয়ে নিজেই রুখে দেয় সে। তার এমন সাহসিকতা প্রশংসনীয় বলে জানান মহারাজপুর কেফাতুল্লাহ হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা নবিদা অঞ্জুম। (ছবি ও তথ্য: জিএম মোমিন)