India Bangladesh Relation: সবচেয়ে প্রিয় খাবারটাই কি এবার খেতে পারবে না বাংলাদেশ! কোন খাবার? ভারত যা করল, শুনে চমকে উঠবেন!

Last Updated:

India Bangladesh Relation: এবার কী করবে বাংলাদেশ? ওপারের সবচেয়ে প্রিয় খাবারের রফতানিতে এবার টান! কী করল ভারত জানুন

+
মহম্মদ

মহম্মদ ইউনূস

দক্ষিণ ২৪ পরগনা: এবার বাংলাদেশের অশান্তির ঘটনায় ওপার বাংলায় শুঁটকি রফতানিতে দেখা দিল সমস্যা। বাংলাদেশের একটা বড় অংশের মানুষ এই শুঁটকি মাছ খেয়ে থাকেন। সেই শুঁটকি মাছ রফতানিতে দেখা দিয়েছে সমস্যা।‌
শীত পড়তেই জোরকদমে শুরু হয়েছে শুঁটকি মাছ তৈরির কাজ। বাংলা থেকে এই শুঁটকি মাছ যায় অসম, ত্রিপুরা-সহ দেশের মধ্যে একাধিক রাজ্যে‌, সেই সঙ্গে বিপুল পরিমাণে শুঁটকি মাছ যায় বাংলাদেশেও।
আরও পড়ুন: ঠান্ডা কি আর পড়বে না? ৭ জেলায় বৃষ্টির পূর্বাভাস, শীতের কাঁপুনি কবে থেকে? আবহাওয়ার বড় খবর
সেখানে শুঁটকির ভাল চাহিদা রয়েছে। তবে এবছর বড় পাইকারি ব্যবসায়ীরা যারা বাংলাদেশে মাছ রফতানি করেন তারা মাছ নিতে চাইছেন না, অনেকে কম দাম বলছেন। ফলে সমস্যা দেখা দিয়েছে। এই সমস্যার কথা জানিয়েছেন শুঁটকি মাছ প্রস্তুতকারক সঞ্জীব দাস।
advertisement
advertisement
আরও পড়ুন: বড়দিনে দিঘার সৈকতে উপচে পড়া ভিড়ের মাঝে এসব কী হচ্ছে? সন্দেহ হতেই পুলিশ যা ব্যবস্থা করল! অবিশ্বাস্য…
বছরের এই কয়েকটা মাস এই শুঁটকি প্রস্তত করা হয়। সেখানে দাম কম পেলে মৎস্যজীবীরা ক্ষতির মুখে পড়তে পারেন বলে জানিয়েছেন এক মৎস্যজীবী অমিও দাস। এই শুঁটকি মাছ প্রস্তত ও বিক্রি করে অনেক পরিবারের সংসার চলে যায়।
advertisement
সেখানে এবছরের পরিস্থিতি খুব একটা ভাল নয় বলে আশঙ্কা করছেন অনেক মৎস্যজীবী। এমনিতেই এবছর সামুদ্রিক মাছের সংকট রয়েছে। ফলে শুঁটকি মাছ তৈরিতে সমস্যা হচ্ছে। তার উপর প্রস্তুত করার পর শুঁটকি বিক্রি না হলে খুবই সমস্যা হবে বলে জানিয়েছেন মৎস্যজীবীরা।
নবাব মল্লিক
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
India Bangladesh Relation: সবচেয়ে প্রিয় খাবারটাই কি এবার খেতে পারবে না বাংলাদেশ! কোন খাবার? ভারত যা করল, শুনে চমকে উঠবেন!
Next Article
advertisement
Purba Bardhaman News: 'ছায়াশত্রু' কারা? বিতর্কিত মন্তব্যের পর তৃণমূলে ঝড়, ব্যাখ্যা দিলেন জেলা সভাপতি রবীন্দ্রনাথ
'ছায়াশত্রু' কারা? বিতর্কিত মন্তব্যে তৃণমূলে ঝড়, ব্যাখ্যা দিলেন জেলা সভাপতি রবীন্দ্রনাথ
  • এবার 'ছায়া' শত্রুর নাম সামনে আনলেন পূর্ব বর্ধমান জেলার তৃণমূলে কংগ্রেসের  সভাপতি  রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। বর্ধমানে দলের বিজয়া সম্মেলনে তিনি বলেছিলেন, 'এখন লড়াই বাম আমলের থেকেও কঠিন। এখন ছায়ার সঙ্গে যুদ্ধ করতে হচ্ছে।'

VIEW MORE
advertisement
advertisement