Digha: বড়দিনে দিঘার সৈকতে উপচে পড়া ভিড়ের মাঝে এসব কী হচ্ছে? সন্দেহ হতেই পুলিশ যা ব্যবস্থা করল! অবিশ্বাস্য...
- Published by:Raima Chakraborty
- hyperlocal
- Reported by:Saikat Shee
Last Updated:
Digha: বড়দিনের ছুটির আনন্দের মেজাজে মেতে উঠেছে সৈকত সুন্দরী দিঘা। সেখানেই পুলিশ যা ব্যবস্থা করল ভাবতে পারবেন না।
বড়দিনে দিঘায় উঠছে পড়া ভিড়, সতর্ক প্রশাসন। জমজমাট বড়দিনের সৈকত নগরী। দেদার খাওয়া দাওয়া সেলফি আড্ডা সঙ্গে সমুদ্র স্নান। পিকনিকের মুডে মেতে উঠেছেন পর্যটক। বড়দিনে ওল্ড দিঘা নিউ দিঘা-সহ সমস্ত ঘাটে প্রচুর পরিমাণে পর্যটক ভিড় জমিয়েছেন।
advertisement
পর্যটকদের নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থার করা হয়েছে। কোনও রকম যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য প্রস্তুত রয়েছে দিঘা পুলিশ প্রশাসন-সহ নুলিয়ারাও। সমুদ্র স্নানে নেমে যাতে কোনও রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য নজরদারিও চালানো হচ্ছে।
advertisement
বড়দিনের আগেই শীত উধাও দিঘায়। ঠাণ্ডা না থাকলেও শীতের আমেজ বিরাজ করছে। বড়দিনের ছুটি পর্যটকদের কাছে বাড়তি পাওনা। প্রত্যাশ মতোই পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন সমুদ্র সৈকত পর্যটন কেন্দ্রগুলিতে কার্যত মানুষের ঢল নেমেছে। সপ্তাহের শুরু থেকেই দিঘায় বহু সংখ্যক পর্যটকেরা এসেছেন।দিঘার বিভিন্ন হোটেল রিসর্টে তিল ধারণের স্থান নেই! বড়দিনের ছুটির আনন্দের মেজাজে মেতে উঠেছে সৈকত সুন্দরী দিঘা। আবহাওয়া কিছুটা খারাপ হলেও তাতে বিন্দুমাত্র বড়দিনের উৎসব আনন্দে ভাটা পড়েনি। বরং খারাপ আবহাওয়াকে তুড়ি মেরে বড়দিনে জমজমাট দিঘা।
advertisement
বড়দিনের ছুটি মানে পর্যটকদের পছন্দের জায়গা দিঘা, শংকরপুর, তাজপুর ও মন্দারমণির সমুদ্র সৈকতে। বড়দিনকে কেন্দ্র করে সেজে উঠেছে গোটা সৈকত নগরী। সেই সঙ্গে বড়দিনের ছুটি আনন্দে অনেকে ঝাউ জঙ্গলের পিকনিকের আনন্দে মেতে উঠেছেন। কয়েক লক্ষ মানুষের সমাগম ঘটেছে দিঘার সৈকতে বলে প্রশাসন সূত্রের খবর।
advertisement
এই ভিড়কে কেন্দ্র করে জেলা প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পাশাপাশি বাড়তি পুলিশ নিয়োগ করা হয়েছে। সেই সাথে স্নান ঘাট গুলিতে ওয়াচ টাওয়ার থেকে নজরদারির পাশাপাশি সাদা পোশাকে বেশ পুলিশ নিয়োগ করা হয়েছে পর্যটকদের নিরাপত্তার স্বার্থে।
advertisement
প্রসঙ্গত ইয়াস পরবর্তী সময়ে নতুন করে সেজে ওঠা দিঘার রূপ সৌন্দর্য আরও বেশি করে পর্যটকদের আকর্ষিত করেছে। দিঘায় পর্যটকের সংখ্যা উত্তরোত্তর বাড়ছে। চলতি বছরের বিভিন্ন উৎসব ও ছুটির মরশুমে দিঘা সমুদ্র সৈকতে পর্যটকদের ঢল লক্ষ্য করা গিয়েছিল।
advertisement