India Pakistan Bangladesh: ভারত পাকিস্তান তুমুল সংঘর্ষে কড়া নজরে বাংলাদেশ সীমান্ত! কী বলছেন সীমান্তের বাসিন্দারা?
- Published by:Ratnadeep Ray
- hyperlocal
- Reported by:Mainak Debnath
Last Updated:
India Pakistan Bangladesh: ভারত-পাকিস্তান যুদ্ধের মাঝেই সিঁদুরে মেঘ দেখা দিচ্ছে ভারত বাংলাদেশ সীমান্তগুলি নিয়েও। নদিয়া জেলার অনেকখানি এলাকা বাংলাদেশের সীমান্ত লাগোয়া রয়েছে। এই আপৎকালীন পরিস্থিতিতে সীমান্তে নজরদারি আরও জোরদার করেছে বিএসএফ। প্রয়োজন পড়লেই যাতে ব্যবহার করা যায়, তৈরি রাখা রয়েছে সব ব্যবস্থা।
নদিয়া: ভারত-পাকিস্তান যুদ্ধের মাঝেই সিঁদুরে মেঘ দেখা দিচ্ছে ভারত বাংলাদেশ সীমান্তগুলি নিয়েও। নদিয়া জেলার অনেকখানি এলাকা বাংলাদেশের সীমান্ত লাগোয়া রয়েছে। এই আপৎকালীন পরিস্থিতিতে সীমান্তে নজরদারি আরও জোরদার করেছে বিএসএফ। প্রয়োজন পড়লেই যাতে ব্যবহার করা যায়, তৈরি রাখা রয়েছে সব ব্যবস্থা।
আশপাশের গ্রামগুলিতে যাতে বাইরের কেউ সহজে ঢুকতে না পারে সেই কারণে বাড়ানো হয়েছে নজরদারি। বিভিন্ন সীমান্তবর্তী গ্রামগুলিতে বাড়ি বাড়ি ঘুরে গ্রামবাসীদের সঙ্গে কথা বলছে বিএসএফ। বাইরের কেউ এলেই সঙ্গে সঙ্গে স্থানীয় থানায় খবর দিতে বলা হয়েছে, জোর দেওয়া হয়েছে ইন্টেলিজেন্সেও।
advertisement
advertisement
সীমান্তরক্ষী বাহিনীর এই তৎপরতা দেখে আত্মবিশ্বাস বেড়েছে বাংলাদেশ সীমান্ত লাগোয়া নদিয়া জেলার বিভিন্ন গ্রামগুলিতে। নদিয়ার কৃষ্ণগঞ্জ থানা এলাকার একাধিক সীমান্তবর্তী গ্রামের স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন সীমান্তের পরিবেশ এখন ঠিকই রয়েছে, অসুবিধার তেমন কোনও কারণ নেই। পাকিস্তান যেটা করেছে কাশ্মীরে তার যোগ্য জবাব দিয়েছে ভারতীয় সেনা। বাংলাদেশকে নিয়ে তেমন কিছু বলার নেই, বাংলাদেশ সেরকম জায়গায় পৌঁছয়নি এখনও।
advertisement
বাংলাদেশকে নিয়ে তেমন কোন ভয় নেই আমাদের। বাংলাদেশের আমাদেরকে আক্রমণ করা অসম্ভব, ওদের কিছুই নেই তেমন। তবুও আমরা সচেতন থাকছি, বিএসএফকে সর্ব রকমভাবে সাহায্য করছি। ইতিমধ্যেই পাকিস্তানের একাধিক জঙ্গি ঘাটি আক্রমণ করেছে ভারতীয় সেনা। পাল্টা প্রত্যাঘাত করে বিফলে গিয়েছে পাকিস্তান সেনা। সেই কারণে গোটা দেশ জুড়েই বিশেষ করে সীমান্তে কড়া নজরদারি চালাচ্ছে বর্ডার সিকিউরিটি ফোর্স।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
May 09, 2025 4:46 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
India Pakistan Bangladesh: ভারত পাকিস্তান তুমুল সংঘর্ষে কড়া নজরে বাংলাদেশ সীমান্ত! কী বলছেন সীমান্তের বাসিন্দারা?