Independence Day 2023: সর্ব ধর্ম সমন্বয়...হিন্দু-মুসলমান-শিখ-জৈন হাতে-হাত ধরে উত্তোলন করলেন ৭৬টি জাতীয় পতাকা

Last Updated:

৭৭তম স্বাধীনতা দিবস উদযাপনে অভিনব উদ্যোগ নিল স্বেচ্ছাসেবী সংস্থা 'উড়ান'। একসঙ্গে উড়ল ৭৬ টি ভারতের জাতীয় পতাকা

বর্ধমান: ৭৭তম স্বাধীনতা দিবস উদযাপনে অভিনব উদ্যোগ নিল স্বেচ্ছাসেবী সংস্থা ‘উড়ান’। একসঙ্গে উড়ল ৭৬ টি ভারতের জাতীয় পতাকা। প্রকৃতই সর্ব ধর্ম সমন্বয়…একসঙ্গে হাতে হাত মিলিয়ে পতাকা উত্তোলন করলেন  হিন্দু, মুসলমান, শিখ, জৈন-সহ নানা ধর্মের মানুষ। মঙ্গলবার বর্ধমানের বাজেপ্রতাপপুর ট্রাফিক কলোনিতে এই কর্মসূচি পালিত হয়।
উদ্যোক্তারা বলেন, ” আজাদ হিন্দ বাহিনীর প্রতিষ্ঠাতা বিপ্লবী রাসবিহারী বসুর  জন্মস্থান পূর্ব বর্ধমান। ভগৎ সিং-এর ছায়াসঙ্গী ভারত কাঁপানো বিপ্লবী বটুকেশ্বর দত্তের জন্মস্থানও এই পূর্ব বর্ধমান। স্বাধীনতা আন্দোলনে বিশেষ ভূমিকা ছিল অবিভক্ত বর্ধমান জেলার। দেশ জুড়ে বিপ্লবীদের আত্মত্যাগের কথা আমরা কোনওদিনই ভুলব না। তাঁদের সম্মান জানাতেই একসঙ্গে ৭৬টি পতাকা উত্তোলনের নতুন ইতিহাস রচনা করা হল।”
advertisement
অন্যদিকে, তিনশ ফুট দীর্ঘ তিরঙ্গা পতাকা নিয়ে শহর পরিক্রমা করে ৭৭ তম স্বাধীনতা দিবস  উদযাপন করল কাটোয়ার ‘আরম্ভ’ নামে একটি বেসরকারি  সংস্থা। সংস্থার সদস্যরা এদিন ৭৭তম স্বাধীনতা  দিবসের  তাৎপর্য ও গুরুত্বকে স্মরণেরাখতে পথচলতি মানুষকে গাছ লাগানোর আবেদন জানান।  ৩০০ ফুটের তিরঙ্গা  যাত্রা দেখতে রাস্তার দুধারে বহু মানুষ  ভিড় জমান। মঙ্গলবার বেলা সাড়ে দশটা নাগাদ কাটোয়ার নিয়ন্ত্রিত বাজার কমিটির মাঠ থেকে তিরঙ্গা যাত্রা শুরু হয়। ‘আরম্ভ ‘সংস্থার কয়েকশ সদস্য তিরঙ্গা পতাকা  কাঁধে নিয়ে বাসস্ট্যাণ্ড হয়ে কাছারি রোড দিয়ে কাটোয়া শহরের কয়েক কিমি পথ পরিক্রমা করেন।
advertisement
advertisement
পাশাপাশি, ৭৭ তম স্বাধীনতা দিবস উপলক্ষে দু হাজার একশো বর্গ মিটারের বিশাল জাতীয় পতাকা নিয়ে বর্ধমান শহর পরিক্রমা হল। একটি স্বেচ্ছাসেবী সংস্থা এই উদ্যোগ নেয়। বর্ধমানের টাউনহল থেকে বীরহাটা হয়ে রেল স্টেশন পর্যন্ত পরিক্রমা হয়।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Independence Day 2023: সর্ব ধর্ম সমন্বয়...হিন্দু-মুসলমান-শিখ-জৈন হাতে-হাত ধরে উত্তোলন করলেন ৭৬টি জাতীয় পতাকা
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement