'ওঁরাই আমার ঈশ্বর...', রোজ রোজ স্বাধীনতা চেনান বাসন্তীর চা-দোকানি! স্বাধীনতার ৭৫-এ চিনে নিন উত্তমকে

Last Updated:

অভাবের সংসারে নিজের আদর্শ থেকে সরেননি উত্তম। উত্তমের দোকানে এখন অনেক খরিদ্দার। বিপ্লবীদের নানা কাহিনী বলেন চা-ওয়ালা উত্তম।

#বাসন্তী : উত্তম ঘড়ামি। পেশায় চা-বিক্রেতা। বাসন্তীর ছোট্ট চায়ের দোকানটাই তাঁর দেশভক্তি প্রকাশের আশ্রয়স্থল। বাসন্তী রাজ্য সড়কের সোনাখালী বাসস্ট্যান্ডের সেই দোকানে স্বাধীনতা দিবসের সকালে দেখা গেল একদম অন্য মেজাজ। সকাল-সন্ধ্যে ভিড় জমে ভালোই। দোকানের ভিতরে ঢুকলে চোখে পড়ে চার দেওয়ালে ভারতের স্বাধীনতা সংগ্রামীদের ছবি। তবে ঠাকুর দেবতা নয় ভারতের স্বাধীনতার বীর যোদ্ধা ও জাতীয় পতাকার প্রতি শ্রদ্ধা জানিয়েই বছরে ৩৬৫ দিন দিন শুরু করেন এই দোকান মালিক উত্তম।
গত ৪০ বছর ধরে এইভাবে চালিয়ে আসছেন উত্তম ঘড়াই। আগের দোকানটি খানিকটা বড় ছিল সম্প্রতি রাস্তা সম্প্রসারণের জন্য ভাঙ্গা পড়েছে অর্ধেকটা চায়ের দোকান। তবে স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধা নিবেদনে ভাঁটা পড়েনি এতটুকুও। দেশপ্রেমীদের প্রতি উত্তমের এই ভক্তি তাকে এক সময়ে স্থানীয় মানুষ জনের কাছে করে তুলেছিল উপহাসের পাত্র কিন্তু তাঁকে টলানো যায়নি তাঁর জীবন চর্যার অভিনবত্ব থেকে একচুলও।
advertisement
advertisement
স্কুলে পড়াশোনার সুযোগ হয়নি। ছোটবেলায় মামার চায়ের দোকানে কাজ করতেন উত্তম। তবে নিজের ইচ্ছেয় বাংলা লিখতে ও পড়তে শিখেছেন তিনি। সে সময় থেকেই স্বাধীনতার সংগ্রামের নানা কাহিনী চরিত্র সম্পর্কে আগ্রহ জন্মায় তাঁর।
advertisement
নিজের দোকান খোলার পরে সেখানে দেশপ্রেমীদের ছবি নিয়ে পূজা করা শুরু করেন উত্তম। বাসন্তী থানার সাত নম্বর সোনাখালি গ্রামের বাসিন্দা উত্তমের সংসারে স্ত্রী ও দুই সন্তান। ইতিমধ্যেই মেয়ের বিয়ে হয়ে গিয়েছে। ছেলে সিভিক ভলেন্টিয়ারে কাজ করতেন কিন্তু নানা কারণে কাজ হারিয়েছেন। উত্তমের আয়ের উপর চলে সংসার। অভাবের সংসারে নিজের আদর্শ থেকে সরেননি উত্তম। উত্তমের দোকানে এখন অনেক খরিদ্দার। বিপ্লবীদের নানা কাহিনী বলেন চা-ওয়ালা উত্তম। তার কথায়, "আমার কাছে দেশের স্বাধীনতা সংগ্রামীরা ঈশ্বর ওঁদের অনুসরণ করে সারা জীবন চলতে চাই।"
advertisement
অনুপ বিশ্বাস
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
'ওঁরাই আমার ঈশ্বর...', রোজ রোজ স্বাধীনতা চেনান বাসন্তীর চা-দোকানি! স্বাধীনতার ৭৫-এ চিনে নিন উত্তমকে
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement