IMD West Bengal Weather Update: হাতে সময় নেই...! রাতেই কাঁপিয়ে নামবে বৃষ্টি, দামাল হাওয়ায় তোলপাড় উত্তর-দক্ষিণ, জানিয়ে দিল আলিপুর

Last Updated:

IMD West Bengal Weather Update: পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ ক্রমশ শক্তিশালী হচ্ছে। সুস্পষ্ট নিম্নচাপে উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ ওড়িশা উপকূলে অবস্থান করবে। এটি স্থলভাগে প্রবেশ করবে আগামী দু'দিনে। যার সরাসরি প্রভাব না থাকলেও প্রচুর জলীয় বাষ্প ঢুকবে বাংলায়।

News18
News18
কলকাতাঃ পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ ক্রমশ শক্তিশালী হচ্ছে। সুস্পষ্ট নিম্নচাপে উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ ওড়িশা উপকূলে অবস্থান করবে। এটি স্থলভাগে প্রবেশ করবে আগামী দু’দিনে। যার সরাসরি প্রভাব না থাকলেও প্রচুর জলীয় বাষ্প ঢুকবে বাংলায়। দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা। মূলত মেঘলা আকাশ, দু-এক পশলা বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টি না হলে, বাতাসে জলীয় বাষ্প বেশি থাকার কারণে অস্বস্তি হবে। তার সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে।
শুক্রবার দক্ষিণবঙ্গের উপকূল ও পশ্চিমের জেলায় বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হুগলি, বাঁকুড়া জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা, ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। শনিবার বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা অনেকটা কমবে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে বেশ কয়েকটি জেলায়।
advertisement
আরও পড়ুনঃ অপেক্ষার অবসান…! বারাসতে শুরু হতে চলেছে মেট্রোর কাজ! কবে থেকে, কোন রুটে চলবে মেট্রো? জানুন
রবি এবং সোমবার বৃষ্টির পরিমান কিছুটা বাড়বে। দক্ষিণবঙ্গের দুয়েক জেলার কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি। আংশিক মেঘলা আকাশ এবং অস্বস্তি বাড়বে। রবিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে কলকাতা, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। সোমবারে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। মঙ্গল ও বুধবার বৃষ্টির পরিমাণ আবার কিছুটা কমবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে।
advertisement
advertisement
উত্তরবঙ্গে আজ বৃহস্পতিবারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায়। বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি দু-এক পশলা বৃষ্টি হতে পারে বিভিন্ন জেলায়। শুক্রবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরবঙ্গে। শুক্রবার ও শনিবার বৃষ্টির পরিমাণ অনেকটা কমবে উত্তরবঙ্গে। তবে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি দু-এক জায়গায় হতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উপরের ৫ জেলায়।
advertisement
আরও পড়ুনঃ মানুষের মৃত্যুর পর কী হয়? কোমা থেকে ফিরে এসে ‘এই’ মহিলা বিশ্বকে চমকে এমন গোপন কথা ফাঁস করলেন…! যা আজ পর্যন্ত কেউ জানে না
রবিবার ও সোমবার বৃষ্টি কিছুটা বাড়বে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা। রবিবার ভারী বৃষ্টি জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। সোমবার ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে। মঙ্গলবার এবং বুধবারে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরবঙ্গে। বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতে বেশিরভাগ অংশে।
advertisement
মৎস্যজীবীদের সতর্কবার্তা: বাংলা উপকূলে মৎস্যজীবীদের জন্য কোন সতর্কবার্তা নেই। তবে ওড়িশা উপকূল এবং উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে যেতে মৎস্যজীবীদের নিষেধ করা হয়েছে আগামী ২৪ ঘণ্টা। হাওয়া অফিসের পূর্বাভাস মতো বৃহস্পতিবার সকাল থেকে ঝেঁপে বৃষ্টি পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে। শুধু তাই নয়, পূর্ব মেদিনীপুরেও একই চিত্র বিভিন্ন জায়গায় চলছে বিক্ষিপ্ত বৃষ্টি। স্বাধীনতা দিবসের আগের দিন বৃষ্টির পূর্বাভাস দুই জেলায়। এমনকি উপকূলবর্তী এলাকাতেও মাঝারি থেকে ভারী বৃষ্টির আশঙ্কা স্থানীয় হাওয়া অফিসের। বর্ষাকাল শেষ হতে হাতে গোনা কয়েকটা দিন বাকি, বর্ষা বিদায়ের আগে ব্যাপক বৃষ্টি যে জেলা জুড়ে। চলতি সপ্তাহের আর ক’টা দিন বৃষ্টির কথা শুনিয়েছে হাওয়া অফিস।
advertisement
প্রসঙ্গত সোমবার এবং মঙ্গলবার রোদ ঝলমলে আবহাওয়া থাকলেও সেই আবহাওয়ার বদল শুরু হয় বুধবার থেকে। স্থানীয় হাওয়া অফিসের মতো, বৃহস্পতিবার থেকে বিভিন্ন জায়গায় বৃষ্টি হওয়ার আশঙ্কা ছিল। স্বাভাবিকভাবে এদিন সকাল থেকে পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন জায়গায় ব্যাপক বৃষ্টি শুরু হয়েছে। বেশ কিছু জায়গায় চলছে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত। তবে তিন দিনের থেকেও বৃহস্পতিবার তাপমাত্রা বেশ নিম্নমুখী। তবে আগামী কয়েক দিন ধরেই বৃষ্টিপাত চলবে বলে হাওয়া অফিস সূত্রে খবর।
advertisement
বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া তথ্য অনুযায়ী, এদিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৭ ডিগ্রি। জেলা জুড়ে এদিন দুপুর থেকে টানা বৃষ্টি চলবে রাত পর্যন্ত। অন্যদিকে পূর্ব মেদিনীপুর জেলাও একই চিত্র। দিঘা উপকূলবর্তী এলাকায় বৃষ্টির কথা জানিয়েছে হাওয়া অফিস। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৮ ডিগ্রি। পূর্ব মেদনীপুরের একাধিক শিল্পাঞ্চল এলাকা, হলদিয়া, তমলুক, এগরাতেও একই চিত্র। ইতিমধ্যেই পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল বন্যা কবলিত। এখনও বিপদসীমায় বইছে নদীর জল। তবে বর্ষাকাল শেষ হতে হাতেগোনা মাত্র কয়েকদিন থাকলেও এখনও টানা বৃষ্টিতে বেশ ভীত সন্ত্রস্ত ঘাটালের মানুষ। তবে এখনও চলতি সপ্তাহে বাকি দিনগুলো বৃষ্টির কথা শুনিয়েছে আবহাওয়া দফতর।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
IMD West Bengal Weather Update: হাতে সময় নেই...! রাতেই কাঁপিয়ে নামবে বৃষ্টি, দামাল হাওয়ায় তোলপাড় উত্তর-দক্ষিণ, জানিয়ে দিল আলিপুর
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement