West Bardhaman News: সাংসদ তহবিলের টাকায় রানীগঞ্জে বৃদ্ধাশ্রমের প্রস্তাব পাশ পুরসভার! অথচ সেই জমিতেই চলছে অবৈধ চাষ
- Published by:Debolina Adhikari
- local18
- Reported by:Nayan Ghosh
Last Updated:
রাণীগঞ্জে শিশু বাগান এলাকায় ১৭ থেকে ১৮ কাঠা জমিতে বৃদ্ধাশ্রম তৈরির পরিকল্পনা করা হয়েছে। কিন্তু সেই জমিতেই অবৈধভাবে চলছিল চাষ-আবাদ। অবশেষে বড়সড় পদক্ষেপ করল আসানসোল পুরসভা।
রানীগঞ্জ, পশ্চিম বর্ধমান: একটি বৃদ্ধাশ্রম তৈরির পরিকল্পনা নিয়েছে আসানসোল পৌরনিগম। সেই পরিকল্পনায় ইতিমধ্যেই সবুজ সংকেত মিলেছে। সাংসদ তহবিলের টাকায় এই বৃদ্ধাশ্রম তৈরির কথা রয়েছে।
রাণীগঞ্জে শিশু বাগান এলাকায় ১৭ থেকে ১৮ কাঠা জমিতে বৃদ্ধাশ্রম তৈরির পরিকল্পনা করা হয়েছে। কিন্তু সেই জমিতেই অবৈধভাবে চলছিল চাষ-আবাদ। অবশেষে বড়সড় পদক্ষেপ করল আসানসোল পুরসভা।
advertisement
এই বিষয়ে এক পুর আধিকারিক জানিয়েছেন, রানীগঞ্জের এই জমিতে আসানসোল পুরসভা একটি বৃদ্ধাশ্রম নির্মাণ করবে। কিন্তু বিগত দু-তিন বছর ধরে ওই জায়গাটি দখল করে চাষাবাদ করা হচ্ছিল। তাই জায়গাটি খালি করতে বলা হয়েছিল।
advertisement
কিন্তু তার বদলে নতুন করে আবার সেখানে চাষ-আবাদ শুরু হয়েছিল। অন্যদিকে সবুজ সংকেত আসার পরেও চাষ-আবাদের কারণে কাজ শুরু করা যাচ্ছিল না। তাই অবশেষে পুরনিগম উদ্যোগ নিয়ে জমি খালি করে দিয়েছিল।
advertisement
যদিও সেখানে কৃষিকাজ করা পরিবারের এক সদস্য দাবি করেছেন, এই জায়গাটি তাঁদের দিয়েছিলেন শিয়ারশোলের রাজা। তাঁদের দাদুকে এই জায়গাটি তিনি চাষাবাদ করার জন্য দিয়েছিলেন।
তবে সরকারি হিসাব অনুযায়ী এই জায়গাটি আসানসোল পৌরসভার নামেই রয়েছে। পরিবারের সদস্যদের দাবি, তাঁরা বিগত ৫০ বছর ধরে এখানে চাষ-আবাদ করছেন। যদিও পৌরসভা জানিয়েছেন, ওই জায়গায় বৃদ্ধাশ্রম তৈরির পরিকল্পনা নেওয়ার পর থেকেই চাষ-আবাদ শুরু হয়েছিল।
advertisement
পুরসভা সূত্রের খবর, বৃদ্ধাশ্রম তৈরির জন্য অনেকদিন ধরেই পরিকল্পনা চলছে। পরিকল্পনায় শিলমোহরও পাওয়া গিয়েছে। সাংসদ তহবিলের টাকা থেকে বৃদ্ধাশ্রম তৈরি করা হবে পুরসভার উদ্যোগে। যা গোটা জেলার মানুষের জন্য উপকারী হবে। বহু বৃদ্ধ বৃদ্ধার ঠিকানা হবে সেই জায়গা।
কিন্তু সরকারি কাজে বাধা দিতেই কৃষি কাজ করার ফন্দি আঁটা হয়েছিল। জায়গা খালি করতে বলার পরেও তাতে কর্ণপাত করা হয়নি। তাই অবশেষে বুলডোজার দিয়ে সেই জমি খালি করা হয়েছে।
advertisement
নয়ন ঘোষ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 21, 2024 2:55 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bardhaman News: সাংসদ তহবিলের টাকায় রানীগঞ্জে বৃদ্ধাশ্রমের প্রস্তাব পাশ পুরসভার! অথচ সেই জমিতেই চলছে অবৈধ চাষ
